1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা রোগীদের চিকিৎসায় অ্যাভিগান

২৩ সেপ্টেম্বর ২০২০

করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সহায়তা করছে ইনফ্লুয়েঞ্জার ওষুধ অ্যাভিগান৷ রোগীদের উপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষে এ দাবি করছে ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি৷

অ্যাভিগান ট্যাবলেটছবি: picture-alliance/dpa/Kimimasa Mayama

ফুজিফিল্ম টোয়ামা ক্যামিক্যাল নামের জাপানি কোম্পানিটি তাই করোনা সারানোয় ওষুধটি ব্যবহারের অনুমতি চাইবে সরকারের কাছে৷ 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় ধাপের পরীক্ষায় জাপানের ১৫৬ জন রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ করে তারা৷ এতে দেখা যায়, ওষুধটি ব্যবহার করে রোগীরা গড়ে ১১ দশমিক নয় দিনে সুস্থ হয়ে উঠছেন, যেখানে প্লাসেবো ব্যবহার করে সেরে উঠতে সময় লাগে ১৪ দশমিক সাত দিন৷

এখন পরীক্ষায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিস্তারিত বিশ্লেষণ করবে প্রতিষ্ঠানটির গবেষকরা৷

ওষুধটি এখনই বাজারে পাওয়া যাচ্ছে না৷ সরকারের অনুমতি পাওয়ার পর তা উৎপাদন ও বাজারজাত করা হবে৷

ফাভিপিরাভির নামে অ্যাভিগানের ওষুধটি ২০১৪ সালে সর্দি-কাশির দাওয়াই হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল জাপান সরকার৷ 

করোনা মোকাবেলায় চীনেও সফলতা দেখিয়েছে অ্যাভিগান৷ এটি ব্যবহার করে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে এমন খবর জানিয়েছিল চীনের সংবাদমাধ্যমগুলো৷ এ কারণে ওষুধটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিল জাপান সরকার৷ পরীক্ষায় সফল হলে বিভিন্ন দেশকে ওষুধটি বিনামূল্যে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে৷

আরআর/এসিবি (এএফপি)

২৯ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ