1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার কারণে স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর

১০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে,  জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ 

Die Premierministerin von Bangladesch Minister Sheikh Hasina
ছবি: Reuters/A. Alfiky

আগামী ৩০ মার্চ দুই দিনের সফরে জাপান যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ কিন্তু দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সফর স্থগিত করেছে সরকার৷ এ কে আব্দুল মোমেন এমন তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ 

মঙ্গলবার ঢাকায় মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মন্ত্রী বলেন, এই সফরে জাপানের রাজার সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা ছিল৷ ‘‘কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ সোচ্চার হয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে৷''

তবে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি৷ তাতে জাপানের কোন আপত্তি নেই বলেও উল্লেখ করেন৷

আব্দুল মোমেন বলেন, ‘‘আমরা যেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে৷ ওরা বলেছে, এই মুহূর্তে বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, (এমন) বড় জমায়েত বোধহয় এই প্রেক্ষিতে সম্ভব না৷''

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ