জার্মানির খামারগুলি মৌসুমি ফসল তোলার জন্য বিদেশি কর্মীদের ওপর নির্ভর করে৷ এদের বেশিরভাগই আসেন পূর্ব ইউরোপ থেকে৷ তবে এবার করোনা ভাইরাসের কারণে তাদের আসা অনিশ্চিত হয়ে পড়েছে৷
বিজ্ঞাপন
করোনার কারণে জার্মানিতে মানুষ টিনজাত খাবার, টয়লেট পেপার ইত্যাদি কিনে ঘরে মজুদ করছে৷ রেস্তোরাঁগুলো বন্ধ করে দেয়া হচ্ছে৷ তারপরও এই সংকটকালীন সময়ে মানুষের আলোচনায় স্থান পাচ্ছে অ্যাসপারাগাসের মতো মৌসুমি ফসল পাওয়া, না-পাওয়ার বিষয়টি৷
জার্মান কৃষক সমিতির সভাপতি ইওয়াখিম রুকভিড অবশ্য সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘আমরা কৃষকরা, করোনা ভাইরাসের সময়েও জনগণকে নিরাপদ এবং উচ্চমানের খাবার সরবরাহ করতে সক্ষম হবো৷ আলু, শস্য, ফলমূল এবং শাকসবজির মতো মৌলিক খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে থাকবে৷''
তবে কৃষকরা এটাও বলছেন যে, করোনার কারণে জার্মানিতে শ্রমিক স্বল্পতা দেখা দিবে৷
প্রতিবছর জার্মানিতে মৌসুমি ফসল তোলার কাজে প্রায় তিন লাখ মৌসুমী কর্মী নিয়োগ দেয়া হয়৷
মৌসুমি ফসল তোলার জন্য শ্রমিকরা আসেন পূর্ব ইউরোপ, বিশেষ করে রোমানিয়া থেকে৷ তবে করোনা ভাইরাসের কারণে এবার তাদের অনেককেই সম্ভবত এবছর তাদের নিজেদের দেশেই থাকতে হবে৷
রাইনালান্ড-প্যালাটিনেটের দক্ষিণাঞ্চলের কৃষক এবং মদ উৎপাদনকারী সমিতির মুখপাত্র আন্ড্রেয়াস ক্যোর বলেছেন, জার্মানদের মৌসুমি সবজি অ্যাসপারাগাস তোলার সমস্যাটি ইতিমধ্যে তীব্র হয়ে উঠেছে এবং তাঁরা সেজন্য শ্রমিক খুঁজছেন৷
ফ্রাংকফুর্টের দক্ষিণ-পশ্চিমে রাইনহেসেন অঞ্চলে অল্প কিছুদিনের মধ্যেই অ্যাসপারাগাস কাটা শুরু করতে হবে৷ ঐতিহ্যবাহী এই মৌসুমি সবজি কাটার সময়কাল ২৪ জুন পর্যন্ত৷
অনেক বিদেশি শ্রমিকই করোনা ভাইরাস আতঙ্কের কারণে এখন আর জার্মানিতে আসতে আগ্রহী নন৷
জার্মানির কৃষক সমিতিগুলো মৌসুমি শ্রমিকদের আগমন নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে৷
করোনার আগে, করোনার পরে
ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কয়েকদিন আগে শত সমস্যার মাঝেও কত আনন্দ ছিল, কত গতিময় ছিল জীবন৷ নভেল করোনা ভাইরাস গোটা বিশ্বকে প্রায় স্থবির করে দিয়েছে৷
ছবি: Reuters/G. Newton
স্বাভাবিক অবস্থায় ইরাকের মাজার
গত অক্টোবরে শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ইরাকের নাজাফ শহরের ইমাম আলী মাজারে ছিল প্রচণ্ড ভীড়।
ছবি: Reuters/Alaa Al-Marjani
সেই মাজার এখন যেমন
করোনা ভাইরাসের কারণে ইরাকের নাজাফ শহরের ইমাম আলী মাজার আপাতত বন্ধ। বাইরে কিছু মানুষের আনাগোনা ছিল কদিন আগেও। এখন এলাকাটি আরো ফাঁকা।
ছবি: Reuters/Alaa Al-Marjani
প্রাসাদে দর্শণার্থীর ভীড়
ইরাকের এরবিল শহরের অন্যতম আকর্ষণ এই প্রাসাদ। গত ১৩ মার্চও সেখানে দর্শণর্থীর ভিড় দেখা গেছে।
ছবি: Reuters/A. Lashkari
মানুষ নেই, আছে কবুতর
এরবিল শহরের রাজপ্রাসাদ দেখতে এখন আর দর্শণর্থীরা ভীড় করে না। প্রাসাদপ্রাঙ্গণ এখন শান্তির কপোতের রাজত্ব।
ছবি: Reuters/A. Lashkari
যেমন ছিল টোকিওর ডিজনিল্যান্ড
জাপানের টোকিও ডিজনিল্যান্ডে সবসময়ই থাকে মানুষের ভীড়। গত পহেলা ফেব্রুয়ারি টোকিও ডিজনিল্যান্ডের দ্য স্পেস মাউন্টেন রাইডের এই ছবি তোলা হয়েছিল ওপর থেকে।
ছবি: Reuters/Maxar Technologies
অচেনা ডিজনিল্যান্ড
টোকিও ডিজনিল্যান্ডের স্পেস মাউন্টেন রাইডএলাকার নতুন ছবি। করোনার আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে ডিজনিল্যান্ড।
ছবি: Reuters/Maxar Technologies
কয়েকদিন আগে নাজাফ বিমানবন্দর
করোনার আতঙ্ক তখন ছড়াতে শুরু করেছে। ইরাকের নাজাফ বিমানবন্দরে তাই মাস্ক পরে বিমানের অপেক্ষায় যাত্রীরা।