1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকালে কেমন আছেন ‘জজ মিয়া’?

তায়েব মিল্লাত হোসেন ঢাকা
২১ আগস্ট ২০২০

একুশে আগস্ট গ্রেনেড হামলায় চলে আসে জজ মিয়ার নাম৷ আসলে তিনি মোহাম্মদ জালাল৷ বিএনপি-জামায়াত জোট সরকারের সাজানো মামলায় ফেঁসে গিয়েছিলেন৷ করোনাকালে কেমন আছেন তিনি?

ফাইল ছবিছবি: DW/H. U. R. Swapan

২০০৪ সালের ২১ আগস্ট৷ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করা হয়৷ দলের লোকদের মানববর্মে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সেদিন প্রাণে রক্ষা পান৷ আগস্টের আরেক নৃশংসতার কথা জেনে প্রতিবাদে ফেটে পড়ে তখনকার বিরোধীদল আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ এমন দিনে গুলিস্তানের হকার জালাল ঢাকায় ছিলেন না৷ নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়িতে ছিলেন সেদিন৷ এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের হয়৷ এতে যোগ দেন যুবলীগকর্মী জালাল৷ এর মাস কয়েক পরে তাকেই করা হয় গ্রেনেড হামলার অন্যতম হোতা৷ আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে ‘জজ মিয়া’ নামে নিজের কাঁধে দোষ নেন৷ বিনিময়ে তার পরিবার গোয়েন্দা মারফত মাসে মাসে পেতে থাকে হাজার চারেক টাকা৷ কিন্তু একটা সময় গণমাধ্যম বের করে আনে প্রকৃত তথ্য, ফাঁস হয়ে যায় জজ মিয়ার আষাঢ়ে গল্প৷ জোট সরকার বদলের পর গ্রেনেড হামলার মামলার তদন্ত আবার হয়৷ তাতে খালাস পান মোহাম্মদ জালাল৷

‘‘জীবন থেকে পাঁচটা বছর হারিয়ে ফেলেছি’’

This browser does not support the audio element.

সেই জজ মিয়া এখন কেমন আছেন? মুঠোফোনে যোগাযোগ করা হলে ডয়চে ভেলের বাংলা বিভাগকে তিনি জানান, টুকটাক ঠিকাদারি করে সংসার চালান৷ তবে করোনাভাইরাসের সাধারণ ছুটির সময় ঘরে বসে ছিলেন৷ তখন ঋণ করে সংসার চালিয়েছেন৷

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পড়ে বছর পাঁচেক জেলে থাকতে হয়ে জালালকে৷ কারাবন্দি সেই জীবন ভুলতে পারেন না তিনি৷ এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘‘এটা তো অবশ্যই মনে পড়বে৷ মনে পড়বে না? আমার জীবন থেকে পাঁচটা বছর হারিয়ে ফেলেছি৷ এই মামলায় মনে করেন, আমার ফ্যামিলি, আমার মা-ও মারা গেল দৌড়াদৌড়ি কইরা৷ এডাতো আর ভোলার কথা না৷ এটা মনে করেন, যতদিন দুনিয়াতে বাঁইচা থাকুম ততদিন স্মরণ হইয়া থাকবো৷’’

কারামুক্ত এই জীবন সম্পর্কে ডয়চে ভেলের বাংলা বিভাগকে মোহাম্মদ জালাল বলেন, ‘‘এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি৷ আর সত্য কোনোদিন চাপা থাকে না৷ সত্য একদিন প্রকাশ হইয়া যায়৷ আল্লাহ একদিন এটা প্রকাশ করছে৷ যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার হইছে৷ বিচারে একটা রায়ও পাইছি৷’’

তায়েব মিল্লাত হোসেন সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ