করোনা সংকটের কারণে বিশ্বের বেশিরভাগ মানুষ ঘরে বসে থাকলেও রাশিয়ার বড়লোকেরা চুটিয়ে ঘুরে বেড়িয়েছেন৷ আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার সময়েও প্রাইভেট জেটে ঘুরে বেড়াচ্ছেন তারা!
বিজ্ঞাপন
করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক এয়ারলাইন্স বন্ধ থাকলেও এ সময়ে বিশেষ প্রয়োজনে কিছু প্রাইভেট জেট চলেছে৷ লকডাউন শুরুর পর চীনের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এবং যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ীদের বিমানে চড়ে অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে৷ এ সময় রাশিয়ার ধনকুবেররা পছন্দ মতো জায়গায় ঘুরে বেড়িয়েছেন প্রাইভেট জেটে চড়ে৷ প্রতিটি টিকিটের জন্য ব্যয় করেছেন ১৬ হাজার থেকে ২৫ হাজার ইউরো৷অর্থাৎ, কমপক্ষে ১৩ জনের ভাড়া একাই দিয়েছেন তারা৷
৮০টি প্রাইভেট জেট বিমান সংস্থার তথ্য বলছে, গত মার্চে রাশিয়া থেকে জেট বিমানের ২৫০ টি ফ্লাইট গেছে বিভিন্ন গন্তব্যে৷ এপ্রিলে গেছে ৬১টি ফ্লাইট৷ ওই সময়ে রাশিয়ায় করোনার পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল না৷ মে মাসের শুরু থেকে পরিস্থিতি খারাপ হতে হতে এখন সেখানে ভয়াবহ অবস্থা৷সংক্রমণের দিক থেকে রাশিয়া এখন তৃতীয় স্থানে৷ কিন্তু এমন সময়েও রাশিয়ার বড় লোকদের মধ্যে জেট বিমানে চড়ে দেশের বাইরে যাওয়ার প্রবণতা আবার বাড়ছে৷ ১ থেকে ২৬ মে পর্যন্ত রাশিয়া থেকে প্রাইভেট জেটের মোট ১০৭টি ফ্লাইট গেছে ফ্রান্স, স্পেন, সাইপ্রাস, ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশে৷ নিজের দেশে সংক্রমণ বাড়ছে বলে ভিনদেশে নিজের বিলাসবহুল বাড়িতে থাকাই নাকি নিরাপদ মনে করছেন রাশিয়ার ধনকুবেররা৷
এসিবি /কেএম (রয়টার্স)
স্বাভাবিকতার নতুন রূপ: সামাজিক দূরত্বের পৃথিবী
বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় স্কুল, রেস্তোরাঁ খুলেছে৷ কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে খুলছে সব৷ ছবিঘরে দেখুন কয়েকটি দেশের চিত্র৷
ছবি: Reuters/K. Lamarque
যুক্তরাষ্ট্র (মেরিল্যান্ড)
মেরিল্যান্ডের ফিশ টেলস অ্যান্ড গ্রিল খুলেছে মে মাসের ২৩ তারিখে৷ সেখানে বাল্টিমোরের ট্রেসি সান্দ্রিগে এবং জুলি ব্রাউন ‘বাম্পার টেবিলে’ বসে ছবির জন্য পোজ দিয়েছেন, যেটি সামাজিক দূরত্ব অনুযায়ী ডিজাইন করা৷
ছবি: Reuters/K. Lamarque
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার দাইঝেওনে একটি ক্যাফেতে খাবারের অর্ডার নেয়া, কফি বানানো এবং কাস্টমারের কাছে সরাসরি পানীয় পৌঁছে দেয়ার কাজ করছে একটি রোবট৷
ছবি: Reuters/K. Hong-Ji
যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্ক)
নিউ ইয়র্কের ব্রুকলিনে ডোমিনো পার্কে সামাজিক দূরত্ব মেনে বসার জন্য গোল গোল ছবি আঁকা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
জার্মানি
জার্মানির মাইনৎসে আরবি লাইপজিশের খেলোয়াড়রা বেঞ্চে এবং দর্শকের আসনে বসে আছে৷ গত ২৪ মে বুন্ডেসলিগায় এফএসভি মাইনৎসের বিপক্ষে খেলেছে তারা৷
ছবি: Reuters/K. Pfaffenbach
স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদে প্লাজা মায়র চত্বরে একটি বসার জায়গা বানানো হচ্ছে৷ শ্রমিকরা গজ ফিতা দিয়ে মেপে সামাজিক দূরত্ব ঠিক করছেন৷
ছবি: Reuters/S. Perez
যুক্তরাজ্য
ব্রিটেনের ওয়াটলিংটনে প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতি চলছে৷ শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুতুলগুলো নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে৷
ছবি: Reuters/E. Keogh
পোল্যান্ড
পোল্যান্ডের ওয়ারশতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে৷ ক্লাস করছে শিশুরা৷
ছবি: Reuters/K. Pempel
ফ্রান্স
প্যারিসে ক্রিস্তোফ গেরনিগোঁর ডিজাইন করা প্লেক্সিগ্লাস বাবলের ভেতরে বসে ‘পোজ’ দিচ্ছেন এক নারী৷ রেস্তোরায়ঁ অতিথিদের করোনা থেকে রক্ষায় এই ব্যবস্থা করা হচ্ছে৷
ছবি: Reuters/B. Tessier
নেদারল্যান্ডস
অ্যামস্টারডামে একটি রেস্তোরাঁর ছবি এটি৷ এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘কোয়ারান্টিন গ্রিন হাউজ’৷ আর এটি করোনা থেকে নিরাপদ রাখে বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে৷