অস্ট্রেলিয়ার এক বালকের চিঠির জবাবে আস্ত একটা টাইপরাইটার উপহার দিলেন হলিউড অভিনেতা টম হ্যাংকস৷ নাম করোনা হওয়ায় ছেলেটি স্কুলে ব্যাঙ্গ-বিদ্রুপের পাত্র হচ্ছে৷
বিজ্ঞাপন
নামে কী বা এসে যায়! শেক্সপিয়ার এ কথা বলে গেলেও বাস্তবে নামের কারণে অনেক মানুষকেই ফ্যাসাদে পড়তে হয়৷ করোনো-সংকটের সময় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়ার এক শিশু৷ তার একটাই দোষ৷ দোষ ঠিক তার নয়, দায়টা আসলে তার বাবা-মা-র কাঁধে গিয়ে পড়ে৷ কারণ, তাঁরাই নামকরণ করেছিলেন৷ জন্মের পর ছেলের নাম রেখেছিলেন ‘করোনা’৷ তখন তো আর কারো জানা ছিল না, যে কোনো এক সময়ে করোনা ভাইরাস গোটা বিশ্ব অচল করে দেবে!
যা-ই হোক, করোনা ডি ভ্রিস-এর জীবন স্বাভাবিক ছন্দেই চলছিল৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্ট এলাকায় তার বাড়ি৷ আট বছর বয়সে বাধ সাধলো করোনা-সংকট৷ আচমকা সে ব্যাঙ্গ-বিদ্রুপের পাত্র হয়ে উঠলো৷ মনের দুঃখে সে হলিউড অভিনেতা টম হ্যাংকস-কে আবেগভরা বার্তা পাঠালো৷ উল্লেখ্য, মার্চ মাসে একই এলাকায় শুটিংয়ের সময়ে টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছিল৷ দুই সপ্তাহ কোয়ারান্টাইনের পর তাঁরা সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে যান৷
বালক করোনা টম হ্যাংকস-কে লিখেছিল, ‘‘খবরে শুনলাম তুমি আর তোমার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছো৷ তোমরা ভালো আছো তো?’’ সেইসঙ্গে সে মনের দুঃখে লিখেছিল যে, নিজের নাম তার ভালো লাগলেও স্কুলে আজকাল অনেকে তাকে ‘করোনা ভাইরাস' নামে ডাকছে৷ ফলে তার খুব দুঃখ ও রাগ হচ্ছে৷
টম হ্যাংকস বালক করোনার চিঠির উত্তরে লিখেছেন, ‘‘তোমার চিঠি পেয়ে আমার স্ত্রী ও আমি খুব খুশি হয়েছি৷ জানো, তুমি ছাড়া করোনা নামের অন্য কোনো মানুষকে আমি চিনি না৷ ঠিক যেন সূর্যের চারিদিকের বলয়, মুকুটের মতো৷’’
হাতে নয়, টাইপরাইটারের সাহায্যে টম হ্যাংকস সেই চিঠি লিখেছিলেন৷ আবার যে সে টাইপরাইটার নয়, কোম্পানির নামও করোনা! শুধু তাই নয়, সেই টাইপরাইটারটি উপহার হিসেবে করোনাকে পাঠালেন তিনি৷ চিঠিতে আরো লিখলেন, ‘‘ভাবলাম, এই টাইপরাইটার তোমার কাজে লাগবে৷ বড় কারো কাছে জেনে নিয়ো কীভাবে এটা ব্যবহার করতে হয়৷ তারপর এই টাইপরাইটার ব্যবহার করে আমাকে চিঠি লিখো৷’’ শেষে হাতে লেখা একটা বাক্য যোগ করে অস্কার-জয়ী হলিউড অভিনেতা জানান, তিনি করোনার বন্ধু হয়ে গেলেন৷
‘ফরেস্ট গাম্প’ টম হ্যাংকস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এ টম হ্যাংকসকে বিশ্বের কিছু উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে জড়িত থাকতে দেখা গেছে৷ এবার তিনি বাস্তবে এক বৈশ্বিক ঘটনায় জড়িয়ে পড়লেন৷
ছবি: Imago/UnitedArchives
স্ত্রীসহ করোনায় আক্রান্ত
অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তাঁর স্ত্রী অভিনেত্রী ও সংগীতশিল্পী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ টুইটারে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে টম হ্যাংকস নিজেই এই তথ্য জানিয়েছেন৷
ছবি: picture-alliance/AP/J. Strauss
নির্জন অবস্থান
টুইটারে তিনি লিখেছেন, ‘‘... আমরা একটু ক্লান্ত বোধ করছিলাম৷ আমাদের একটু ঠান্ডা লেগেছিল, শরীরে একটু ব্যথাও ছিল৷... এই অবস্থায় সারা বিশ্বে এখন যেমনটা হচ্ছে, আমরা করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলাম এবং আমরা পজিটিভ হয়েছি৷’’ জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা নির্জনে পরীক্ষার মধ্যে থাকবেন বলেও জানিয়েছেন টম হ্যাংকস৷
ছবি: picture-alliance/dpa/V. Bucci
সিনেমার শুটিং
এলভিস প্রিসলিকে নিয়ে একটি বায়োপিক তৈরি হচ্ছে৷ সেই ছবিতে প্রিসলির ম্যানেজার টম পার্কারের ভূমিকায় অভিনয় করছেন টম হ্যাংকস৷ শুটিং করতে তিনি স্ত্রীসহ অস্ট্রেলিয়ায় ছিলেন৷ সেখানেই তাঁদের করোনা ভাইরাস ধরা পড়েছে৷ উপরের ছবিতে প্রিসলিকে তাঁর ম্যানেজার পার্কারের সঙ্গে দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
শুটিং স্থগিত
২০২১ সালের অক্টোবরে বায়োপিকটি মুক্তি পাওয়ার কথা৷ তবে টম হ্যাংকস করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স৷
ছবি: Imago/ZUMA Press
শীর্ষ ১০ মুভি
ইন্টারনেট মুভি ডাটাবেস বা আইএমডিবি রেটিং অনুযায়ী টম হ্যাংকস অভিনীত সেরা ১০ মুভি হচ্ছে ফরেস্ট গাম্প (ছবি), দ্য গ্রিন মাইল, সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান, কাস্ট অ্যাওয়ে, ক্যাপ্টেন ফিলিপস, রোড টু পার্ডিশন, ফিলাডেলফিয়া, ব্রিজ অফ স্পাইস এবং অ্যাপোলো ১৩৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library
দুটি অস্কার
ফিলাডেলফিয়া (১৯৯৩) ও ফরেস্ট গাম্প (১৯৯৪) মুভির জন্য পরপর দুবার অস্কার পেয়েছেন টম হ্যাংকস৷
ছবি: Imago/Unimedia Images
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক
২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টম হ্যাংকসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ প্রদান করেন৷
ছবি: Reuters/C. Barria
পারিবারিক জীবন
টম হ্যাংকস ও অভিনেত্রী ও সংগীতশিল্পী রিতা উইলসন ১৯৮৮ সালে বিয়ে করেন৷ শনিবার অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে পারফর্ম করেছিলেন উইলসন৷ সে কারণে কর্তৃপক্ষ এখন অপেরা হাউস জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
অস্ট্রেলিয়ায় করোনা
এখন পর্যন্ত ১২০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন তিনজন৷
ছবি: Reuters/Australia Department Of Defence
9 ছবি1 | 9
কম্পিউটার ও স্মার্টফোনের এই যুগেও টম হ্যাংকস বেশ কয়েকটি টাইপরাইটার নিয়ে ঘুরে বেড়ান৷ এবার সেই সংগ্রহ থেকে একটি কমে গেল৷