1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা-সংকটে যত মানবিক উদ্যোগ

২১ এপ্রিল ২০২০

করোনা-সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকে৷ কোথাও বসেছে ‘মানবতার বাজার'৷ কোথাও মাত্র এক টাকায় খাদ্যপণ্য কিনতে পারছেন গরিব মানুষ৷ কোথাও অসহায়দের সহায় হয়েছে ‘মানবতার ঘর’৷

ছবি: bdnews24.com

বরিশালে বাসদ এর ‘মানবতার বাজার’

করোনা সংকটের কালে বরিশাল নগরীর দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)৷  তারা নগরীতে বিনামূল্যে খাদ্য ও ওষুধ বিতরণের জন্য ‘মানবতার বাজার' নামে একটি বাজার স্থাপন করেছে৷  সেখান থেকে মানুষ একদিনের খাদ্যপণ্য নিতে পারেন৷  বাজারে কিছু প্রয়োজনীয় ওষুধও রেখেছে তারা৷  এছাড়া, গণপরিবহন বন্ধ থাকায় সব ধরনের রোগীদের হাসপাতালে নিতে বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে৷ বাসদের এ উদ্যোগে নগরীর নিম্নআয়ের মানুষ খুব খুশি৷ সামাজের নানা স্তর থেকে মানুষ মানবতার বাজরের কার্যক্রম চালিয়ে নিতে ‍অর্থ সহায়তা করছেন বলে জানান স্থানীয় বাসদ নেতারা৷

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ‘এক টাকার বাজার’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ বাজার চালু করা হয়েছে৷  করোনা ভাইরাস দুর্যোগে এলাকার দরিদ্র মানুষরা ওই বাজারে এক টাকায় শাক-সবজি কেনার ‍সুযোগ পাচ্ছেন৷

সিলেটে ‘মানবতার ঘর’

সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডে হতদরিদ্রদের সহায়তায় নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাশনাল প্রেস সোসাইটি'র উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মানবতার ঘর'৷  যে ঘরের নানা তাকে রাখা আছে চাল, ডাল, তেলসহ নানা খাদ্যপণ্যের প্যাকেট, পাশে ঝুলছে কিছু জামা কাপড়৷ যার যা প্রয়োজন তিনি এ ঘর থেকে নিয়ে যেতে পারছেন৷ আবার কেউ সাহায্য করতে চাইলে এই ঘরে নিজের সাধ্যমতো জিনিস রেখে যেতে পারেন৷ স্বেচ্ছাসেবীদের একজন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানান, নগরীর বিত্তবানরা তাদের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছেন৷ তিনি আরো মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান যেন পুরো নগরীতে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া যায়৷ 

মাশরাফীর জীবাণুনাশক চেম্বার

ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পরপরই অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ তিনি নিজ জেলা নড়াইল ও ঢাকার মিরপুরের দরিদ্র মানুষদের ত্রাণ দেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন৷

নড়াইল-২ আসনের এমপি মাশরাফী তাঁর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন'-এর মাধ্যমে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছেন৷  যারা নড়াইল ও লোহাগড়ার তৃণমূল এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বিনামূ্ল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷  

এছাড়া, নড়াইল আধুনিক সদর হাসপাতালের প্রবেশ পথে তিনি জীবাণুনাশক একটি চেম্বার স্থাপন করেছেন৷ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা এই চেম্বারে প্রবেশ করে জীবাণুমক্ত হয়ে তারপর হাসপাতালে যান৷

এসএনএল/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ