1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

করাচিতে ‘গ্যাস বিস্ফোরণে’ নিহত অন্তত ১০

১৮ ডিসেম্বর ২০২১

পাকিস্তানের করাচিতে একটি ব্যাংক ভবনে বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহতদের কয়েকজনের অবস্থাও গুরুতর৷ ভবনটির নিচে থাকা ময়লার ড্রেনের গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের৷

Pakistan Karachi | Explosion | Zerstörung
ছবি: Akhtar Soomro/REUTERS

করাচি শহরের শিল্পাঞ্চলে হাবিব ব্যাংকের একটি শাখায় শনিবার দুর্ঘটনাটি ঘটে৷ পুলিশ কর্মকর্তা সরফরাজ নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের বিস্ফোরক দল বিস্ফোরণের কারণ নিরূপনের চেষ্টা করছে৷ তবে ভবনটি একটি ড্রেনের উপর নির্মিত৷ সেখানকার গ্যাসের কারণ এটি হতে পারে৷’’

বিস্ফোরণে ভবনের সঙ্গে লাগোয়া একটি পেট্রোল স্টেশন ও পার্ক করা অবস্থায় থাকা কয়েকটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভবনের মেঝে ও একতলার দেয়াল ধসে পড়েছে৷ এই ঘটনায় প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছেন তা পরিস্কার নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শারজিল খাড়াল নামে আরেকজন পুলিশ কর্মকর্তা৷ তবে করাচি ট্রমা সেন্টার হাসপাতালের চিকিৎসক ডা. সাবির মেমন ১০ জনের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন৷ আহতদের মধ্যে অন্তত তিনজনের পরিস্থিতি গুরুতর বলে জানান তিনি৷

বিধ্বস্ত ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কর্মীরাছবি: Fareed Khan/AP Photo/picture alliance

পাকিস্তানে নদর্মা ভরাট করে এমন অনেক ভবন বা স্থাপনা গড়ে উঠেছে৷ এসব ক্ষেত্রে আইনের তোয়াক্কাও করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে৷ গতমাসে দেশটির করাচিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি বহুতল ভবন ভেঙে ফেলার  নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট৷

এফএস/আরআর (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ