ম্যানসিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে তারা। তারপরও ২৯ বছর পর লিভারপুলের আবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় একেবারে অনিশ্চিত। তবে ম্যানসিটির খেলোয়াড় ইলকায় গুনডোয়ান মনে করেন, ট্রফি লিভারপুলকে দিয়ে দেয়া উচিত।
বিজ্ঞাপন
লিভারপুল সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল ১৯৯০ সালে। ২৯ বছরের খরা এবার খুব সহজেই কাটাতে চলেছিল য়্যুর্গেন ক্লপের দল।
খেলাধুলায় করোনার প্রভাব
বিশ্বজুড়ে আতঙ্কে পরিণত হয়েছে করোনা ভাইরাস৷ এই ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি আজ হুমকির মুখে৷ ক্রীড়াঅঙ্গনেও পড়েছে করোনার প্রভাব৷
ছবি: AFP/I. Bonotto
আইপিএল
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আয়োজন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল৷
লা লিগা
১২ মার্চ থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে৷
ছবি: picture-alliance/AA/B. Akbulut
সিরি আ
ইটালিতে করোনা ভাইরাস ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে৷ এরইমধ্যে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে৷ স্থগিত করা হয়েছে ইতালিয়ান ফুটবল লিগ সির আ৷
ইংলিশ প্রিমিয়ার লিগ
দলের এক খেলোয়াড়ের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল এভারটন তাদের মূল টিম ও কোচিং স্টাফদের আইসোলেশনে পাঠিয়েছে৷ শুক্রবার পুরো লিগই আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়৷
ছবি: picture-alliance/empics/M. Egerton
ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ বাতিল
মাঝপথেই বাতিল হয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ৷ ইংল্যান্ডের সব খেলোয়াড় এবং স্টাফকে দেশে ফিরে যেতে বলা হয়েছে৷
ছবি: AFP/Getty Images/L. Parnaby
ক্যালাম হডসন-অডয়
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল চেলসির উইঙ্গার ক্যালাম হডসন-অডয় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ তিনি ইংলিশ লিগে করোনা পজেটিভ হওয়া প্রথম খেলোয়াড় ৷ আর্সেনালের বস মাইকেল আর্টেটাও টেস্টে পজেটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন৷
ছবি: picture-alliance/empics
উয়েফার সব প্রতিযোগিতা স্থগিত
চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগসহ উয়েফার সব প্রতিযোগিতা পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত স্থগিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/empics/M. Egerton
রেয়াল মাদ্রিদ
রেয়াল মাদ্রিদ বাস্কেটবল দলের এক খেলোয়াড় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প ব্যবহার করেছিলেন৷ পরে টেস্টে তার করোনা ধরা পড়ে৷ এর প্রেক্ষিতে রেয়াল মাদ্রিদের মূল ফুটবল দলের সবাই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন৷
ছবি: picture-alliance/empics/N. Potts
ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বেচ্ছা কোয়ারেন্টাইনে
ইতালির ক্লাব ফুটবল দল ইয়ুভেন্তুসের এক ডিফেন্ডারের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর খেলোয়াড়-স্টাফসহ মোট ১২১ জন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন৷ ওই দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডও আছেন৷
ছবি: AFP/A. Pizzoli
দর্শকহীন স্টেডিয়াম
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ওয়ানডে সিরিজের সবগুলোই দর্শকহীন মাঠে হবে৷
ছবি: Prabhakar Mani Tiwari
মুজিববর্ষের আয়োজনও স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২১ ও ২২ মার্চ হওয়ার কথা ছিল৷ অনির্ধারিত সময়ের জন্য ম্যাচগুলো স্থগিত করা হয়েছে৷
ছবি: DW/S. Hossain
11 ছবি1 | 11
করোনার কারণে প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার আগে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা একরকম হাতের মুঠোতেই নিয়ে এসেছিল তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ২৮ ম্যাচে ৫৭। আর মাত্র দুটো ম্যাচ জিতলেই সবার ধরাছোঁয়ার বাইরে থেকে শিরোপা জয় নিশ্চিত করে ফেলতো লিভারপুল। কিন্তু সেই সুযোগ হলো না। ৩০ এপ্রিলের আগে খেলা শুরুর সম্ভাবনা নেই। বল কবে মাঠে গড়াবে তা বলা এখন প্রায় অসম্ভব।
অনিশ্চয়তা কতটা বেশি তা কিছুটা বোঝা গেছে আলেক্সান্দর সেফেরিন-এর কথায়। শনিবার উয়েফা প্রেসিডেন্ট বলেছেন, আগামী জুনের মধ্যে খেলা শুরু করা না গেলে ২০১৯-২০ মৌসুমটা 'হারিয়ে যেতে' পারে।
সেরকম হলে ২৯ বছর পর আবার হাতের মুঠোয় আসা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা জেতা হবে না লিভারপুলের। সেটা যে 'দ্য রেডস'-এর প্রতি প্রকৃতির চরম অবিচার হবে তা সরাসরিই বললেন ইলকায় গুনডোয়ান। জার্মানি জাতীয় দল এবং ম্যানসিটির তুর্কী বংশোদ্ভূত এই মিডফিল্ডার মনে করেন, "শিরোপা লিভারপুলের প্রাপ্য।"
লিগ শেষ না হওয়া সত্ত্বেও এখন যদি লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাহলে কী বলবেন গুন্দোগান? জার্মানির জেডডিএফ চ্যানেলকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি দ্বিধাহীনভাবে, বলেছেন, "তাতে আমার কোনো আপত্তি নেই। ক্রীড়াবিদ হিসেবে তো আমার ন্যায়ের পক্ষেই থাকা উচিত।"