1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম খরচে নির্বাচনের দেশ জার্মানি

১৩ সেপ্টেম্বর ২০২১

জনগণের করের টাকা, সীমাহীন অর্থসাহায্য আর নির্বাচনী প্রচারণায় অন্যান্য দেশের তুলনায় কম খরচ - জার্মানির রাজনৈতিক দলগুলোর অর্থের উৎস জেনে নেয়া যাক চলুন৷

Frankfurt/Oder | Wahlkampf Joschkla Fischer und Annalena Baerbock Die Grünen
ছবি: JOHN MACDOUGALL/AFP/Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে জার্মানিতে নির্বাচনী প্রচারণার খরচ বেশ কম৷ গত মার্কিন নির্বাচনে প্রার্থীরা খরচ করেছেন প্রায় সাড়ে চৌদ্দ বিলিয়ন মার্কিন ডলার, যা এক নতুন রেকর্ড৷ সে তুলনায় ২০১৭ সালে জার্মানির জাতীয় নির্বাচনের সময় দলগুলো নির্বাচনী প্রচারণায় সবমিলিয়ে খরচ করেছে ৯২ মিলিয়ন ইউরো৷ যদিও দুই দেশেই অনলাইন প্রচারণা এবং দলের বিভিন্ন সমাবেশে চাকচিক্য আনতে খরচ ক্রমশ বাড়ছে, তাসত্ত্বেও জার্মানি নির্বাচনে খরচের বিবেচনায় এখনো আমেরিকার অনেক অনেক পেছনে রয়ে গেছে৷

ইউরোপের দেশটিতে নির্বাচনী প্রচারণায় খরচ কম হওয়ার পেছনে কারণ মূলত দু'টি৷

এক. বড় দলগুলোর জন্য রাষ্ট্রীয় তহবিল

দুই. রাজনৈতিক দলের অর্থের উৎসে কড়া নিয়ন্ত্রণ 

জার্মানিতে নির্বাচনী প্রচারণায় কীভাবে অর্থায়ন করা হয়?

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দলের বাজেট এবং নির্বাচনী প্রচারণার বাজেট আলাদা হিসেবে বিবেচনা করা হলেও জার্মানিতে বিষয়টি আলাদা নয়৷ অর্থাৎ একটি দলকে তার বাৎসরিক বাজেট থেকেই নির্বাচনী প্রচারণার অর্থ ব্যয় করতে হবে৷

জার্মানিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের দেয়া করের টাকা থেকে সহায়তা দেয়া হয়৷ ২০২১ সালে দলগুলো এভাবে মোট ২০০ মিলিয়ন ইউরো পাচ্ছে৷ নির্বাচনী প্রচারণার জন্য এখান থেকে টাকা খরচ করতে পারবে দলগুলো৷

দলগুলোকে কারা টাকা দেয়?

করদাতা, নানা দলের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং একক ব্যক্তি রাজনৈতিক দলগুলোকে অর্থ সহায়তা করে থাকে৷

রাজনৈতিক দলগুলো নিজেদের খরচ এবং তাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য একটি ফান্ড তৈরি করে৷ এই ফান্ডে সরকারের সাহায্য যা মূলত করদাতাদের অর্থ, দলের সদস্যদের দেয়া ফি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া দান যোগ হয়৷ জার্মানির সব বড় দলই সরকারি সাহায্য পায়, তবে কোন দল কত টাকা পাবে সেটা নির্ভর করে আঞ্চলিক, জাতীয় এবং ইইউ পর্যায়ের নির্বাচনে সেই দল কতটা সাফল্য পেয়েছে তার উপর৷

রাজ্য পর্যায়ের নির্বাচনে একটি দল অন্তত এক শতাংশ ভোট পেলে কিংবা ইইউ বা জাতীয় নির্বাচনে অন্তত শূণ্য দশমিক পাঁচ শতাংশ ভোট পেলে একটি দল সরকারি সহায়তা পাওয়ার উপযুক্ত হিসেবে বিবেচিত হয়৷

সরকার তখন সেই দলকে প্রথম চার মিলিয়ন ভোটের ক্ষেত্রে ভোটপ্রতি এক দশমিক শূণ্য ছয় ইউরো দেয়৷ এরপরের ভোটগুলোর জন্য দেয়া হয় ভোটপ্রতি ৮৭ সেন্ট বা ৮৭ টাকা৷ এছাড়া প্রতিটি দল সদস্যদের কাছ থেকে যত ইউরো ফি পায় সেটির ভিত্তিতে ইউরোপ্রতি ৪৫ সেন্ট দেয় সরকার৷ আর কোনো দলের পাওয়া ব্যক্তিগত অর্থসাহায্য বা দানের ক্ষেত্রে তিন ৩০০ ইউরো অবধি ইউরো প্রতি ৪৫ সেন্ট দেয়া হয় সরকারি তহবিল থেকে৷    

একটি দলকে একজন কত টাকা পর্যন্ত সহায়তা করতে পারে?

জার্মানির অনেক মহাসড়কে যেমন কোনো গতিসীমা নেই, তেমনি একটি দলকে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কত টাকা দান করতে পারবে তারও কোনো সীমা নেই৷

তবে, যদিও সীমা নেই, তারপরও বাস্তবতা হচ্ছে, দলগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে খুব বেশি টাকা পায় না৷

কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি কোনো দলকে ৫০ হাজার ইউরোর বেশি দান করে, তাহলে সেটা সংসদকে জানানো হয় এবং সংসদ তখন তাদের নাম, ঠিকানাসহ দানের বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে৷

২০২১ সালে এভাবে একটি দলকে সবচেয়ে বেশি অর্থ দেয়া ব্যক্তি একজন সফটওয়্যার ডেভেলপার৷ তিনি গ্রিন পার্টিকে ১০ লাখ ইউরো দান করেছেন৷

এক্ষেত্রে অবশ্য একটি ফাঁক এখনো রয়ে গেছে৷ কোনো প্রতিষ্ঠান চাইলে একটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি স্পন্সর করতে পারে৷ স্পন্সরশিপের এই বিষয়টি দলের বাজেটে অন্তর্ভূক্ত না করলেও চলে৷ জার্মানির বড় বড় প্রতিষ্ঠানগুলো অনেক দলের ইভেন্ট এভাবে স্পন্সর করে৷

জার্মানিতে নির্বাচনী প্রচারণায় খরচ কম কেন?

জার্মানিতে রাজনৈতিক দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় রাজনৈতিক প্রচারণায় অনেক কম অর্থ খরচ করে৷ যুক্তরাষ্ট্রে যেমন নির্বাচনের আগে কয়েক মাস ধরে ফোন কল, ইমেল এবং টেলিভিশনে আক্রমণাত্মক বিজ্ঞাপন প্রচার করে ভোটারদের কাছে টানার চেষ্টা করে বিভিন্ন দল, জার্মানিতে সেসব দেখা যায় না৷

ইউরোপের কেন্দ্রের এই দেশটির রাজ্য ও জাতীয় কর্তৃপক্ষ নির্বাচন শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে রাজনৈতিক দলগুলোকে বিলবোর্ড এবং পোস্টার টাঙানোর অনুমতি দেয়৷ আর নির্বাচনের একমাস আগে থেকে দলগুলো রেডিও এবং টেলিভিশনে কতক্ষণ এবং কী পরিমান বিজ্ঞাপন প্রচার করতে পারবে তাও নিয়ন্ত্রণ করা হয়৷ ফলে এখাতে দলগুলের বাড়তি খরচের সুযোগ নেই৷

ইয়ান ব্যাটসন, মার্ক হালাম / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ