স্পেনে ৮৫ বছর বয়সি এক নারী করোনায় মারা যাওয়ার ১০ দিন পর বাড়ি ফিরলেন জীবিত৷ তাকে দেখে পরিবারের সবাই অবাক! স্পেনের একটি পত্রিকা এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, রবিবার৷
প্রতীকী ছবিছবি: Reuters/B. Suarez
বিজ্ঞাপন
শনিবার ৮৫ বছর বয়সি রোজেলিয়া উত্তর স্পেনের এক নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরে আসায় তার স্বামী ভীষণ অবাক আর আনন্দে আত্মহারা৷ প্রিয়তমাকে দেখে তিনি নাকি বিশ্বাসই করতে পারছিলেন না যে, সে আবার তার কাছে ফিরে এসেছে৷ রোজেলিয়ার স্বামী রামন ব্লাঙ্কোও একই নার্সিং হোমে ছিলেন এবং স্ত্রীর মারা যাওয়ার খবর পেয়ে অনেক কান্নাকাটি করেছিলেন৷
লা ভজ ডে জালিসিয়া পত্রিকা লিখেছে, পরিবারকে জানানো হয়, করোনায়আক্রান্ত রোজেলিয়া ব্লাঙ্কো ১৩ জানুয়ারি মারা গেছেন৷ পরের দিন তার দাফন৷ করোনার কারণে পরিবারের কেউ সে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না৷
শিল্পী, সাহিত্যিকদের অস্বাভাবিক মৃত্যু
তাঁদের জীবন জনতার কাছে খোলা খাতা৷ সাহিত্য, সংগীত ও শিল্পের সঙ্গে সারা জীবন কাটিয়ে জীবনের শেষ মুহূর্তে তাঁরা ভক্তদের থেকে বিদায় নিয়েছেন আশ্চর্যজনকভাবে৷ ছবিঘরে দেখুন এমনই কয়েকজন তারকার আশ্চর্য মৃত্যু৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
এলভিস প্রেসলি
এলভিস প্রেসলি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে একজন৷ তিনি তাঁর ডাকনাম এলভিস নামেও পরিচিত৷ তাঁকে বলা হয় ‘কিং অফ রক অ্যান্ড রোল’ অথবা শুধু ‘দ্য কিং’৷ তিনি জীবনের শেষদিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন এলভিস৷ অনেকে মাদকাদ্রব্যকেই তাঁর মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেন৷ নিজের বাথরুমে তিনি ১৯৭৭ সালের ১৬ই আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
যুবরানি ডায়না
১৯৮১ সালে ব্রিটেনের যুবরাজ চার্লসের সাথে বাগদানের পর থেকে ১৯৯৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত ডায়ানাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান নারী৷ ফ্যাশন, সৌন্দর্য, এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তাঁর অবদান অবিস্মরণীয়৷ এই খ্যাতিই হয়ত ডায়ানার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল৷ ১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিস শহরে ডায়ানা ও তাঁর তৎকালীন প্রেমিক দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন৷
ছবি: picture-alliance/dpa
ফান গখ
পোস্ট-ইমপ্রেশনিজমবাদী ওলন্দাজ চিত্রশিল্পী ফান গখের সপ্রতিভ রঙের ব্যবহার শিল্পকলায় সুদূরপ্রসারি প্রভাব রেখেছিল৷ কিন্তু জীবনের প্রতি প্রবল হতাশায় ভুগে ১৮৯০ সালের ২৯ জুলাই রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি৷
ছবি: picture-alliance/United Archives/WHA
ভার্জিনিয়া উল্ফ
ভার্জিনিয়া উল্ফ ১৯ শতকের ব্রিটিশ আধুনিকতাবাদী লেখকদের মধ্যে অন্যতম৷ ডিপোলার ডিজঅর্ডার নামক একটি মানসিক রোগে ভুগেছিলেন তিনি৷ শেষ উপন্যাস ‘বিটউইন দ্য অ্যাক্টস’ লেখা শেষ করার পর তিনি বিষণ্ণতায় ভুগতে শুরু করেন৷ ২৮শে মার্চ ১৯৪১ সালে তিনি তাঁর ওভারকোটের পকেট ভারি পাথর দিয়ে ভর্তি করে ওউজ নদীতে আত্মহত্যা করেন৷
ছবি: Gemeinfrei
মেরিলিন মনরো
এই শতাব্দীতেও তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই৷ মাথা ঘুরিয়ে দেওয়া সৌন্দর্য আর অভিনয় দক্ষতার পাশাপাশি যৌনতার প্রতীক হিসেবে গোটা বিশ্বে ধারাবাহিকভাবে চর্চিত হয়েছেন মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো৷ লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে মনরো মাত্রাতিরিক্ত বড়ি খেয়ে আত্মহত্যা করেছিলেন ১৯৬২ সালের ৫ আগস্ট৷
ছবি: picture-alliance/Everett Colle
ব্রুস লি
অভিনেতা ব্রুস লি মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক ৷ মাত্র ৩২ বছর বয়সে ব্রুস লির মৃত্যু হয় হংকংয়ে এবং তখনই এই মৃত্যু নিয়ে নানা বিতর্কের সূত্রপাত ঘটে৷ ১৯৭৩ সালের মে মাসে একটি চলচ্চিত্রে ডাবিংয়ের সময় ব্রুস লির মস্তিষ্ক হঠাৎই ফুলে উঠতে শুরু করে, সঙ্গে শুরু হয় তীব্র মাথাব্যথা৷ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সেরেব্রাল এডেমা৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি৷
ছবি: picture-alliance/United Archives/IFTN
মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসনের আচমকা মৃত্যুর জন্য দীর্ঘমেয়াদে পেইন কিলার সেবনকে দায়ী করা হয়৷ তবে এ নিয়ে বিতর্ক বোধ হয় কোনো দিনই শেষ হবে না৷ শুরুতে জানানো হয়েছিল তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে৷ পরে জানানো হয়, ডেমারোল নামের ব্যথানাশক ইনজেকশন নেওয়ার কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে জ্যাকসনের৷ ডেমারোল নেওয়ার পর থেকেই নাকি তাঁর শ্বাস-প্রশ্বাস ধীর হতে শুরু করে৷ এবং এক পর্যায়ে একেবারে বন্ধ হয়ে যায়৷
ছবি: picture alliance/dpa/EPA/Christie's/Ho
স্টিভ আরউইন
স্টিভেন রবার্ট আরউইন ওরফে স্টিভ বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও টিভি ব্যক্তিত্ত্ব ছিলেন৷ বিশ্বব্যাপী প্রচারিত ‘ক্রোকোডাইল হান্টার’ নামের একটি টেলিভিশন প্রামাণ্যচিত্রের জন্য বিখ্যাত তিনি৷ গ্রেট ব্যারিয়ার রিফে ডুব-সাঁতার দেয়ার সময় একটি স্টিং-রে বার্ব তাঁর বুক ফুটো করে হুল ফোটালে তিনি তৎক্ষণাৎ মারা যান৷
ছবি: picture-alliance/dpa/V. Devai
আর্নেস্ট হেমিংওয়ে
মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট মিলার হেমিংওয়ের ওপর নির্মেদ ও নিরাবেগী ভাষার ভীষণ প্রভাব ছিল৷ তাঁর অ্যাডভেঞ্চারপ্রিয় ও জনপ্রিয় ইমেজও পরবর্তী প্রজন্মের ওপর ভীষণ প্রভাব ফেলে৷ ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হেমিংওয়ে৷ এরপর ১৯৬১ সালের ২রা জুলাই ভোর-সকালে নিজের প্রিয় শটগান দিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি৷
ছবি: picture-alliance/AP Photo/S. Senne
9 ছবি1 | 9
নার্সিং হোমটি পরিচালনা করে সান রোজেন্ডো ফাউন্ডেশন, এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিং হোমে রোজেলিয়াসহ যাদের কোভিড পজিটিভ ধরা পড়ে তাদের সবাইকে বিশেষ চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়৷
জোভ থেকে পেরেইরো ডি আগুয়ারে স্থানান্তরকালে কাছাকাছি দুই নার্সিং হোম থেকে দুইজন বৃদ্ধাকে স্থানান্তর করে একই রুমে রাখার সময় এই নাম, পরিচয়ের বিভ্রান্তি ঘটেছে৷