1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকালের রোজা একেবারেই অন্যরকম!

নুরুননাহার সাত্তার
২৫ এপ্রিল ২০২১

জার্মানির পরিবেশ আর পরিস্থিতি অনুকূলে না থাকলেও অনেক বাঙালির জন্যই পবিত্র রমজান মাস হয় অন্যরকম আনন্দের৷ বন্ধুবান্ধব নিয়ে অনেকেই ইফতারের আয়োজন করেন, একসাথে নামাজ পড়েন৷

সামাজিক দূরত্ব বজায় রেখে জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ আদায় করছেন  মুসল্লিরা৷
সামাজিক দূরত্ব বজায় রেখে জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা৷ছবি: Mesut Zeyrek/AA/picture alliance

জার্মানিতে রোজার মাস চলছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই৷ আর এদেশে রোজা বাংলাদেশের চেয়ে অনেক লম্বা, পরিবেশও দেশের মতো নয়৷ তবে পবিত্র রোজার মাসে অনেকেই রোজা রাখেন, নামাজ পড়েন৷ যাদের বাড়ির কাছাকাছি মসজিদ রয়েছে তাদের  কেউ কেউ তুর্কি বা অন্যান্য মুসুল্লিদের সাথে তারাবি পড়েন৷ এখানে দেরিতে সূর্য ডোবায়  ইফতার দেরিতে হয়৷ তাই কেউ কেউ হয়তো ইফতারের পর একটু দেরি করে রাতে খেয়ে শুয়ে পড়েন সেহরির জন্য আর আলাদাভাবে ওঠেন না৷ আবার কেউবা ইফতারের পর ডিনার না করে শুয়ে পড়েন, পরে সেহরির জন্য ওঠেন৷ আসলে সকালে কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া থাকে বলেই হয়তো কাউকে এমনটা করতে হয়৷ ধর্মপ্রাণ মুসলমানরা মনের জোরেই প্রবাসে নিজের ধর্মকে এভাবে লালন করে থাকেন৷ বেশ উৎসাহ নিয়ে অনেকে বাঙালি ইফতারির আয়োজন করেন৷ রোজা রাখা হোক বা না হোক বন্ধুবান্ধবদের জন্য বাড়িতে মজার মজার খাবার তৈরি করেন৷ ইফতারের পর বাড়িতে একসাথে মিলে অনেকে নামাজও আদায় করেন৷ মসজিদে আযান কিংবা সেহরির জন্য সাইরেন না বাজলেও কিন্তু বাঙালি বাড়ির ইফতারের এরকম আয়োজন অনেকটাই দেশের রোজার কথা মনে করিয়ে দেয়৷ তবে এসবই কিন্তু করোনার আগের কথা, পৃথিবী যখন স্বাভাবিক ছিলো৷

মহামারি করোনা এবারের রমজান মাসের ইবাদত, আনন্দ সবকিছুই একেবারে পাল্টে দিয়েছে৷ হৈচৈ করা বাঙালিদের একেবারে নীরব করে দিয়েছে এই ভাইরাস৷ উপায় যে নেই! জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়া৷ এখানে করোনা সংক্রমণের হারও সবচেয়ে বেশি৷ আমার শহর কোলনে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ৷ এখন ইফতার হয় রাত সাড়ে আটটার পর৷ কদিন পরে হবে আরও দেরিতে মানে রোজা হবে আরো লম্বা৷ করোনার কঠোর বিধিনিষেধ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে একটি পরিবার অন্য পরিবারের শিশুবাদে শুধু একজনের সাথে মিলিত হতে পারেন৷ কাজেই করোনার বিধিনিষেধ মেনে অন্যদের সাথে নিয়ে ছোলা, মুড়ি খাওয়া একেবারেই সম্ভব নয়৷

কেন যেন রোজা এলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে!  ইস্ কী আগ্রহ নিয়েই না চোখ দুটো কচলাতে কচলাতে কনকনে শীতকে উপেক্ষা করে সেহরি খেতে উঠতাম৷ আর সেহরিতে একদিন না ডাকলে সকালে উঠে সে কি কান্না! যা কেবলই মধুর স্মৃতি৷ 

জার্মানিতে আমার পরিচিত যারা প্রতিবছর রোজা রাখেন তারা এবারও রাখছেন তবে প্রায় সবার কাছেই এবারের রোজার মাস প্রাণহীন বলে জানালেন৷ অনেকদিন জার্মানিতে আছেন আজিজুল হক ভূঁইয়া, রোজা রাখার পাশাপাশি প্রায় নিয়মিতই বাসার কাছেই মসজিদে নামাজ পড়েন৷ কোলন বিশ্ববিদ্যালয়ে ছাত্রী কন্যা জুলিয়াও রোজা রাখছে বাবার সাথে৷ ভূঁইয়া জানালেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে মসজিদে নামাজ পড়তে হলে আগে থেকেই মসজিদে জানিয়ে দিতে হয়৷ তাছাড়া জায়নামাজ নিয়ে যেতে হয় এবং দুই মিটার দূরত্ব রেখে জামাতে নামাজ পড়তে হয়৷ সারাদিন রোজা রেখে মসজিদে যাওয়ার চেয়ে এই পরিস্থিতিতে ঘরে নামাজ পড়াই নিরাপদ বলে মনে করেন তিনি৷

নুরুননাহার সাত্তারছবি: DW/A. Islam

কোলনের আরেক পুরনো বাসিন্দা জিয়াউদ্দিন আহমেদ প্রতি শুক্রবারই মসজিদে জুম্মার নামাজ আদায় করেন৷তিনি বলেন, সারাদিন কাজ করেও প্রতি বছরের মতো এবারও রোজা রাখছি, নামাজ পড়ছি, ইফতার, সেহরি সবই হচ্ছে কিন্তু করোনার কারণে আনন্দ নেই মনে৷ তার এলাকার মসজিদের ইমাম সাহেব করোনায় আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহ যাবত মসজিদ বন্ধ রাখা হয়েছে৷

জার্মানির ছোট শহর ভের্লের বাসিন্দা মামুন আহমেদ ও তার স্ত্রী অন্যদের মতো প্রায় একই কথা বললেন এবারের রমজান নিয়ে৷ তাদের বাড়ির একদম কাছেই গুম্বুজসহ ছোট একটি মসজিদ রয়েছে৷ করোনার সীমাবদ্ধতার কারণে রমজান মাস নিরবে কাটছে৷

জার্মানির দক্ষিণে এরলাংগেন শহরের বহু পুরনো বাসিন্দা ইঞ্জিনিয়ার আবদুল ওয়াহেদ ও তাঁর স্ত্রী দুজনই রোজার মাসে নিয়মিত নামাজ কোরান পড়ছেন৷ জার্মানিতে সংক্রমণ বাড়ায় ঘরবন্দি জীবন হয়েছে দীঘায়িত৷ আর এর কারণ হিসেবে জনগণের অসচেতনতাই দায়ী বলে মনে করছেন তারা৷ আসলে ঘরবন্দি জীবন সবার জন্যই কষ্টকর হয়ে উঠছে দিনদিন৷ নিজের কথা বলতে গেলে বলতে হয় সবই করা হচ্ছে কিন্তু ছন্দহীনভাবে৷

এদেশের জনসংখ্যার শতকরা ছয় ভাগ মুসলমানের বেশিরভাগই এসেছেন তুরস্ক থেকে৷ বেশ দাপটের সাথেই তারা জার্মানিতে হালাল মাংসের অসংখ্য রেস্তোরা, গ্রোসারি, জুয়েলারিসহ নানা দোকান চালাচ্ছেন৷ রোজার মাসে সাধারণত ছোলা, হালাল মাংস, খেজুর , হালুয়া, বরফির মতো খাবারের  চাহিদা বেশি থাকায় তুর্কি গ্রোসারিগুলোতে থাকে বাড়তি ভিড়৷ তবে এবারের রোজায় সেসব দোকানেও ক্রেতার সংখ্যা তূলনামূলকভাবে কম৷

করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সারা বিশ্বের মানুষ মুক্ত হোক৷ সৃষ্টিকর্তার কাছে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার প্রার্থনা থাকলো পবিত্র রমজান মাসে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ