সারা বিশ্বে এখন করোনা সংকটের বাইরে তেমন কোনো খবরই নেই৷ ফলে রোগ, রোগী, মৃত্যু, লকডাউন ইত্যাদিতে সদমাধ্যম সয়লাব৷ কিন্ত সবাই আর এসব দেখতে, শুনতে বা পড়তে চায় না৷ ‘ভালো খবর'-এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে৷
বিজ্ঞাপন
এ বছরের শুরুর তুলনায় গুগলে ভালো খবরের সন্ধান পাঁচগুণ বেড়েছে৷ গত এক মাসে গুড নিউজ নেটওয়ার্কের অনুসারী তিনগুণ বেড়ে এক কোটি ছাড়িয়েছে৷ একই সময়ে সিএনএন-এর নিউজলেটার ‘দ্য গুড স্টাফ'-এর সাবস্ক্রাইবারও বেড়েছে ৫০ ভাগ৷
গুড নিউজ নেটওযার্কের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক গেরি ওয়াইস-কর্বলে জানান, অনেকে তাদের কাছে নিজের চারপাশে ঘটে যাওয়া ইতিবাচক এবং উদ্দীপনা জাগানোর মতো ঘটনার লিঙ্ক পাঠাচ্ছেন৷
পথের পশুদের পাশে মানবিক মানুষ
করোনা সংকটে বাংলাদেশে ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল সাধারণ ছুটি চলছে৷ সচেতনতা ও প্রশাসনে নানা উদ্যোগে কার্যত চলছে লকডাউন ৷ এ অবস্থায় অনাহারে থাকা পথের কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী৷
ছবি: bdnews24.com
লকডাউনে অসহায় পথের পশু
করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বের বেশির ভাগ দেশ লকডাউন হয়ে আছে৷ মানুষ না থাকায় বন্ধ খাবারের দোকানগুলো৷ ফলে উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা পথের পশু-পাখি চরম খাদ্য সংকটে পড়েছে৷
ছবি: bdnews24.com
মানবিক উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হৃদয় ও তার বন্ধুরা ব্যক্তি উদ্যোগে ক্যাম্পাসে থাকা প্রায় ৪০০ কুকুরের খাদ্যের ব্যবস্থা করেছেন৷
ছবি: bdnews24.com
প্রতিদিন খাবার
ইসতিয়াক ও তার বন্ধুরা গত ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত নিজেদের টাকায় এই খাবারের ব্যবস্থা করেন৷ তারা ক্যাম্পাসের সাত/আট জায়গায় কুকুরগুলোকে খাবার দিতেন৷
ছবি: bdnews24.com
বাদ পড়েনি বিড়াল ও কাক
ক্যাম্পাসের বিড়াল এবং কাকগুলোকেও তারা নিয়মিত খাবার দিয়েছেন৷
ছবি: bdnews24.com
সহযোগিতায় ডাকসু
২৯ মার্চের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইসতিয়াক ও তার বন্ধুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ আরো বেশ কিছু মানুষের সহযোগিতায় ইসতিয়াকের দল কুকুরদের খাবার দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন৷
ছবি: bdnews24.com
এগিয়ে আসছেন আরো অনেকে
পথের পশু ও পাখিদের খাবার দিতে ঢাকা বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে আরো কয়েকজন এগিয়ে এসেছেন৷ কোথাও কোথাও চাঁদা তুলেও কুকুর, বিড়াল বা কাকের জন্য খাবারের ব্যবস্থা করছেন৷
ছবি: bdnews24.com
6 ছবি1 | 6
ভালো খবর, অর্থাৎ মন ভালো করে দেয়ার মতো খবরের প্রতি আগ্রহ বাড়তে দেখে গার্ডিয়ান, ফক্স নিউজ, হাফিংটনপোস্ট এবং এমএসএন-ও এমন খবর বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে৷
অভিনেতা জন ক্রাসিনস্কি সবার ভালো খবরের চাহিদা মেটাতে ‘সাম গুড নিউজ' নামের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন৷ তাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসক, নার্স এবং অন্য পেশাজীবীদের ভালো খবরগুলো প্রাধান্য পাচ্ছে৷ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রাসিনস্কির ইউটিউব চ্যানেল৷ প্রথম পর্বটি দেখা হয়েছিল ১৫ লাখ বার৷ তারপর থেকে দর্শকের সংখ্য্যা বেড়েই চলেছে৷