ইকুয়েডরের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের শহর গোয়াইয়াকিলের বাসিন্দাদের বৃহস্পতিবার হেলিকপ্টারে চড়ে আশীর্বাদ করেছেন বিশপ জিওভান্নি বাতিস্তা৷ ইস্টার সানডে উপলক্ষ্যে রবিবারও হেলিকপ্টার ব্যবহার করা হবে৷
বিজ্ঞাপন
মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে হেলিকপ্টারে চড়েছিলেন বিশপ বাতিস্তা৷ তাঁর প্রার্থনা ফেসবুকে লাইভ প্রচার করা হয়৷ প্রার্থনার সময় বাতিস্তা বলেন, ‘‘বিধাতার অপার দয়া ও করুণার প্রতি বিশ্বাস রাখতে সব অসুস্থ ব্যক্তি ও পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি৷''
ইকুয়েডরে এখন পর্যন্ত চার হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ গোয়াইয়াকিল শহরের বাসিন্দা৷ এছাড়া মারা যাওয়া ২৭২ জনের অর্ধেকেরও বেশি মানুষ ঐ শহরের৷ গোয়াইয়াকিল ইকুয়েডরের সবচেয়ে বড় শহর৷
এক কোটি ৭৫ লাখ জনসংখ্যার দেশ ইকুয়েডরের প্রতি পাঁচজনের চারজন রোমান ক্যাথলিক৷
এদিকে, ইকুয়েডরে ভ্যাটিকানের প্রতিনিধি আন্দ্রেস কারাসকোসা রাজধানী কিটোসহ কয়েকটি শহরে হেলিকপ্টারের চড়ে আশীর্বাদ করেছেন৷
মুসলিমদের জীবনে করোনার প্রভাব
করোনার প্রসার ঠেকাতে সৌদি আরবসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে৷ বিস্তারিত থাকছে ছবিঘরে৷
ছবি: picture-alliance/AP/A. Solanki
ওমরাহ স্থগিত
২০১৯ সালের ডিসেম্বর থেকে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে৷ সৌদি আরবেও বাড়ানো হয়েছে সতর্কতা৷ সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্থানীয়দের জন্য ওমরাহ স্থগিত রাখা হয়েছে৷ বড় জনসমাগম থেকে ছড়াতে পারে ভাইরাস সংক্রমণ, তা রোধ করতেই এই পদক্ষেপ, জানিয়েছে তারা৷
ছবি: Reuters/G. Essa
বিদেশিদের জন্যও বিধিনিষেধ
ওমরাহ পালনের জন্য বিদেশিদেরও সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তবে এবছরের হজ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি৷
ছবি: picture-0alliance/ZUMAPRESS/A. Amra
ইরান
ইরানে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ৷ জুম্মার নামাজ থেকে সংক্রমণ ছড়ানো রোধ করতে সব বড় শহরগুলিতে জুম্মার নামাজের জমায়েত আপাতত বন্ধ রাখতে উপদেশ দিয়েছে সরকার৷ এর বদলে বাসায় নামাজ পড়তে অনুরোধ করা হয়েছে৷
ছবি: WANA via REUTERS
সিঙ্গাপুর
মুসলমানদের বিষয় দেখভালের দায়িত্বে থাকা মন্ত্রী মাসাগোস জুলকিফলি মসজিদে নিজের জায়নামাজ নিয়ে যেতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এছাড়া কারো সাথে করমর্দন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷ আর করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে মসজিদে না যাওয়াই উচিত বলে মনে করেন জুলকিফলি৷
ছবি: Reuters
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ‘মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন’ সেই দেশের সবচেয়ে বড় মুসলিম সংগঠন৷ সেই কাউন্সিলের পক্ষে জানানো হয়েছে, ‘‘পরিচ্ছন্নতা ও হাইজিন সম্পর্কে সচেতনতা ইসলামের মধ্যেই রয়েছে৷’’ স্থানীয় মসজিদগুলিকে যথেষ্ট পরিমাণে জীবাণুরোধক সাবান ও অন্যান্য পণ্য মজুত রাখতে বলেছে তারা৷
ছবি: Imago Images/i-Images/G. Valiente
তাজিকিস্তান
মসজিদগুলোকে জুম্মার নামাজ আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে৷ পার্সি নববর্ষ নওরোজ আয়োজনও বন্ধ রাখা হয়েছে সেখানে৷