হামবুর্গে একটি ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷
পুলিশের এক মুখপাত্র জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ‘‘হামবুর্গে হাতব্যাগ থেকে এত বড় অংকের অর্থ চুরি যাওয়ার ঘটনা বিরল৷’’
কোভিড-১৯ মহামারিতে দেশের অর্থনৈতিক অবস্থায় ধস নামতে পারে ভেবে ওই নারী ব্যাংক জামনো তার সব অর্থ তুলে নিয়েছিলেন বলে স্থানীয় একটি পত্রিকার খবরে প্রকাশ৷
চুরির ঘটনাটি ঘটেছে গত ১৬ এপ্রিল৷ ৫২ বছরের ওই নারী ব্যাংক থেকে অর্থ তুলে তাঁর গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন৷ এ সময় সাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তার হাতব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়৷
এসএনএল/এসিবি (ডিপিএ)
গ্রীষ্মকালে জার্মানিতে সুন্দর আবহাওয়ায় বাইরে ঘুরে বেড়ানো বা ক্যাফে, রোস্তোরাঁতে খাওয়া -দাওয়ার সময় অনেকেই হাতব্যাগ বা মানিব্যাগের দিকে তেমন খেয়াল রাখেন না৷ ঠিক তখনই পকেটমাররা সক্রিয় হয়ে ওঠে৷ জেনে নিন তখন আপনার কী করণীয়৷
ছবি: Fotolia/Dronপকেটমারের কাছ থেকে নিজের মূল্যবান জিনিস রক্ষা করতে রুকস্যাক বা ব্যাগে ছোট্ট তালা লাগিয়ে রাখুন৷
ছবি: picture-alliance/dpa/T. Haseআপনার ক্রেডিট কার্ড এবং পিন কোড কখনো একসাথে রাখবেন না৷ সম্ভব হলে পিনকোডের নম্বরটি মুখস্ত করে ফেলুন৷
ছবি: imagoমানিব্যাগ সবসময় আপনার কাছাকাছি রাখুন এবং দামী কোনো জিনিস চোখের আড়ালে রাখবেন না৷
ছবি: picture allianceক্রেডিট কার্ড চুরি হয়ে গেলে সাথে সাথেই আপনার ব্যাংকে ফোন করে জানিয়ে দিন৷ তা না হলে পকেটমার আপনার ক্রেডিট কার্ড দিয়ে অনেক টাকার কেনা-কাটা করে ফেলবে৷
ছবি: picture-alliance/dpaশপিং বা খোলা বাজার বা যে কোনো জায়গায় মানুষের ভিড়ে গেলে ব্যাগের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখুন৷ আপনার শরীরের বেশি কাছাকাছে কেউ এলে সচেতন হোন, কারণ, পকেটমাররা কিন্তু খুবই ভয়ংকর৷ আর হ্যাঁ, মানিব্যাগ থেকে টাকা বের করার সময় লক্ষ্য রাখবেন, আপনার খুব কাছাকাছি যেন কেউ না থাকে৷
ছবি: picture-alliance/dpa/H. Mckay