1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশকে বিচারিক ক্ষমতা, আপত্তি মানবাধিকারকর্মীদের

সমীর কুমার দে ঢাকা
১৫ মে ২০২১

করোনার বিধিনিষেধ বাস্তবায়নে বাংলাদেশে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তাদের যে পরিমান ক্ষমতা আছে তার অপপ্রয়োগ ঠেকানো যাচ্ছে না৷ নতুন ক্ষমতা দেওয়া হলে অপপ্রয়োগ আরো বাড়বে৷

করোনার বিধিনিষেধ বাস্তবায়নে বাংলাদেশে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তাদের যে পরিমান ক্ষমতা আছে তার অপপ্রয়োগ ঠেকানো যাচ্ছে না৷ নতুন ক্ষমতা দেওয়া হলে অপপ্রয়োগ আরো বাড়বে৷
সাম্প্রতিক ছবিছবি: Munir uz zaman/AFP

আইন পরিবর্তন করতে এরইমধ্যে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার৷ কী ধরনের সংশোধন প্রয়োজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদফতরের কাছে তার প্রস্তাবনা চাওয়া হয়েছে৷ তবে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার বিষয়টি দ্রুত কার্যকর হচ্ছে না বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এখনই পুলিশকে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে না৷ আগামী ১৭ থেকে ২৩ মে পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ বলবৎ থাকবে৷ প্রধানমন্ত্রী ইতিমধ্যে সম্মতি দিয়েছেন৷ কিন্তু এই মহামারি কতদিন থাকবে সেটা তো আমরা জানি না৷ এই কারণে পুলিশকে কিছু ক্ষমতা দেওয়ার উদ্যোগ আমরা নিয়েছি৷ লকডাউন বাস্তবায়নে পুলিশের হাতে তো আসলে কোন ক্ষমতা নেই৷ কাউকে তো তারা মাস্ক পরতে বাধ্য করতে পারছে না৷ তাই আমরা আলাপ আলোচনা করছি৷ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে আইনটির কী সংশোধন করে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া যায়, সেটা জানতে চাওয়া হয়েছে৷’’ প্রতিমন্ত্রী জানান তাদের কাছে প্রস্তাবনা পেলে সেটি মন্ত্রীপরিষদে উঠবে এবং এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত লাগবে৷ এরপর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন৷ ‘‘এই কাজটা এখনই হচ্ছে না৷ আমরা উদ্যোগ নিয়েছি, বাস্তবায়ন করতে একটু সময় তো লাগবে,’’ বলেন ফরহাদ হোসেন৷

ফরহাদ হোসেন

This browser does not support the audio element.

পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সংসদ সদস্য নূর মোহাম্মদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশের কাছে এই ধরনের ক্ষমতা দেওয়াতে আমি ব্যক্তিগতভাবে কোন সংকট দেখি না৷ পুলিশ তো কোন কোন ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করছে৷ কেউ ট্রাফিক আইন না মানলে তাকে তো জরিমানা করছে৷ এখন লকডাউন বাস্তবায়ন করতে গেলে পুলিশকে কিছু ক্ষমতা তো দিতে হবে৷ তা না হলে তারা এটা বাস্তবায়ন করবে কীভাবে? সবকিছুতেই সন্দেহ করলে হবে না৷ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে৷ এখন আপনি পুলিশ ছাড়া কী কোন কাজ করতে পারেন? চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্ঘটনা সবকিছুতেই পুলিশ লাগে৷ তবে হয়েছে কী, আইনের কিছু অপপ্রয়োগের কারণে মানুষের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে৷ কঠোর মনিটরিংয়ে মাধ্যমে এটা বাস্তবায়ন করা গেলে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না৷’’

এ নিয়ে আইনজীবীদের মধ্যেও দ্বিমত রয়েছে৷ কেউ কেউ এর বিরোধিতা করছেন৷ তবে সিনিয়র আইনজীবী সিনিয়র আইনজীবী শাহদীন মালিক মনে করেন এর সুবিধা অসুবিধা দুই দিকই রয়েছে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ি সিভিল সার্জনদের কিছু ক্ষমতা দেওয়া আছে৷ কিন্তু এখানে পুলিশের কোন ক্ষমতা নেই৷ এই যে ঈদের আগে হাজার হাজার মানুষ ফেরিতে গিয়ে উঠল, পুলিশের তো কিছুই বলার নেই৷ কেউ মাস্ক পরছে না, সেখানেও পুলিশের কিছু বলার নেই৷ ফলে মাঠ পর্যায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে পুলিশকে কিছু ক্ষমতা দিতে হবে৷ আবার বিপত্তিটা হল, পুলিশ ক্ষমতার অপপ্রয়োগ করেই অভ্যস্ত৷ এখন এই ক্ষমতাটা পেলে যে অপপ্রয়োগ করবে না, সেটা তো কেউ বলতে পারে না৷ তবে পুলিশের যারা দায়িত্বশীল আছেন তারা যদি ঠিকমতো দেখভাল করেন তাহলে আমি পুলিশকে এই মুহুর্তে এই ক্ষমতা দেওয়ার পক্ষে৷’’

শাহদীন মালিক

This browser does not support the audio element.

তবে এর পক্ষে নন মানবাধিকার কর্মীরা৷ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশের হাতে এখন অনেক ক্ষমতা৷ সেটাই তারা অপপ্রয়োগ করছে৷ এখন যদি তাদের নতুন করে বিচারিক ক্ষমতা দেওয়া হয় তাহলে মানুষ আরো বেশি হয়রানির শিকার হবেন৷ ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন৷’’

আরেকজন মানবাধিকার কর্মী নুর খান লিটন মনে করন পুলিশকে ক্ষমতা দেয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়৷ লকডাউন ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারের সিদ্ধান্তহীনতা দায়ী৷ তিনি বলেন, ‘‘সকালে বলছে, লকডাউন, বিকেলে ব্যবসায়িদের চাপে দোকান খুলে দিচ্ছে৷ ফলে সরকার নিজের সিদ্ধান্তেই থাকতে পারছে না৷ সরকার যদি কড়া বার্তা দিতে পারতো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত৷ বরং পুলিশকে বিচারিক ক্ষমতা না দিয়ে, সেনাবাহিনী, বিজিবি মাঠে টহলের জন্য নামালে বেশি সুফল পাওয়া যাবে৷ পুলিশ এই ক্ষমতা প্রয়োগের চেয়ে বিজিবি, সেনাবাহিনী টহল দিয়ে মাইকিং করলে আরো বেশি কাজ হবে৷ আর পুলিশ তো মানুষের সঙ্গে ২৪ ঘণ্টা মেশে৷ ফলে যিনি তদন্ত করবেন, তিনিই যদি বিচারক হন তাহলে মানুষের সুবিচার পাওয়া অনিশ্চিত হয়ে যাবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ