চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬তে৷ গত ২৪ ঘন্টায় কয়েকশ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার৷
বিজ্ঞাপন
গত সপ্তাহে চীনে দেখা দেওয়া এ ভাইরাসটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপসহ বেশ কয়েকটি অঞ্চলে৷ পার্শ্ববর্তী দেশ নেপালে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে৷ সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন৷
ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত অন্তত তিনজনকে শনাক্ত করা হয়েছে৷ আক্রান্তের তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷
চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন ৬৮৮ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷ এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৭৫ জনে৷ এদিকে গত ২৪ ঘন্টায় ১৫ জন মারা গেছেন বলে জানা গেছে৷ এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৷ চলতি অবস্থাকে ‘গভীর উদ্বেগের' বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং৷
এদিকে চীনের পাশ্ববর্তী দেশগুলোতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ হংকং, ম্যাকাও ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে৷
ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স৷ দেশটির আল-হায়াত হাসপাতালে ১০০ জন ভারতীয় নার্সকে স্ক্যানিং করা হলে এদের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত বলে ধরা পড়ে৷ তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷
তার আগে গত শনিবার নেপালে এ ভাইরাসে আক্রান্ত একজনকে চিহ্নিত করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দরে স্ক্যানিংসহ নানা ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে নেপাল সরকার৷
এদিকে জার্মনিতে করোনাভাইরাসে একজন রোগী চিহ্নিত হয়েছেন বলে দেশটির বিল্ড পত্রিকার এক সংবাদে জানানো হয়৷
তবে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি৷
উহান যেন মাস্কের নগরী
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ছুটি শুরু শুক্রবার থেকে৷ কিন্তু করোনাভাইরাসের কারণে এই উৎসবই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভাইরাসের কারণে চীনের উহান শহরে জনজীবন প্রায় থমকে গেছে৷ মৃত্যু হয়েছে ২৫ জনের, আক্রান্ত ৮৩০৷
ছবি: Getty Images/X. Chu
বন্ধ গণপরিবহন
উহানসহ আশেপাশের অন্তত ১০টি নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷
ছবি: Getty Images
বন্ধ উপাসনালয় ও বিনোদন পার্ক
ভিড় এড়াতে উহানসহ কয়েকটি নগরীতে মন্দির এবং বিনোদন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাধারণত চীনা নববর্ষের ছুটিতে মন্দিরে মেলা আয়োজন করা হয়, বিনোদন পার্কে থাকে উপড়ে পড়া ভিড়৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
উহানে নতুন হাসপাতাল
করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়৷ এ কারণে ঝুঁকি কমাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় উহানে আলাদা একটি এক হাজার শয্যার হাসপাতাল তৈরির কাজ দ্রুত গতিতে চলছে৷
ছবি: AFP/STR
ডাব্লিউএইচও-র জরুরি অবস্থা ঘোষণা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে৷ তবে এখনই একে মহামারি ঘোষণা করা হচ্ছে না৷
ছবি: Reuters/Kim Hong-Ji
তারপরও থেমে নেই জীবন
উহান রেলস্টেশনে নামা যাত্রী হু বলেন, ‘‘আমি কী করতে পারি? চীনা নববর্ষ শুরু হয়েছে৷ আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতেই হবে৷’’
ছবি: AFP/M. Ralston
বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস
উহানে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়৷ সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হয়৷
ছবি: Getty Images/Wang He
সাপ থেকে মানব দেহে
সাপ থেকে মানব দেহে করোনা ভাইরাস ছড়িয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷
উহানে করোনা ভাইরাস প্রতিরোধে শুরুতেই সরকার গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিলে রোগ এতটা ছড়াতে পারতো না বলে মনে করেন অনেকে৷
ছবি: Getty Images/A. Kwan
চীন ছাড়িয়ে অন্য দেশে
এখন পর্যন্ত চীন ছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ তবে অন্য কোথাও মৃত্যুর খবর এখনো শোনা যায়নি৷