ক্যামেরুন ফেরত ফ্রান্সের এক ব্যক্তির শরীরে নতুন প্রজাতির করোনা মিলেছে। এই প্রজাতির ভাইরাসে ৪৬টি মিউটেন্ট আছে।
বিজ্ঞাপন
ডিসেম্বরে ক্যামেরুন থেকে ফ্রান্সে ফিরেছিলেন এক ব্যক্তি। ফ্রান্সে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেখানেই নতুন করোনার প্রজাতির সন্ধান মিলেছে। ভাইরোলজিস্টদের ভাষায় নতুন প্রজাতিটির নাম বি দশমিক এক দশমিক ৬৪০ দশমিক দুই।
নতুন প্রজাতির করোনা কতটা বিপজ্জনক তা এখনো অজানা। তবে বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতিতে মিউটেন্টের সংখ্যা অনেক বেশি। ফলে এর সংক্রমণ ক্ষমতাও বেশি হওয়ার কথা। যে ব্যক্তি ক্যামেরুন থেকে নতুন প্রজাতিটি নিয়ে এসেছেন, সব মিলিয়ে ১২ জনের মধ্যে তার মাধ্যমে করোনা সংক্রমিত হয়েছে বলে চিকিৎসকরা জানতে পেরেছেন।
নতুন প্রজাতির মধ্যে দুইটি মিউটেন্ট মিলেছে, যা আগের প্রজাতিগুলির মধ্যে ছিল। যার একটি শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়তে সাহায্য করে এবং অন্যটি টিকার কার্যকারিতা কমিয়ে দেয়। প্রথম মিউটেন্টটি আলফা প্রজাতির ভাইরাসে ছিল। দ্বিতীয়টি ছিল ডেল্টায়।
বুস্টার ডোজের আদ্যোপান্ত
করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট ও টিকার আলোচনায় সবশেষ সংযোজন ওমিক্রন ও বুস্টার ডোজ৷ বুস্টার ডোজের আলোচনা আগেই ছিল৷ তবে ওমিক্রন আসায় বুস্টার ডোজের প্রয়োগে গতি পেয়েছে বেশ৷ ছবিঘরে দেখুন বুস্টার ডোজের আদ্যোপান্ত৷
ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance
বুস্টার ডোজ কী?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনা ভাইরাস ঠেকাতে টিকার প্রাথমিক পূর্ণ ডোজ (ধরন হিসেবে এক বা দুই ডোজ) পাওয়া একটি জনসংখ্যার মাঝে টিকার কার্যকারিতা নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যাওয়ায় বাড়তি যে ডোজ দেয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে বুস্টার ডোজ৷ এটি দেয়ার মূল লক্ষ্য হল, মানবশরীরে টিকার কার্যকারিতা বাড়ানো৷
ছবি: Tsafrir Abayov/AP Photo/picture alliance
পেলেন কতজন?
‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র ২২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হিসেব বলছে, পুরো পৃথিবীতে প্রতি ১০০ জনে ৫.৮৬ জন বুস্টার ডোজ পেয়েছেন৷ এর মধ্যে চিলির বুস্টার পাওয়ার হার সবচেয়ে বেশি ৫২.৬৮%৷ এছাড়া যুক্তরাজ্যে প্রতি ১০০ জনে ৪৫.২২, ইসরায়েলে ৪৪.৮৯ ও উরুগুয়েতে ৪২.৫৯ জন পেয়েছেন এই ডোজ৷
ছবি: Lukas Barth/REUTERS
ছয় না তিন মাস?
প্রাথমিকভাবে বলা হচ্ছিল, টিকার পূর্ণডোজের ছয়মাস পর বুস্টার ডোজ নেয়া যেতে পারে৷ কারণ ছয় মাস পর টিকার কার্যকারিতা এরপর কমতে শুরু করে৷ কিন্তু সম্প্রতি জার্মানির টিকা কমিশন বা এসটিআইকেও বলছে, পূর্ণ ডোজের তিন মাস পরই নেয়া যাবে বুস্টার৷
ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance
ওমিক্রনের টেনশন
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপের কারণে বুস্টার ডোজের প্রতি ঝুঁকছে দেশগুলো৷ যুক্তরাজ্যসহ ইউরোপে ওমিক্রনের প্রভাব বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপের পাশাপাশি বুস্টার টিকার ওপর জোর বাড়ানো হচ্ছে৷
ছবি: Fleig/Eibner-Pressefoto/picture alliance
ইউরোপে ভ্রমণে নিষেধাজ্ঞা
ইউরোপীয়ান ইউনিয়ন এরইমধ্যে বুস্টার ডোজ ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে৷ সম্প্রতি ইউরোপীয়ান কমিশন ঘোষণা দিয়েছে, প্রাথমিক পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিরা বুস্টার ডোজ না নেয়া থাকলে কেবল নয় মাস ইউরোপে ভ্রমণের সুযোগ পাবেন৷ অন্যথায় তাদের ভ্যাকসিন পাসপোর্ট কার্যকর থাকবে না৷
ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance
ওমিক্রনে বুস্টার কতটা কার্যকর?
ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ কতটা কার্যকর তা নিশ্চিত করে এখনো (ডিসেম্বর ২০২১ পর্যন্ত) বলতে পারেনি ইউরোপীয় মেডিসিনস এজেন্সি কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কোন কোন টিকা কোম্পানি দাবি করছে, তাদের টিকা এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা নয়, মাস্ক পরাসহ বিধিনিষেধ অনুসরণ করলেই কেবল প্রচণ্ড সংক্রমক ওমিক্রনকে ঠেকানো যাবে৷
ছবি: Charlotte Chelsom-Pill/DW
বাধ্যতামূলক টিকা
ইউরোপে অস্ট্রিয়াতে সবার আগে করোনার টিকা বাধ্যতামূলক করা হয়েছে৷ জার্মানিতে হাসপাতাল ও নার্সিং হোমগুলোতে কাজ করাদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে৷ এশিয়া ও মধ্যপ্রাচ্যেও অনেক দেশ টিকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে৷ এছাড়া ২০২২ সালের শুরুতে অনেক দেশেই বিশেষ বিশেষ পেশা বা বয়সের মানুষের জন্য টিকা বাধ্যতামূলক করবে বলে জানিয়েছে৷
ছবি: Martin Meissner/ASSOCIATED PRESS/picture alliance
টিকার বিরুদ্ধে প্রতিবাদ
অন্যদিকে, বুস্টারসহ কোন ধরনের টিকা নিতে চান না এমন লোকেরও অভাব নেই৷ অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের অনেক জায়গায় টিকা ও বিধিনিষেধের বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক আন্দোলন দেখা গেছে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে প্রতিবাদকারীদের৷
ছবি: Angelo Carconi/ANSA/picture alliance
ধনী দেশে বুস্টার, আর গরীব দেশে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নত বিশ্বের লোকজন যে ঢালাওভাবে করোনার বুস্টার টিকা দেয়া শুরু করেছে, তার নিন্দা জানিয়েছে৷ বিশ্বের অনেক দেশে এখন প্রয়োজনীয় প্রাথমিক টিকার সংস্থানও হয়নি৷ আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে ১ শতাংশের কম মানুষ টিকার আওতায় এসেছেন৷ সেখানে বিশ্বে এখন ২০ ভাগ টিকা বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে৷
ছবি: Evrard Ngendakumana/Xinhua/imago images
মিশন চতুর্থ বুস্টার
তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের পর এখন আলোচনা চতুর্থ ডোজ নিয়ে৷ জার্মানির ডাক্তার অ্যাসেসিয়েশনের প্রধান উলরিশ ভাইগেল্ডট সম্প্রতি বলেন যে, ২০২২ সালের গ্রীষ্মে বা তারপর চতুর্থ বুস্টার ডোজের প্রয়োজন পড়তে পারে৷
ছবি: Paul White/AP/picture alliance
10 ছবি1 | 10
ওমিক্রন নিয়েও প্রথম দিকে বিজ্ঞানীরা সন্দিহান ছিলেন। এই প্রজাতি কতটা ক্ষতি পারে, তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না। বাস্তবে দেখা যাচ্ছে, এই প্রজাতির সংক্রমণ ভয়াবহ হলেও ক্ষতি খুব বেশি হচ্ছে না। অর্থাৎ, ডেল্টার মতো মারণ ক্ষমতা নেই এই প্রজাতির। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা নতুন পাওয়া ভাইরাসটিও ওমিক্রনের মতোই হবে। সংক্রমিত হলেও মারণ ক্ষমতা কম হবে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত এই ভাইরাস যেভাবে ছড়িয়েছে, তাতে এর সংক্রমণ ক্ষমতাও কম হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। তবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে অবশ্য ওমিক্রন নিয়ে আরো বেশ কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। দেখা গেছে, এই ভাইরাস ফুসফুসকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারছে না। ডেল্টা যা মারাত্মকভাবে করেছিল। এবং সে কারণেই ওমিক্রন আক্রান্তদের মৃত্যু সেভাবে হচ্ছে না।
ফ্লুরোনার রোগী
এরই মধ্যে ইসরায়েলে নতুন এক রোগের সন্ধান মিলেছে। ৩১ বছরের এক গর্ভবতী নারীর শরীরে একই সঙ্গে ফ্লু এবং করোনার ভাইরাস মিলেছে। এই প্রথম দুইটি ভাইরাস একসঙ্গে কারো শরীরে পাওয়া গেল। গর্ভবতী ওই নারীকে অবজারভেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।