1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনায় মৃত্যু একশ ছাড়ালো

২০ এপ্রিল ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে৷ মারা গেছেন ১০ জন৷

ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany

এ নিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে ১০১ জনের মৃত্যু হলো৷ গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ মোট নমুনা পরীক্ষা ২৬ হাজার ৬০৪টি৷ মোট শনাক্ত ২,৯৪৮ জন৷
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, মোট সুস্থ ৮৫ জন৷

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জন ঢাকায়, চার জন নারায়ণগঞ্জ এবং একজন নরসিংদীতে৷

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন৷

তিনি বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ ছাড়াও এখন গাজীপুর ও কিশোরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ বেশি হচ্ছে৷ নতুন আক্রান্তদের প্রায় ২০ শতাংশ গাজীপুরের বাসিন্দা৷ কিশোরগঞ্জে ১৩.৫ শতাংশ৷

এ পরিস্থিতিতে তিনি জনগণকে ঘরে থাকার, মাস্ক ব্যবহার করার এবং সামাজিক দূরত্ব বজার রাখার অনুরোধ করেন৷

মিটফোর্ডের ২৩ চিকিৎসক আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গোপন করে জরুরি চিকিৎসা নেওয়া একজন রোগীর মাধ্যমে তারা সংক্রমিত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা৷

এ নিয়ে মোট ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷

ঢাকার মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবীর বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ তথ্য জানায়৷

রোববার রাতে ব্রিগেডিয়ার জেনারেল রশিদ তাঁর হাসপাতালে ৪২ জন স্বাস্থ্যকর্মীর আক্রান্তের খবর দেন৷

তিনি বলেন, গত বৃহস্পতিবার ১২ জন এবং শুক্রবার ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ তাদের মধ্যে সার্জারি ও গাইনি বিভাগের ১০ জন চিকিৎসক এবং আটজন নার্স আছেন৷ শনিবার আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে তাদের সবার ফল ‘নেগেটিভ' আসে৷

ডাক্তারদের করোনার ভয় এখনো কাটেনি

02:45

This browser does not support the video element.

‘‘তবে রোববারের পরীক্ষায় আরো ১৩ জন চিকিৎসক এবং সাতজন নার্সের করোনা শনাক্ত হয়েছে৷ সব মিলিয়ে ৪২ জন আক্রান্ত, যাদের ২৩ জনই চিকিৎসক৷ বাকিদের মধ্যে নার্স ছাড়াও একজন আনসার আছেন৷’’

গত ১১ এপ্রিল হাসপাতালের সার্জারি বিভাগে একজন রোগী ভর্তি হন৷ তার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হয়৷ ওই অস্ত্রোপচারে যারা যুক্ত ছিলেন, তারা সবাই আক্রান্ত হয়েছেন বলে জানান পরিচালক৷

বলেন, ‘‘মূলত ওই রোগীর মিথ্যা তথ্যের কারণেই ডাক্তাররা আক্রান্ত হয়েছেন৷ এখন সেটা একজনের কাছ থেকে অন্যজনে ছড়াচ্ছে৷ আর আমরাই বা কী করব, একজন রোগীর ইমার্জেন্সি অপারেশনের দরকার হলে তো অপারেশন করতে হবে, না হলে রাস্তায় মারা যাবে৷’’

যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে এবং যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি৷

এ ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷

এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ