1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়রিয়া প্রতিষেধক টিকা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ মে ২০১৩

ভারতে বছরে ১১ মাসের কম বয়সি প্রায় এক লাখ শিশু ডায়রিয়ায় মারা যায়৷ এক সমীক্ষায় দেখা গেছে, এই রোগের প্রাদুর্ভাব ভারতেই সবথেকে বেশি৷ তাই এবার ডায়রিয়া নিয়ন্ত্রণে স্বল্প দামে দেশজ উপায়ে তৈরি করা হয়েছে রোটাভ্যাক টিকা৷

** ADVANCE FOR SUNDAY, MAY 2 ** In this March 31 photograph, Bangladeshi slum dwellers try to collect drinking water from a water tanker in Dhaka, Bangladesh. Bangla reads,"Clear municipal tax in time." A young democracy plagued by corruption and natural disasters where nearly half the population lives on less than $1 a day, the Muslim nation has vast experience beating back diarrhea tied to annual monsoon flooding, unclean drinking water and poor sanitation. (AP Photo/ Pavel Rahman)
ছবি: AP

সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এন্টারিক মাল্টি-সেন্টার স্টাডি সংক্ষেপে জেমস-এর এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, নিউমোনিয়ার পরই শিশু মৃত্যুর দ্বিতীয় বড় কারণ ডায়রিয়া, যা হয় রোটাভাইরাসের আক্রমণে৷ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকার চারটি শহরে তিন বছর ধরে এই সমীক্ষা চালানো হয়৷ নতুন দিল্লির কাছে গুরগাঁও-এ পেডিয়াট্রিক বায়োলজি সেন্টারের অধ্যাপক ডা. শিঞ্জিনি ভাটনগর জানান, ভারতে বছরে পাঁচ বছরের নীচে ১১ শতাংশ শিশু মারা যায় রেট্রোভাইরাসজনিত ডায়রিয়াতে৷ সংখ্যার হিসেবে যা দাঁড়ায় বছরে প্রায় এক লাখ শিশু৷

এক সমীক্ষায় দেখা গেছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব ভারতেই সবথেকে বেশিছবি: AP

ভারতের বায়োটেকনলজি বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি সংস্থার সহযোগিতায় স্বল্প দামে রোটাভ্যাক নামে এই রোগের প্রতিষেধক টিকা বের করেছে ভারত বায়োটেক৷ এই টিকার সাহায্যে ডাইরিয়া তথা দেহে জলাভাবজনিত শিশু মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কম করা সম্ভব হবে৷ বিশ্বে বছরে সাত লাখ শিশু মারা যায় ডায়রিয়ায় যার ৭০ শতাংশ প্রথম দু'বছরে ৷

ভারতে তৈরি রোটাভ্যাক নামে রোটাভাইরাস টিকার তৃতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে৷ পরীক্ষা করা হয়েছে ভারতে বিভিন্ন হাসপাতাল ও শিশু কেন্দ্রে ৬ থেকে ৭ সপ্তাহের প্রায় সাত হাজার শিশুর ওপর৷ এই টিকা বাজারে ছাড়ার জন্য দরকার এখন শুধু ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের অনুমোদন৷

এই টিকা মুখে ড্রপ দিয়ে খাওয়ানো যাবে, যেমন পোলিও টিকা দেয়া হয়৷ খাওয়াতে হবে তিন ডোজ৷ ৬ সপ্তাহে, ১০ সপ্তাহে এবং ১৪ সপ্তাহে৷ প্রতি ডোজের দাম পড়বে ৫৪ টাকার মতো৷ বর্তমানে এর দাম পড়ে প্রতি ডোজ হাজার টাকার মতো৷ এটা চলবে সর্বজনীন ইমিউনাইজেশন এবং ওরাল পোলিও টিকাদান কর্মসূচির পাশাপাশি৷

ডায়রিয়া নিয়ন্ত্রণে স্বল্প দামে দেশজ উপায়ে তৈরি করা হয়েছে রোটাভ্যাক টিকাছবি: picture alliance / dpa

ডায়রিয়া বা উদরাময়ের লক্ষণ হলো বার বার জলের মতো পায়খানা হওয়া৷ তাতে দেহে জলীয় উপাদান বেরিয়ে যাওয়ায় দেখা দেয় দেহে জলাভাব৷ এটা হয় অপরিষ্কার, অপরিচ্ছন্ন খাদ্য ও দুষিত জল থেকে৷ প্রাথমিক চিকিৎসা ওআরএস, অর্থাৎ প্রচুর জলীয় পদার্থ খাওয়াতে হবে৷ বারংবার পাতলা পায়খানা হলে অন্ত্র জল ও ইলেকট্রোলাইটস ধরে রাখতে পারে না বেরিয়ে যায়৷ ইলেক্ট্রোলাইটসে থাকে লবণ, সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড৷

দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উন্নতির সঙ্গে সঙ্গে রোটাভ্যাক টিকার কার্যকারিতাও বাড়বে৷ আন্ত্রিক সংক্রমণ নিবারণেও রোটাভ্যাক সমান কার্যকর৷ ২৫ শতাংশ নিবারণ করা গেলেও জনস্বাস্থের দিক থেকে সেটাও কম নয়, বলেন বায়োটেকনলজি বিভাগের সাবেক সচিব এম.কে ভান৷ রোটাভাইরাস সংক্রমণের মোকাবিলায় এটা একটা বড় সাফল্য সন্দেহ নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ