করোনার কারণে ৭৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ
১৯ মার্চ ২০২০ব্যাংকের পরিচালনা পরিষদের ২৫ সদস্য বুধবার টেলিফোনে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেন৷
‘প্যানডেমিক ইমার্জেন্সি পারচেজ প্রোগ্রাম' শীর্ষক এই প্যাকেজ দিয়ে ইউরোজোনের দেশগুলোর সরকারি ও কর্পোরেট বন্ড কেনা হবে৷ এটি একটি সাময়িক প্যাকেজ বলে জানানো হলেও অন্তত এই বছর পর্যন্ত তা চলবে বলেও নিশ্চিত করা হয়েছে৷
ইসিবি প্রধান ক্রিস্টিয়ান ল্যাগার্দ বলেছেন, ইউরো ঠিক রাখতে এমন কিছু করা হবে যার কোনো ‘নির্দিষ্ট সীমা' নেই৷ অর্থাৎ সম্ভাব্য সবকিছু করার ইঙ্গিত দিয়েছেন তিনি৷
ইসিবির এসব ঘোষণায় বৃহস্পতিবার পুঁজিবাজারে ইতিবাচক ফল দেখা গেছে৷
এর আগে করোনার প্রভাব কমাতে ইসিবি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম সুদে ঋণ দেয়ার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু সেই পদক্ষেপ বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছিল৷ ফলে করোনা মোকাবিলায় ইসিবি যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না বলে সমালোচনা হয়েছিল৷
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ার ইসিবির সবশেষ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন৷
এদিকে, মার্কিন অর্থনীতিতে করোনার প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ৭০০ বিলিয়ন ডলার বা ৫৯ লাখ ৭৫ হাজার ৭১৭ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে৷ এছাড়া সুদের হার প্রায় শূন্যে নামিয়ে এনেছে৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)