দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় এ দেশগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দরকার বিশেষ নজরদারি৷ ডয়চে ভেলে জানতে চেয়েছে এমন কয়েকটি দেশের প্রস্তুতি৷
বিজ্ঞাপন
আফগানিস্তান
যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের স্থল সীমানা রয়েছে চীনের সাথে৷ আর তাই দেশটি অনেকটা ঝুঁকির মধ্যে বলে মনে করেন ডয়চে ভেলেতে কর্মরত আফগানিস্তানের সাংবাদিক রেজা শিরমোহাম্মদি৷ চীনের উহান শহরে প্রায় অর্ধশতাধিক আফগান নাগরিক রয়েছে৷ এদেরকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে, জানালেন তিনি৷ ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই উল্লেখ করে তিনি বলেন এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্বের সহায়তা চেয়েছে আফগানিস্তান৷
ভারত
উহান শহরে থাকা দেশটির প্রায় তিনশতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে৷ নজরদারির জন্য বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে তাদের৷ উহান শহরের সাথে সব ধরনের যোগাযোগও বন্ধ করেছে ভারত৷ চীনের বৃহত্তম প্রতিবেশি ভারত খুব স্বাভাবিক ভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে মনে করেন ডয়চে ভেলের ভারত বিভাগের সাংবাদিক শ্রেয়া বাহুগোনা৷ তিনি বলেন বিশাল জনসংখ্যার দেশ ভারতের উচিত যথেষ্ট সচেতনতামূলক প্রচালানা চালানো৷ সেই সাথে এ বিষয়ক সেবা প্রদানের জন্য পর্যাপ্ত প্রস্তুতির দরকার বলেও মনে করেন তিনি৷
পাকিস্তান
চীনের উহানে প্রায় পাঁচ শতাধিক পাকিস্তানি নাগরিক রয়েছে৷ এর মধ্যে দেড়শতাধিক নাগরিক নিজ উদ্যোগে দেশে ফিরে এসেছে৷ উহানে অবস্থানরত নাগরিকদের এ মুহূর্তে দেশে ফিরিয়ে না আনার কথা ভাবছিল দেশটি৷ ডয়চে ভেলেতে কর্মরত পাকিস্তানের সাংবাদিক আদনান ইসাক জানান, করোনা ভাইরাস ঠেকাতে চীনের সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করা হয়েছে বলে জানান তিনি৷ এ বিষয়ে দেশের বৃহত্তর বিমানবন্দরগুলোতে স্ক্রিনিংসহ সচেতনতামূলক ক্যাম্পেইন বাড়ানোর পরামর্শ দেন তিনি৷
ইন্দোনেশিয়া
উহানে থাকা ২৩৮ জন নাগরিককে ইতোমধ্যে ফিরিয়ে এনেছে দেশটি৷ চীনের সাথে আপাতত বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েচে৷ ডয়চে ভেলের ইন্দোনেশিয়া বিভাগের সাংবাদিক আগুস সেটিয়াওয়ানা বলেন দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী ধরা পরেনি৷ দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে সরকার, জানান তিনি৷
আরআর/কেএম
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ থেকে নিজেকে রক্ষার কিছু উপায়ের কথা থাকছে ছবিঘরে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে পরামর্শগুলো দেয়া হলো৷
ছবি: Getty Images/X. Chu
কিছু না থাকার চেয়ে ভালো
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷
ছবি: Getty Images/Stringer
হাত ধোয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কিন্তু মাস্ক পরার কথা নেই৷ তাদের এক নম্বর পরামর্শটি হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া৷ সবচেয়ে ভালো হয় অ্যালকোহলসমৃদ্ধ তরল ব্যবহার করা, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
সাবান, পানি হলেও চলবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পানি ও সাবান দিয়ে হাত ধুলেও চলবে৷ তবে নিশ্চিত করতে হবে যেন পুরো হাত ভালোভাবে ধোয়া হয়৷
ছবি: picture alliance/dpa/C. Klose
সঠিকভাবে হাঁচি-কাশি দেয়া
ছবিটি ভালোভাবে খেয়াল করুন৷ হাঁচি-কাশি দেয়ার সময় ঠিক এভাবে মুখ আর নাক ঢাকতে হবে৷ তবে টিস্যুও ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে ব্যবহারের পর টিস্যুটি দূরে ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে৷ তেমনিভাবে শার্ট আর সোয়েটারটিও ধুয়ে ফেলতে হবে৷
ছবি: Fotolia/Brenda Carson
দূরে থাকুন!
এই পরামর্শটি সবার জন্য কার্যকর নাও হতে পারে৷ সেটি হচ্ছে, যার জ্বর ও কাশি আছে তার কাছ থেকে দূরে থাকুন৷ আপনার যদি অসুস্থ মানুষের সেবা করতে হয় তাহলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিন৷
ছবি: picture alliance/empics
জ্বর হলে ডাক্তারের কাছে যান, ঘুরতে নয়!
জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে৷ যেখানে জনসমাগম বেশি সেসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন৷
ছবি: Reuters/P. Mikheyev
অর্ধসিদ্ধ নয়!
মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে৷ অর্ধসিদ্ধ হলে চলবে না৷ কাচা মাংস, দুধ কিংবা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে নড়াচড়া করতে হবে যেন সেগুলো রান্না হয়নি এমন খাবারের সংস্পর্শে আসতে না পারে৷