গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার মানুষ। করোনাকালেই পাঁচ রাজ্যে ভোট হচ্ছে।
বিজ্ঞাপন
গত বছর মে মাসের পর থেকে ভারতে কখনো এত মানুষ একদিনে করোনায় আক্রান্ত হননি। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৯ হাজার। তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার মানুষ, দিল্লিতে ২২ হাজার। উত্তরপ্রদেশ, যেখানে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৬৯৫ জন।
পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা
করোনাকালেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে সাত পর্বে নির্বাচন হবে। মণিপুরে হবে দুই পর্বে। বাকি তিনটি রাজ্যে ১৪ ফেব্রুয়ারি এক পর্বেই নির্বাচন হবে।
কমিশন জানিয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা, পথসভা, বাইক মিছিল, পদযাত্রা, রোড শো সব বন্ধ থাকবে। এই সময় কেবল ডিজিটালি প্রচার করা যাবে। ১৫ জানুয়ারির পর অবস্থা দেখে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে বাড়ি বাড়ি গিয়ে মাত্র পাঁচজন প্রচার করতে পারবেন। প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, আবার শারীরীকভাবে গিয়েও দিতে পারবেন।
করোনায় আক্রান্ত এবং যাদের বয়স ৮০ বছরের বেশি, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। প্রতিটি বুথে স্যানিটাইজার ও মাস্ক থাকবে।
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
কলকাতা হাইকোর্টের নির্দেশে করোনার বিপুল সংক্রমণের মধ্যেও গঙ্গাসাগর মেলার আয়োজন হচ্ছে। কলকাতায় ভিড় জমিয়েছেন সাধু এবং তীর্থযাত্রীরা।
ছবি: Satyajit Shaw/DW
বাবুঘাটের অবস্থা
গোটা দেশ থেকে সাধু এবং তীর্থযাত্রীরা গঙ্গাসগারে যাওয়ার জন্য প্রথমে কলকাতায় এসে হাজির হন। গঙ্গার ধারে বাবুঘাটে তৈরি হয় ট্রানসিট ক্যাম্প। এবারেও তৈরি হয়েছে তেমন ক্যাম্প।
ছবি: Satyajit Shaw/DW
ছিলিমে টান
কলকাতায় করোনা বাড়ছে লাফিয়ে। তাতে কী? মাস্ক থুতনিতে লাগিয়ে ছিলিমে টান মারছেন সাধুরা। করোনাকে তারা পাত্তাও দেন না।
ছবি: Satyajit Shaw/DW
ময়দানের ভিড়
ময়দানে এভাবেই তৈরি হয়েছে ট্রানসিট ক্যাম্প। সামাজিক দূরত্ববিধি প্রায় কেউই মানছেন না। সকলের মুখে মাস্কও নেই।
ছবি: Satyajit Shaw/DW
কোভিড ক্যাম্প
প্রশাসন অবশ্য অস্থায়ী কোভিড শিবির তৈরি করেছে। সেখানে নিয়মিত তীর্থযাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
ছবি: Satyajit Shaw/DW
পরিচ্ছন্নতায় গুরুত্ব
কলকাতা পুরসভা বহু কর্মী নিয়োগ করেছে বাবুঘাট অঞ্চলে। গোটা এলাকায় এভাবেই পরিচ্ছন্নতার অভিযান চলছে। সময় সময় বদলানো হচ্ছে ওয়েস্ট বিন।
ছবি: Satyajit Shaw/DW
পুলিশের তৎপরতা
এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মাস্ক ছাড়া ঘুরলেই পুলিশ ধরছে। মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে।
ছবি: Satyajit Shaw/DW
কেন মেলা
হাইকোর্টের নির্দেশের পরেও প্রশ্ন উঠছে, কেন কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে মেলার অনুমতি দেওয়া হলো। এর ফলে কোভিড সংক্রমণ আরো বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
ছবি: Satyajit Shaw/DW
7 ছবি1 | 7
পশ্চিমবঙ্গে পুরভোট
পশ্চিমবঙ্গেও চারটি পুরসভায় পুরভোট হবে আগামী ২২ জানুয়ারি। পশ্চিমবঙ্গেও করোনা হুহু করে বাড়ছে। কলকাতা পুলিশেরই ৪৫০ জন কর্মী করোনায় আক্রান্ত। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দুইশর বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
ভোট করা নিয়ে
প্রবীণ সাংবাদিক ও লোকমত পত্রিকার রাজনৈতিক সম্পাদক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ''বিধানসভা ভোট অন্তত ১৫ দিন পিছিয়ে দেয়া উচিত ছিল। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অদূর ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হবে। সেই সময়টুকুর জন্য অপেক্ষা করা যেত।''
শরদের মতে, ''প্রচার যদি ডিজিটালি হয়, তাতে বিজেপি সুবিধা পাবে। কারণ, তাদের কাছে প্রযুক্তি ও পরিকাঠামো আছে। কিন্তু রাজ্য দলগুলি, ছোট দলগুলির কাছে তা নেই। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।'' শরদ মনে করছেন, ''সবচেয়ে বড় কথা, মানুষের শরীর আগে, সুস্থতা আগে। তারপর অন্য সবকিছু আসতে পারে।''
পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচন নিয়েও চিন্তিত প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র। ডয়েচে ভেলেকে তিনি বলেছেন, ''এমনিতেই এই নির্বাচন নির্ধারিত সময়ের পরে হচ্ছে। আরো কিছুদিন পরে হলে খুব একটা অসুবিধা ছিল না। ''
শুভাশিস জানিয়েছেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি চান নির্বাচন পিছিয়ে যাক। তিনি কেন এই কথা বললেন তাও বোধগম্য হলো না। কারণ, তারপরেও তো নির্বাচন ঠিক সময়েই হচ্ছে।''
কেন্দ্রীয় সরকারি সূত্র জানাচ্ছে, বিশেষজ্ঞদের একাংশের মতে, ১৫ জানুয়ারির পর থেকে করোনা কমতে থাকবে। নির্বাচন যখন শুরু হবে, তখন তা অনেকটা কমে যেতে পারে।
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
নববর্ষের জন্য ছাড় ছিল। সোমবার থেকে কড়াকড়ি চালু পশ্চিমবঙ্গে। কলকাতা ঘুরে সেই ছবি তুলে আনলো ডিডাব্লিউ।
ছবি: Subrata Goswami/DW
কড়াকড়ি শুরু
বড়দিন ও নতুন বছরের উৎসবের জন্য পশ্চিমবঙ্গে কোনো কড়াকড়ি ছিল না। কড়াকড়ি শুরু হলো সোমবার থেকে। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পুরো বন্ধ। এমনই একটি বন্ধ স্কুলের ছবি।
ছবি: Subrata Goswami/DW
লোকাল ট্রেন সাতটা পর্যন্ত
লোকাল ট্রেন চলবে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। যত বসার জায়গা আছে, তার অর্ধেক যাত্রী একটি কামরায় উঠতে পারবেন। কিন্তু সন্ধ্যা সাতটার পর আর ট্রেন চলবে না।
ছবি: Subrata Goswami/DW
কে নজরদারি করবে?
ট্রেনের কামরায় ৫০ শতাংশ যাত্রী আছেন না বেশি আছেন, তা কে দেখবে? সোমবার সকালেও স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল। গন্তব্যে পৌঁছনোর তাড়াও ছিল। এর আগেও দেখা গেছে, ট্রেনে ৫০ শতাংশ যাত্রীর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
ছবি: Subrata Goswami/DW
বাসেও পঞ্চাশ শতাংশ যাত্রী
বাসও ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলতে পারবে। সোমবার সকালে দেখা গেছে, বাসের সব সিট ভর্তি।
ছবি: Subrata Goswami/DW
চলবে অটো
কলকাতায় অটোরিক্স চলবে। সোমবার সকালের ছবি। প্রচুর অটো রাস্তায়। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।
ছবি: Subrata Goswami/DW
সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক কর্মী
সরকারি ও বেসরকারি অফিসে অর্ধেক কর্মী যাবেন, বাকি অর্ধেক বাড়ি থেকে কাজ করবেন। তা সত্ত্বেও অবশ্য অফিস টাইমে ভিড় কম ছিল না। দুয়ারে সরকারের মতো সরকারি অনেক প্রকল্পই আপাতত বন্ধ থাকবে।
ছবি: Subrata Goswami/DW
দোকান-বাজার খোলা
দোকান, বাজার, শপিং মল, মার্কেট কমপ্লেক্স সবই খোলা। কিন্তু মলের দোকানগুলিতে যত মানুষ যেতে পারেন, এখন তার অর্ধেক যেতে পারবেন।
ছবি: Subrata Goswami/DW
মাছর বাজারের ছবি
মানিকতলার মাছের বাজার। এমনি সময়ে ভয়ংকর ভিড় থাকে। সোমবার সকালে ভিড় নেই।
ছবি: Subrata Goswami/DW
সবজির বাজারে ভিড়
সোমবার সকালের ছবি। শাক-সবজির বাজারে যথেষ্ট ভিড়। করোনার দূরত্ব বিধি মানা হচ্ছে না।
ছবি: Subrata Goswami/DW
সিনেমা হলে ৫০ শতাংশ
সিনেমা হল খোলা। তবে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে।
সব রেস্তোরাঁ, পানশালা রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। তবে যত বসার জায়গা আছে, তার অর্ধেক মানুষ সেখানে যেতে পারবেন।
ছবি: Subrata Goswami/DW
শ্মশানে, কবরস্থানে
শ্মশানঘাটে, কবরস্থানে, শেষকৃত্যের অনুষ্ঠানে কুড়িজনের বেশি মানুষ থাকতে পারবেন না।
ছবি: Subrata Goswami/DW
নিমতলার ছবি
নিমতলা শ্মশানঘাটের ছবি। প্রচুর মানুষ সোমবার সেখানে ছিলেন।
ছবি: Subrata Goswami/DW
রাত দশটা থেকে
রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কার্ফিউ। জরুরি পরিষেবা ছাড়া কোনো ব্যক্তিগত গাড়ি চলবে না। জমায়েত হতে দেয়া হবে না।
ছবি: Subrata Goswami/DW
করোনার বাড়বাড়ন্ত
কলকাতা সহ পশ্চিমবঙ্গে করোনা দ্রুত ছড়াচ্ছে। রোববার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ছয় হাজারের বেশি মানুষ। তিন হাজারের বেশি আক্রান্ত শুধু কলবকাতায়। কলকাতা পুলিশের দুই আইপিএস অফিসার সহ ৫০ জন কর্মী করোনায় আক্রান্ত। বাংলা ক্রিকেট টিমের সাতজন আক্রান্ত। তাও হুঁশ নেই মানুষের। রোববারও পথে নেমেছিল মানুষের ঢল। মেলা ভিড়ে ভিড়াক্কার।
ছবি: Subrata Goswami/DW
16 ছবি1 | 16
এলাহাবাদ হাইকোর্টের অনুরোধ
এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশে নির্বাচন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিল। নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কাছে বিচারপতির আবেদন ছিল, ওমিক্রন ছড়াচ্ছে, এই পরিস্থিতিতে ভোট এক থেকে দুই মাস পিছিয়ে দেয়া হোক। বিচারপতি শেখর কুমার যাদব বলেছিলেন, 'জান হ্যায় তো জাহান হ্যায়', মানে জীবন থাকলে তবেই পৃথিবী থাকবে।
দিল্লির অবস্থা
দিল্লিতে হাসপাতালগুলিতে এক হাজার ৮০০ কোরোনা রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা ১২ শতাংশের বেশি বেড়েছে। যত করোনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে প্রায় ২৪ শতাংশের রিপোর্ট পজিটিভ।
বুস্টার ডোজ শুরু
ভারতে চিকিৎসক, স্বস্থ্যকর্মী, পুরসভা, পুলিশ ও বয়স্কদের বুস্টার ডোজ শুরু হলো। যারা যে টিকা নিয়েছেন, সেটারই তৃতীয় ডোজ নিতে হবে। দ্বিতীয় টিকা নেয়ার নয় মাস পরে বুস্টার ডোজ পাওয়া যাবে। তবে যাদের বয়স ৬০ বছরের কম, কিন্তু অন্য গুরুতর অসুখ আছে, তারাও বুস্টার ডোজ পাবেন।