1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেঁচে গেল সাইপ্রাস

২৬ মার্চ ২০১৩

ইউরো এলাকার সঙ্গে রফার পর সাইপ্রাস আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে৷ ভবিষ্যতে ইউরো এলাকায় সংকট দেখা দিলে আর সাধারণ মানুষ নয় – ব্যাংক ও লগ্নিকারীদের কাঁধে তার দায় চাপানো হবে বলে শোনা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

রবিবারের আলোচনা সফল হওয়ার পর বোঝাপড়া অনুযায়ী সাইপ্রাস ১,০০০ কোটি ইউরো পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা পাবে, যার সিংহভাগ আসবে ইউরোপীয় জরুরি তহবিল ইএসএম থেকে৷ আইএমএফ-ও তাতে অংশ নেবে৷ তার বদলে অবশ্য সাইপ্রাসকে কঠিন মূল্য চোকাতে হবে৷ এত কম জনসংখ্যার দেশে এত সংখ্যক ব্যাংক বিশ্বের অন্য কোনো দেশে নেই৷ রুশ কোটিপতি থেকে শুরু করে অনেকেই কর ফাঁকি সহ নানা বিতর্কিত কাজে সেই সব ব্যাংক ব্যবহার করে এসেছে৷ এবার সেই সব বন্ধ করতে হবে৷ দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভেঙে দেওয়া হচ্ছে৷ ১ লক্ষ ইউরোর বেশি ব্যাংকে জমা থাকলে গ্রাহকের ৪০ শতাংশ পর্যন্ত অর্থ লোকসান হবে৷ আর্থিক ক্ষেত্রে এত বড় রদবদলের ফলে সাইপ্রাসের অর্থনীতিও বিশাল ধাক্কা খাবে, এটা ধরে নেওয়া যায়৷ আপাতত সংকট এড়াতে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকগুলি বন্ধ রাখা হয়েছে৷

করদাতা নয়, এবার সংকট সামালাবে ব্যাংকছবি: Yiannis Kourtoglou/AFP/GettyImages

রবিবার গভীর রাত পর্যন্ত আলোচনার পর সাইপ্রাস দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেছে৷ ফলে পুঁজিবাজার প্রথমে বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ কিন্তু ইউরোগ্রুপের প্রধানের একটি মন্তব্যের ফলে বাজার আবার অস্থির হয়ে পড়ে৷ তিনি বলেন, শুধু সাইপ্রাস নয় – ভবিষ্যতে সংকট দেখা দিলে কোনো ব্যাংককে আর যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা করা হবে না৷ চলতি বছর জার্মানির প্রবৃদ্ধির মাত্রা বেশি হবে না – এমন পূর্বাভাষের কথা জেনেও বাজার কিছুটা হতাশ হয়েছে৷

এতকাল ইউরো এলাকায় সংকট দেখা দিলেই সরকার করদাতাদের অর্থ দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করতো৷ এই প্রথম ব্যাংক ও লগ্নিকারীদের কাছ থেকে সরাসরি উদ্ধারের অর্থ আদায় করা হচ্ছে৷ ভবিষ্যতে অন্যান্য দেশে সংকট দেখা দিলেও এমনটাই করা হবে, এমন ইঙ্গিত দিয়েছেন ইউরোগ্রুপের প্রধান ইয়েরুন ডাইসেলব্লুম৷ অর্থাৎ তখন ব্যাংক, তার শেয়ারের মালিক, বন্ডের মালিক – এমনকি বড় লগ্নিকারীদেরও লোকসান মেনে নিতে হবে৷ তাতে কাজ না হলে তবেই করদাতাদের অর্থে হাত পড়বে৷ অর্থাৎ আয়ারল্যান্ড, গ্রিস, পর্তুগাল ও স্পেনের পর আর কেউ এমন ঢালাও সহায়তা পাবে না৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ