1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার বিরুদ্ধে কঠোর হচ্ছে ইউরোপ

১৬ মার্চ ২০২০

সারা বিশ্বে এ পর্যন্ত এক লাখ ৬৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছে, মারা গেছে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ৷

ছবি: imago images/A. Gora

ইটালির পর ইউরোপের অন্যান্য দেশেও ধীরে ধীরে বাড়ছে করোনার বিস্তার৷ ফলে দ্রুত নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা

ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালির অবস্থা সবচেয়ে খারাপ৷ ২৪ হাজার ৭৪৭ জন সংক্রমিত, মৃতের সংখ্যা অন্তত এক হাজার ৮০৯৷

ইউরোপে ইটালির পর সবচেয়ে খারাপ অবস্থা স্পেনের৷ সে দেশে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে আট হাজার ৭৪৪ জন আর মৃতের সংখ্যা ঠেকেছে ২৯৭-এ৷ সংক্রমণ এবং মৃত্যুর দিক থেকে চীন, ইটালি আর দক্ষিণ কোরিয়ার পরেই রয়েছে তারা৷ রাস্তা এবং ট্রেন স্টেশগুলো পরিষ্কার করার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী৷

জার্মানিতে সংক্রমিতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো, মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১২ জনের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ফ্রান্স, লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং ডেনমার্ক সংলগ্ন সীমান্ত আংশিকভাবে বন্ধ করা হয়েছে৷

জার্মান অর্থমন্ত্রী বলেছেন, করোনার প্রভাব অর্থনীতিতেও পড়বে

জনজীবনেও পড়ছে করোনার প্রভাব৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা শুরু হয়েছে৷ ঘরের বাইরে, কর্মস্থলেও নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা৷

জার্মানির পরিবেশমন্ত্রী স্ভেনিয়া শুলৎসে বলেছেন, জনজীবনে পরিবর্তনও জরুরি প্রয়োজন৷ তিনি বলেন, ‘‘এখন সামাজিকভাবে মেলামেশা বন্ধ রাখতে হবে৷ সবাই জানেন কেন তা প্রয়োজন৷ প্রাত্যহিক জীবনে যে-কোনো পরিবর্তন খুব চোখে পড়ে, তবে আপাতত এভাবেই চলতে হবে৷''

ম্যার্কেল সরকারের মন্ত্রীরাও করোনার ব্যাপারে সতর্ক৷ শিক্ষামন্ত্রী আনইয়া ক্লারিচেক এক সভায় অংশ নিয়েছিলেন৷ সেই সভায় উপস্থিত একজনের দেহে পরে করোনা ধরা পড়ে৷ শিক্ষামন্ত্রী এখন তাই ঘরে বসেই করছেন দাপ্তরিক সব কাজ৷

যেসব জার্মান নাগরিক এখনো ছুটি কাটাতে দেশের বাইরে তাদের ফিরিয়ে আনার জন্য লুফথহানসার সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যার্কেল সরকার৷

ফ্রান্সের শহরগুলির রাস্তাঘাট, দোকানপাট প্রায় ফাঁকা৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ৷ অন্য দেশের সঙ্গে ট্রেন এবং বিমান যোগাযোগ সীমিত করা হয়েছে৷ দেশের ভেতরেও কিছু ট্রেন এবং বাস এ মুহূর্তে চলছে না৷ পাঁচ হাজারেরও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়া এবং ১২৭জনের মৃত্যুর আগে ‘অপ্রয়োজনীয়' বা কম জরুরি ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার৷ তারপরও পরিস্থিতিতে দৃশ্যত তেমন কোনো পরিবর্তন আসেনি৷ করোনায় সংক্রমিত চারশ' মানুষের অবস্থা বেশ সংকটাপন্ন৷ তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন৷তবে এমন পরিস্থিতিতেও রোববার সারা দেশে পৌর নির্বাচনের প্রথম পর্ব হয়েছে৷

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ