1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম খেলে ব্যবসায়ীদের মুনাফা কমে যাবে: ফারুক খান

৪ আগস্ট ২০১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আর ভেজাল প্রতিরোধে দেশের মানুষকে কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী৷ তিনি বলেছেন, কম খেলে ব্যবসায়ীদের মুনাফা কমে যাবে৷ ফলে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াবেনা৷

Retired lt. col. Faruq Khan is the commerce minister of Bangladesh Government.
বাণিজ্যমন্ত্রী ফারুক খানছবি: Samir Kumar Dey

ব্যবসায়ী নেতারা স্বীকার করছেন, এই পরিস্থিতির জন্য তারাও দায়ী৷

রমজানের শুরু থেকেই বাড়ছে চিনি, ছোলা আর দুধের দাম৷ প্রতি লিটার দুধের দাম বেড়েছে ১০ টাকা৷ আর শাক-সব্জির দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা৷ অতিরিক্ত মুনাফার জন্য এর সঙ্গে রয়েছে ভেজাল খাদ্য-দ্রব্য৷ এই পরিস্থিতির জন্য রাজধানীতে একটি অনুষ্ঠানে ব্যবসায়ী ও শিল্পপতিদের সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সরকারে পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়ী করেন৷ তিনি বলেন ব্যবসায়ী সংগঠনগুলো চাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে৷

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে নানা উদ্যোগ নিলেও তা তেমন ফল দিচ্ছেনা৷ তাই বাণিজ্যমন্ত্রী ফারুক খান ওই অনুষ্ঠানে দিলেন নতুন পরামর্শ৷ তিনি দেশের মানুষকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর ভেজাল প্রতিরোধে কম খাওয়ার পরামর্শ দিলেন৷ বাজার নিয়ন্ত্রণে এখন ১৯টি আইন প্রয়োগ করছে সরকারের বিভিন্ন সংস্থা৷ এরপরও বাণিজ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার দফতরের মত আলাদা গোয়েন্দা সংস্থা গড়ে তোলার কথা বলেন৷

এদিকে রমজানের বাজারে আমদানি করা বিদেশি খেজুরেও ক্ষতিকর ফর্মালিনের অস্তিত্ব পেয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ যা জানান আদালতের ম্যাজিস্ট্রেট আল আমিন৷ আর নিয়ে ক্রেতারা বেশ ক্ষুব্ধ৷ কারণ ইফতারে খেজুরকে একটি অপরিহার্য খাবার হিসেবে বিবেচনা করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ