1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকে হারিয়ে রিজভী আবার সাংবাদিকদের মুখোমুখি

৬ আগস্ট ২০২১

করোনা থেকে সুস্থ হয়ে চার মাস পর প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ প্রথম দিনে স্বাস্থ্যখাতে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি৷

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী (ফাইল ছবি)ছবি: DW/S. Hossain

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি৷ ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম এ সময় সঙ্গে ছিলেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে প্রকাশ, দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজভী বলেন, ‘‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে৷ মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই যা তারা করছেন না৷ জেলা,‍উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই৷ না আছে আইসিইউ, অক্সিজেন সরবারহ, না কোনো ঔষধপত্র৷’’

গত ১৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় রিজভীকে৷ জুন মাসে বাসায় ফিরলেও তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে৷

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অসুস্থ হওয়ার আগে নিয়মিতই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসতেন৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তার মুখে মাস্ক ছিল, সঙ্গে ছিল স্বল্প সংখ্যক নেতা-কর্মী৷ রিজভী অভিযোগ করেন, ‘‘স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে, অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ তারা ভিন্ন কথা বলছেন, এই করছি, ওই করেছি৷’’

অন্যদিকে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ‘করোনা হেল্প সেন্টারের’ মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ