1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা-সংকটের সময়ে ‘ভালো খবর'-এর চাহিদা বাড়ছে

১৪ এপ্রিল ২০২০

সারা বিশ্বে এখন করোনা সংকটের বাইরে তেমন কোনো খবরই নেই৷ ফলে রোগ, রোগী, মৃত্যু, লকডাউন ইত্যাদিতে সদমাধ্যম সয়লাব৷ কিন্ত সবাই আর এসব দেখতে, শুনতে বা পড়তে চায় না৷ ‘ভালো খবর'-এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে৷

ছবি: Getty Images/AFP/T. Karumba

এ বছরের শুরুর তুলনায় গুগলে ভালো খবরের সন্ধান পাঁচগুণ বেড়েছে৷ গত এক মাসে গুড নিউজ নেটওয়ার্কের অনুসারী তিনগুণ বেড়ে এক কোটি ছাড়িয়েছে৷ একই সময়ে সিএনএন-এর নিউজলেটার ‘দ্য গুড স্টাফ'-এর সাবস্ক্রাইবারও বেড়েছে ৫০ ভাগ৷

গুড নিউজ নেটওযার্কের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক গেরি ওয়াইস-কর্বলে জানান, অনেকে তাদের কাছে নিজের চারপাশে ঘটে যাওয়া ইতিবাচক এবং উদ্দীপনা জাগানোর মতো ঘটনার লিঙ্ক পাঠাচ্ছেন৷ 

ভালো খবর, অর্থাৎ মন ভালো করে দেয়ার মতো খবরের প্রতি আগ্রহ বাড়তে দেখে গার্ডিয়ান, ফক্স নিউজ, হাফিংটনপোস্ট এবং এমএসএন-ও এমন খবর বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে৷

অভিনেতা জন ক্রাসিনস্কি সবার ভালো খবরের চাহিদা মেটাতে ‘সাম গুড নিউজ' নামের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন৷ তাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসক, নার্স এবং অন্য পেশাজীবীদের ভালো খবরগুলো প্রাধান্য পাচ্ছে৷ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রাসিনস্কির ইউটিউব চ্যানেল৷ প্রথম পর্বটি দেখা হয়েছিল ১৫ লাখ বার৷ তারপর থেকে দর্শকের সংখ্য্যা বেড়েই চলেছে৷

এসিবি/ কেএম (এএফপি)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ