1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা থেকে বাঁচতে মরিচের গুঁড়া

২০ অক্টোবর ২০২০

জার্মানিতে করোনা সংক্রমণ আবার দ্রুত বাড়ছে৷ অনেক মানুষ তবু অসতর্ক৷ নিজের প্রাণ বাঁচাতে তাই এক বৃদ্ধ হাতে তুলে নিয়েছেন মরিচের গুঁড়া৷

প্রতীকী ছবিছবি: Reuters/M. Bello

আখেন শহরের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এ খবর৷ বিবৃতিতে জানানো হয়, শহরবাসীদের অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না, সামাজিক দূরত্ব না মেনে অন্যের জন্য ঝুঁকি বাড়াচ্ছেন বলে ৭১ বছর বয়সি এক লোক আর মেজাজ ঠিক রাখতে পারেননি৷ সপ্তাহান্তে কোনো এক কাজে ঘর থেকে বেরিয়েছিলেন৷ তার হাতে ছিল মরিচের গুঁড়ার স্প্রে৷ সামাজিক দূরত্ব না মেনে যে-ই কাছে আসছিল, তার দিকেই স্প্রে করছিলেন মরিচের গুঁড়া৷

কিছু মানুষ দল বেঁধে জগিং করতে বেরিয়েছিলেন৷ পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন স্বাস্থ্যবিধি সচেতন বৃদ্ধ৷ তারপর সাইকেল চালিয়ে সপ্তাহান্ত উপভোগ করতে বেরোনো এক যুগলের পথও ঢেকে যায় মরিচের গুঁড়ায়৷ কোনোরকমে দুর্ঘটনা এড়িয়ে, চোখের জ্বালা সয়ে পুলিশে ফোন করেছিলেন সেই যুগল৷

পুলিশের কাছে সব স্বীকার করেছেন মরিচের গুঁড়াহামলাকারী৷ পথচারীদের ‘ভয়ঙ্কর শারীরিক ক্ষতিসাধন এবং বিপজ্জনকভাবে তাদের যাত্রাপথে বাধা সৃষ্টি’র অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে৷

এসিবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ