1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম ভোটার, অনিয়ম, অভিযোগ নিয়ে শেষ হলো ভোট

৭ জানুয়ারি ২০২৪

পুরোনো নিয়মে আওয়ামী লীগ কেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি৷ ভোট বর্জনের ডাক দেয়া বিএনপি বলেছে, কেন্দ্রে কম ভোটার উপস্থিতি প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে বর্জন করেছে৷

বিদেশি সাংবাদিক ছাড়া ১২৭ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন৷
বিদেশি সাংবাদিক ছাড়া ১২৭ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন৷ছবি: Mortuza Rashed/DW

প্রাণহানি, সহিংসতার মতো ঘটনার মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ চলছে গণনা৷ শান্তিপূর্ণ পরিবেশে ভোট করতে পারা নিয়ে শঙ্কা জানিয়ে আসা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারো এজেন্ট দেখতে পাননি তিনি৷

নৌকা ছাড়া অন্য এজেন্ট দেখতে পাননি সিইসি

রোববার সকালে রাজধানীর হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল৷ ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে আইনশৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন করেন সিইসি৷ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি৷

ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা, তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই৷ ...আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে৷ আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের৷ নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট৷ বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি৷''

দিনের শুরুতে ভোট দেয়া সিইসির কাছে জানতে চাওয়া হয়, হরতাল ও সহিংসতা ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলতে পারে৷ জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে৷ ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে কোনো মন্তব্য করবেন না তিনি৷

ভোট ডাকাতির অভিযোগ জাতীয় পার্টির

আওয়ামী লীগের বিরুদ্ধেভোটকেন্দ্র দখল ভোট ডাকাতির নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন করেছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের৷

রোববার সকালে রংপুর-৩ আসনের সেনপাড়া শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখে তিনি এ কথা বলেন৷

জি এম কাদের বলেন, ‘‘জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে খবর পেয়েছি৷ যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে৷ এবারও সেটাই করা হচ্ছে৷ যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না৷''

তিনি বলেন, ‘‘কিন্তু অলরেডি সকাল থেকে আমি তিনটা ঘটনা জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে৷''

ভোটের স্বাভাবিক পরিবেশ নেই জানিয়ে তিনি আরো বলেন, ‘‘ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে৷ সব জায়গার খবর এখনও পাইনি৷ যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে, কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না৷''

জিএম কাদের বলেন, ‘‘সবসময় আমাদের আশঙ্কা ছিল যে, নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে৷ কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে৷ এসব আশঙ্কা সত্যি হয় কিনা বিকেল হলেই বোঝা যাবে৷''

দিনশেষে জাতীয় পার্টির শঙ্কা সত্যি হলে দলের অবস্থান কি হবে জানতে চাওয়া হয় জি এম কাদেররের কাছে৷ তিনি বলেন, ‘‘সেটা যখন হবে তখন বলব৷ আগে থেকে কিছু বলতে চাই না৷ আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো৷''

জনগণ বর্জন করেছে সাজানো নির্বাচন: বিএনপি

নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান৷

জনগণের কাছে গ্রহণযোগ্য হলে নির্বাচন গ্রহণযোগ্য: শেখ হাসিনা

02:38

This browser does not support the video element.

নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকায় ভোটে অংশ নেয়নি বিএনপি৷ বরং ভোটকে ব্যর্থকে তারা হরতালের ডাক দিয়েছে৷

রোববার দুপুরে গুলশানের নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা৷ মঈন খান বলেন, ‘‘সরকারের সাজানো নির্বাচনের যে নাটক, আজকে সকাল থেকে সেই অংকের শেষ অংশ মঞ্চায়ন হচ্ছে৷ মজার কথা হচ্ছে এই যে, গত এক বছর ধরে আমরা যে কথাটি বলে আসছিলাম—বাংলাদেশের জনগণ এই সরকারকে বর্জন করেছে, সেই কথাটি আজকে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ দেশে এবং বিদেশে সবার সামনে প্রমাণ করে দিয়েছে৷''

তিনি বলেন, ‘‘সকালে ভোট যখন শুরু হয়, তার আগে বিভিন্ন ভোটকেন্দ্রের ছবি আমরা সংগ্রহ করেছি এ পর্যন্ত৷ ভোটকেন্দ্রগুলো যে ভোটারশূন্য কেবলমাত্র তাই নয়, আমাদের মনে পড়ছে আজকে থেকে ১০ বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির কথা৷ যেদিন আমরা দেখেছিলাম, ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেয় না, কুকুর-বিড়াল ভোট দেয়৷''

সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘‘আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, গত ১০ বছরে সরকার গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, আজও শতশত কেন্দ্র শূন্য৷ এখানে কোনো ভোটার নেই৷ বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে আজকে শীতের সকালে কুকুর রোদ পোহাচ্ছে৷ এটাই বাংলাদেশের আজকের দ্বাদশ সংসদ নির্বাচনের নামে যে প্রহসন, সেই প্রহসনের বাস্তবতা৷''

‘ভোটার উপস্থিতি নয়, পরিবেশ দেখছেন পর্যবেক্ষকেরা'

বেশি ভোটারের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে অবদান রাখবে—এ কথা স্বীকার করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন৷ তবে তিনি বলেছেন, বিদেশি  পর্যবেক্ষকেরা ভোটারের উপস্থিতি নয়, বরং ভোট গ্রহণের স্বচ্ছতা ও নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করছেন৷

রোববার সকালে টিচার্স ট্রেনিং সেন্টার কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এসব কথা বলেন৷

পররাষ্ট্রসচিব জানান, বিদেশি পর্যবেক্ষকরা আজ সকাল থেকেই তাদের দায়িত্ব পালন করছেন৷ ভোটগ্রহণ শেষে তারা তাদের মতামত জানাতে সম্মত হয়েছেন৷

বিদেশি সাংবাদিক ছাড়া ১২৭ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন৷

পর্যবেক্ষকেরা জানিয়েছেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি নয়, বরং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ এবং পরিবেশ শান্তিপূর্ণ থাকছে কি না, তা পর্যবেক্ষণ করতে এসেছেন তারা৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভোটারের উপস্থিতি না থাকলে পশ্চিমা দেশগুলো বিষয়টি নিয়ে কি ভাবতে পারে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘‘যদি প্রচুর ভোটার ভোট দেয়, তাহলে তা নির্বাচন ও এর গ্রহণযোগ্যতার পক্ষে যাবে৷''

ভোটের আগেই ব্যালটে নৌকার সিল

ভোট শুরুর আগেই নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ব্যালটের ১২টি বইয়ে নৌকা প্রতীকে সিল থাকায় অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে৷ এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷

তার অভিযোগের আঙ্গুল অবশ্য স্বতন্ত্র প্রার্থীর দিকে৷ বলেছেন, তাকে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বতন্ত্র প্রার্থী এই ঘটনা ঘটিয়েছেন৷

রোববার দুপুরে মনোহরদী এলাকায় তার বাসভবনের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন৷

তিনি বলেন, ‘‘আমার যে প্রতিপক্ষ, তারাও তো নৌকার লোকই৷ তারা সেখানে আওয়ামী লীগার সেজে সেগুলো করে আমাকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য (ভোর) ৫টা-৬টার সময় এটাকে...যখন ব্যালট শুরুই হয় ৮টায়৷ তার আগে কীভাবে ঘটবে? কীভাবে নিলো? তারা ওখানে ম্যানেজ করে এই কাজটি করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, যাতে প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচনকে আজকে প্রশ্নবিদ্ধ করা যায়৷''

তিনি আরো বলেন, ‘‘আজকে নৌকার নামধারী যারা, যারা কখনোই নৌকার ছিল না তারা এটি করেছে৷ অত্যন্ত খোলামেলাভাবে করেছে তারা৷ কারচুপি হয় তো তখন ব্যালট মারতে গেলে, ভোট কাটতে গেলে তখন৷ সে সময় কেউ তো ছিলই না৷ কাজেই হাস্যকর অভিযোগ এটা৷ কে কেটেছে তাকে দেখায়নি, শুধু ব্যালটগুলো দেখিয়েছে৷''

টিএম/ (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ