করোনা থেকে সুস্থ হয়ে চার মাস পর প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ প্রথম দিনে স্বাস্থ্যখাতে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি৷
বিজ্ঞাপন
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি৷ ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম এ সময় সঙ্গে ছিলেন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে প্রকাশ, দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজভী বলেন, ‘‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে৷ মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই যা তারা করছেন না৷ জেলা,উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই৷ না আছে আইসিইউ, অক্সিজেন সরবারহ, না কোনো ঔষধপত্র৷’’
গত ১৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় রিজভীকে৷ জুন মাসে বাসায় ফিরলেও তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে৷
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অসুস্থ হওয়ার আগে নিয়মিতই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসতেন৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তার মুখে মাস্ক ছিল, সঙ্গে ছিল স্বল্প সংখ্যক নেতা-কর্মী৷ রিজভী অভিযোগ করেন, ‘‘স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে, অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ তারা ভিন্ন কথা বলছেন, এই করছি, ওই করেছি৷’’
অন্যদিকে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ‘করোনা হেল্প সেন্টারের’ মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
সহযোগী ও ভুঁইফোঁড় সংগঠন কথন
আওয়ামী লীগ, বিএনপিসহ অনেক দলেরই স্বীকৃত সহযোগী সংগঠন আছে৷ এর বাইরে এসব দল ও তাদের প্রতিষ্ঠাতা, নেতা-নেত্রীর নাম ব্যবহার করে অনেকে ভুঁইফোঁড় সংগঠন গড়ে তোলেন৷ তাদের কারণে মূল দলগুলো প্রায়ই সমস্যায় পড়ে৷
ছবি: bdnews24.com
আওয়ামী লীগ
গঠনতন্ত্র অনুযায়ী আটটি সহযোগী সংগঠন আছে৷ এগুলো হলো মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মৎস্যজীবী লীগ৷ এর বাইরে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে স্বীকৃত৷ আর বঙ্গবন্ধু বা তার পরিবারের সদস্যদের নামে কোনো সংগঠন করতে হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের’ অনুমোদন নেয়ার নিয়ম আছে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
আওয়ামী লীগের নামে ভুঁইফোঁড় সংগঠন
২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নামে অনেক ভুঁইফোঁড় সংগঠন গড়ে উঠেছে৷ এই সংখ্যা তিনশর বেশি হবে৷ এদের অনুমোদন না থাকলেও আওয়ামী লীগের মধ্যেই তাদের পৃষ্ঠপোষক আছে৷ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি সত্ত্বেও তাদের নিবৃত্ত করা যায়না৷ এসব সংগঠনের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী-এমপিদের দেখা যায়৷ ছবিতে আওয়ামী ওলামা লীগ নামে একটি সংগঠনের কর্মীদের দেখা যাচ্ছে৷
ছবি: bdnews24.com
আলোচনায় ওলামা লীগ
২০১৯ সালে আওয়ামী ওলামা লীগ যেসব এনজিও বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করছে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল৷ এছাড়া বিপিএলের নামে জুয়া খেলা হচ্ছে দাবি করে বিপিএল বন্ধেরও দাবি করেছিল৷ সেই সময় ‘আওয়ামী ওলামা লীগ’ নামে আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই বলে জানানো হয়৷ ২০১৬ সালেও আলোচনায় এসেছিল ওলামা লীগ৷ তখন তারা বলেছিল, পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ জ্বালানো, উলুধ্বনি দেওয়া বিধর্মীদের কাজ৷
ছবি: bdnews24.com
‘চাকরিজীবী লীগ’
সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের পোস্টার ভাইরাল হয়৷ এতে লেখা ছিল ‘জেলা, উপজেলা ও বিদেশী শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হচ্ছে’৷ পোস্টারে সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম ও ছবি প্রকাশিত হয়৷ এরপর সমালোচনা শুরু হলে আওয়ামী লীগের উপকমিটির সদস্যপদ হারান হেলেনা জাহাঙ্গীর৷ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়৷
ছবি: bdnews24.com
শেখ হাসিনাও অবাক!
২০১৮ সালে ঢাকায় এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, নেতা মোদের শেখ মুজিব’ স্লোগান শুনে মঞ্চে থাকা আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে বলে ওঠেন, ‘‘এটি কী? এটি আবার কবে হলো? আগে তো শুনিনি!’’
ছবি: picture-alliance/dpa/AP Photo/A. Nath
বিএনপি
দলের ওয়েবসাইটে অঙ্গ সংগঠন হিসেবে মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের নাম রয়েছে৷ আর সহযোগী সংগঠন হিসেবে আছে ছাত্রদল ও শ্রমিক দলের নাম৷
ছবি: bnpbd.org
বিএনপির নামে ভুঁইফোঁড় সংগঠন
২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির নামে অনেক ভুঁইফোঁড় সংগঠন গড়ে উঠেছিল৷ দৈনিক প্রথম আলো বলছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী ২০১২ সালে এমন অন্তত ৪০টি সংগঠনের নাম উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ অবশ্য ২০১৪ নির্বাচনের পর এসব সংগঠনের তৎপরতা কমেছে৷ সম্প্রতি এক বিবৃতিতে বিএনপি জানিয়েছে, ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামের সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই৷
ছবি: DW/M. Mostafigur Rahman
জাতীয় পার্টি
দলের ওয়েবসাইটে অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব সংহতি, মহিলা পার্টি, কৃষক পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, ওলামা পার্টি, সাংস্কৃতিক পার্টি, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি ও জাতীয় তরুণ পার্টির নাম রয়েছে৷ এছাড়া সহযোগী সংগঠন আছে সাতটি৷ এগুলো হলো শ্রমিক পার্টি, আউনজীবী ফেডারেশন, ছাত্র সমাজ, মৎস্যজীবী পার্টি, তাঁতী পার্টি, মটর শ্রমিক পার্টি ও হকার্স পার্টি৷
ছবি: jatiyoparty.org.bd
জামায়াতে ইসলামী
দলের ওয়েবসাইটে ‘জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র’ বলে একটি পাতা রয়েছে৷ সেখানে গঠনতন্ত্র ডাউনলোড করার একটি লিংক রয়েছে, যেটিতে ক্লিক করলে ফাইল পাওয়া যায় না৷ তবে দলটির সহযোগী সংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবিরের পরিচিতি রয়েছে৷ যদিও ২০১০ সালে জামায়াতে ইসলামী দাবি করেছিল, ছাত্রশিবির তাদের অঙ্গ সংগঠন নয়৷ এর বাইরে শিশুদের সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ জামায়াতের অর্থায়নে চলে বলে অভিযোগ রয়েছে৷
ছবি: jamaat-e-islami.org
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
একাদশ সংসদে এই দলের দুজন সাংসদ আছেন৷ ওয়ার্কার্স পার্টির ওয়েবসাইট অনুযায়ী দলের গণ ও শ্রেণি সংগঠনগুলো হলো জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী ও জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন৷