1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার কারণে ৭৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ

১৯ মার্চ ২০২০

ইউরোজোনের সদস্য ১৯ দেশের অর্থনীতির উপর করোনা ভাইরাসের প্রভাব কমাতে সাড়ে সাতশ বিলিয়ন ইউরো বা ৬৯ লাখ ৫১ হাজার ২২১ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি৷

Deutschland Corona | Europäische Zentralbank in Frankfurt am Main
ছবি: Imago-Images/STPP

ব্যাংকের পরিচালনা পরিষদের ২৫ সদস্য বুধবার টেলিফোনে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেন৷

‘প্যানডেমিক ইমার্জেন্সি পারচেজ প্রোগ্রাম' শীর্ষক এই প্যাকেজ দিয়ে ইউরোজোনের দেশগুলোর সরকারি ও কর্পোরেট বন্ড কেনা হবে৷ এটি একটি সাময়িক প্যাকেজ বলে জানানো হলেও অন্তত এই বছর পর্যন্ত তা চলবে বলেও নিশ্চিত করা হয়েছে৷

ইসিবি প্রধান ক্রিস্টিয়ান ল্যাগার্দ বলেছেন, ইউরো ঠিক রাখতে এমন কিছু করা হবে যার কোনো ‘নির্দিষ্ট সীমা' নেই৷ অর্থাৎ সম্ভাব্য সবকিছু করার ইঙ্গিত দিয়েছেন তিনি৷

ইসিবির এসব ঘোষণায় বৃহস্পতিবার পুঁজিবাজারে ইতিবাচক ফল দেখা গেছে৷

এর আগে করোনার প্রভাব কমাতে ইসিবি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম সুদে ঋণ দেয়ার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু সেই পদক্ষেপ বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছিল৷ ফলে করোনা মোকাবিলায় ইসিবি যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না বলে সমালোচনা হয়েছিল৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ার ইসিবির সবশেষ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন৷

এদিকে, মার্কিন অর্থনীতিতে করোনার প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ৭০০ বিলিয়ন ডলার বা ৫৯ লাখ ৭৫ হাজার ৭১৭ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে৷ এছাড়া সুদের হার প্রায় শূন্যে নামিয়ে এনেছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ