1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাবিধি ভেঙে ডাচ রাজকন্যার জন্মদিন পালন

১৬ ডিসেম্বর ২০২১

সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী চারজনের বেশি অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন না নেদারল্যান্ডসের মানুষ৷ কিন্তু ব্যতিক্রম ঘটেছে অষ্টাদশী রাজকন্যার জন্মদিনে৷

Niederlande Prinzessin Amalia
ছবি: Arnd Wiegmann/REUTERS

নেদারল্যান্ডসের সিংহাসনের পরবর্তী উত্তরসূরী ক্যাথেরিনা-আমালিয়া৷ গত ৭ ডিসেম্বর রাজপরিবারের এই জ্যেষ্ঠকন্যা পা রেখেছেন ১৮-তে৷ আনুষ্ঠানিকভাবে পিতার সিংহাসনের দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করায় রাজকন্যার জন্মদিন ঘটা করে পালন হওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু বাধ সাধে করোনা৷ ক্রমশ সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে চলছে আংশিক লকডাউন৷ জারি আছে সান্ধ্য আইনও৷ তাই বলে কি অষ্টাদশী রাজকন্যার জন্মদিন পালন বন্ধ থাকে!

ডাচ সংবাদপত্র ‘ডি টেলিগ্রাফের' এক খবরে বলা হয়েছিল বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেছেন আমালিয়া৷ হেগ শহরে অবস্থিত রাজপ্রাসাদের বাগানে আয়োজিত সেই উৎসবে প্রায় ১০০ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি৷ এ নিয়ে আলোচনা সমালোচনায় মুখে রাজপ্রাসাদ জানিয়েছে ১০০ জন নয়, উৎসবে অংশ নিয়েছেন মোটে ২১ জন৷ তাদের প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করানো হয়েছিল এবং সামাজিক দূরত্বও বজায় ছিল৷ এক চিঠিতে রাজা ভিলেম-আলেক্স্যান্ডারের বরাত দিয়ে দেশটির সংসদকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুটে৷

ছবি: Patrick van Katwijk/picture alliance / Dutch Photo Press

তারপরও যা ঘটেছে তাতে রাজা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজা তাকে জানিয়েছেন, এভাবে জন্মদিন পালনের ভাবনাটা মোটেও ভালো ছিল না৷ এ নিয়ে যে প্রতিক্রিয়া হয়েছে তাও স্বাভাবিক বলেই মনে করছেন তিনি৷

ডাচ রাজপরিবার নিয়ে এবারই প্রথম বিতর্ক নয়৷  ২০২০ সালে করোনার প্রকোপের সময় সরকার যখন সাধারণ মানুষকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছিল গোটা রাজপরিবার তখন গ্রিস ভ্রমণে বেরিয়েছিল৷ যদিও সমালোচনার মুখে পরে ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তারা৷

এফএস/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ