1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় ঢাকাই চলচ্চিত্রের ভবিষ্যৎ আরো অনিশ্চিত

শামীমা নাসরিন
৩০ মে ২০২০

দুই মাস ধরে বন্ধ নাটক-সিনেমার শুটিং৷ সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরুর চিন্তাভাবনা করা হলেও ভালো চলচ্চিত্র মুক্তি না পেলে এখনই খুলবে না সিনেমা হল৷

ঢাকাই সিনেমা
ছবি: DW/M. Mamun

ফলে ঢাকাই চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাচ্ছে৷ কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে টানা সাধারণ ছুটি চলছে৷ এই সময়ে সব ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় শুটিং ও সিনেমা হল দুটোই বন্ধ হয়ে যায়৷ 

এ বছর সাধারণ ছুটির মধ্যে ঘরবন্দি অবস্থায় কেটেছে বাংলাদেশের বড় দুই উৎসব বাংলা নববর্ষ ও ঈদ৷ সাধারণত ঈদ ও নববর্ষের সময় বাংলাদেশে সিনেমা হলগুলোতে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পায়৷  এবার তা হয়নি৷ এই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা প্রায় ১৫টি চলচ্চিত্র আটকে গেছে৷ সেইসঙ্গে সিনেমা হল বন্ধ থাকায় এই খাতে ক্ষতির পরিমাণ ‘তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকা’ বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু৷ 

বিনোদন মানে কি শুধুই হাস্যকৌতুক?

43:11

This browser does not support the video element.

সাধারণ ছুটি আর না বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর নিজেদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে টেলিফোনে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন তিনি৷

বলেন, ‘‘ছুটি আর না বাড়ানোয় ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সব খুলে যাচ্ছে৷ তবে আমরা শুটিং শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷ জুনের ১ বা ২ তারিখে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো৷ শুটিং আর কতকাল বন্ধ রাখবো৷ শুটিং তো শুরু করতেই হবে৷

‘‘ভারতের মুম্বাইয়েও শুটিং শুরু হয়েছে৷ অক্ষয় কুমার মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করছেন৷ আমরাও স্বাস্থ্যবিধির একটি গাইড লাইন অনুসরণ করে শুটিং শুরু করবো৷ আমাদের কাজ শুরু করতে হবে৷ কাজ এবং কারোনা দুটোকে একসঙ্গে বয়ে নিয়ে যেতে হবে৷’’

চলচ্চিত্রে অনেক শিল্পী-কলাকুশলী দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন৷ দুই মাসের বেশি সময় ধরে শুটিং বন্ধ থাকায় তাদের অনেকে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন৷ লোকসানের মুখে ধুঁকতে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর কর্মীদেরও দুই মাস ধরে বেতন বন্ধ ছিল৷  পরে অর্থ মন্ত্রণালয় থেকে ‘অনুদান’ হিসেবে পাওয়া ৬ কোটি টাকা থেকে ২৬১ কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়৷

তবে দৈনিক মজুরির শিল্পী-কলাকুশলীরা এর আওতায় পড়েননি৷ কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন বটে৷ তবে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য৷

প্রযোজক, পরিবেশক সমিতির পক্ষ থেকে ওইসব মানুষকে আর্থিক সহায়তা করা হচ্ছে বলে জানান খসরু৷

লকডাউনে সিনেমা হল মালিকরাও বড় ক্ষতির মুখে পড়েছেন৷ আয় না থাকায় আটকে গেছে কর্মচারীদের বেতন৷ হল মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান খসরু৷ 

খোরশেদ আলম খসরু

This browser does not support the audio element.

এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে৷

দুই মাসের বেশি সময় ধরে সিনেমা হল বন্ধ থাকার কারণে তারা অনেক সংকটে আছেন জানিয়ে ইফতেখার উদ্দিন বলেন, ‘‘এমনিতেই সিনেমা হলের ব্যবসা নেই৷ তিন মাস হতে চলেছে স্টাফদের বেতন দিতে পারছি না৷’’

ছুটি আর না বাড়লেও এখনই সংকটমুক্তি হচ্ছে না বলেও মনে করেন এই হল মালিক৷ বলেন, ‘‘ছুটি শেষ হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম তো থেকেই যাবে৷ তাই ভালো ছবি মুক্তি না পেলে দর্শক হলে আসবে না৷ সবাই জনসমাগম ভয় পাচ্ছে৷ দর্শক না এলে কোনো মালিক হল খোলার সাহস পাবে না৷ তাই ভালো ছবি মুক্তি পেতে হবে৷ না হলে হলগুলো বন্ধই থাকবে৷ 

‘‘ঈদের আগে এক পক্ষ হল খুলতে চেয়েছিল৷ কিন্তু ঈদে তো কোনো ছবিই মুক্তি পায়নি৷ পুরান ছবি দিয়ে হল খুললে তো দর্শক আসতো না৷ তাই বেশিরভাগ মালিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ পরিস্থিতি ভালো হলে একবারে হল খোলা ভালো হবে৷’’

এদিকে ছুটি আর না বাড়ায় সরকার ও আন্তঃসংগঠনের বেশ কয়েকটি শর্ত মেনে আগামী সোমবার থেকে নির্মাতা-অভিনয়-শিল্পীদের টিভি নাটকের শুটিং শুরুর অনুমতি দেওয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ