করোনা মহামারির প্রভাব কমতে থাকায় বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরছে৷ এছাড়া টিকাপ্রাপ্তদের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে শুরু করায় বিমান শিল্পেও তেলের চাহিদা বাড়ছে৷
বিজ্ঞাপন
এর সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামবৃদ্ধি৷ এ বছর ইউরোপে গ্যাসের পাইকারি দাম তিন গুণের বেশি বেড়েছে৷ তাই বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাস ও কয়লার পরিবর্তে জ্বালানি তেল ও ডিজেল ব্যবহার করা হচ্ছে৷
সব মিলিয়ে চাহিদা বাড়তে থাকায় তেলের দাম বাড়ছে৷ অপরিশোধিত তেলের মূল্যের তিনটি প্রধান বেঞ্চমার্কের একটি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সোমবার ব্যারেল প্রতি প্রায় ৮৬ ডলার হয়েছে, যা ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ৷
বন্যার সুযোগে রেস্টুরেন্টের চুটিয়ে ব্যবসা
থাইল্যান্ডের ব্যাংককের এক রেস্টুরেন্টের খাবার টেবিল নদীর তীর ঘেঁষে বসানো৷ বন্যার কারণে পানি বেশি থাকায় নদী দিয়ে নৌকা যাওয়ার সময় বড় ঢেউ তৈরি হয়৷ খাওয়ার সময় ক্রেতাদের সেই বিষয়টি খেয়াল রাখতে হয়৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
বন্যা
ভারী বর্ষণের কারণে থাইল্যান্ডের ৩৩টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে৷ ইতিমধ্যে তিন লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ মারা গেছেন নয় জন৷ রাজধানী ব্যাংককেও নদীর পানি বাড়ছে৷ আগামী সপ্তাহে আরো ঝড়-বৃষ্টি হওয়ার কথা৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
ব্যবসায়িক বুদ্ধি
ব্যাংককের ননথাবুরি এলাকায় চাও ফ্রায়া নদীর পাশে অবস্থিত চাও ফ্রায়া অ্যান্টিক ক্যাফের মালিক তিতিপর্ন জুতিমানোন নদীর পানি বাড়তে থাকায় রেস্টুরেন্ট বন্ধ করার কথা ভাবছিলেন৷ কারণ, পাশ দিয়ে নৌকা যাওয়ার সময় বড় ঢেউ এসে রেস্টুরেন্টের চেয়ার-টেবিলে আঘাত হানছিল৷ কিন্তু একসময় জুতিমানোন ভাবলেন, ক্রেতারা হয়ত এমন পরিবেশেই খেতে পছন্দ করতে পারেন৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
ভিডিও ভাইরাল
চাও ফ্রায়া অ্যান্টিক ক্যাফেতে খাওয়ার সময় ঢেউ আছড়ে পড়া এবং ঢেউ থেকে ক্রেতাদের বাঁচার চেষ্টার নানান কসরতের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হলে সেগুলো ভাইরাল হয়ে যায়৷ অনেকের কাছে এটা নিছক আনন্দের মনে হতে থাকে৷ তাই দলে দলে লোকজন এখন সেখানে খেতে যাচ্ছেন৷ ছবিতে ক্রেতাদের ঢেউ থেকে বাঁচার চেষ্টা করতে দেখা যাচ্ছে৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
মালিক খুশি, কিন্তু সমস্যাও আছে
জুতিমানোন জানান, যখন ঢেউ আসে তখন পানির তোড় পেরিয়ে খাবার পরিবেশন কিছুটা সমস্যার৷ এছাড়া প্রতিনিয়ত দিন শেষে কাদা পরিষ্কার করতে হচ্ছে৷ তবে ব্যবসা ভালো হচ্ছে বলে তিনি খুশি৷ ‘‘ক্রেতারা ঢেউ দারুণ পছন্দ করছে৷ আমি যেটাকে সংকট মনে করেছিলাম, দেখা যাচ্ছে সেটা সুযোগ হয়ে এসেছে,’’ বলেন তিনি৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
ক্রেতাদের প্রতিক্রিয়া
জেতদানাই বুনরদ নামের এক ক্রেতা মজা করে বলছিলেন, ‘‘এটা একটা ফান চ্যালেঞ্জ, কারণ, আপনি জানেন না যে, খাওয়ার সময় আপনি কোথাও ভেসে যাবেন কিনা!’’ আরেক ক্রেতা বলছেন, ‘‘দারুণ পরিবেশ৷ আমি নতুন কিছু অভিজ্ঞতা নিতে এখানে এসেছি৷’’
ছবি: Soe Zeya Tun/REUTERS
করোনার কারণে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে
থাই রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের হিসেবে করোনার কারণে প্রায় ৫০ হাজার রেস্টুরেন্ট একেবারে বন্ধ হয়ে গেছে৷ জুতিমানোন বলছেন, করোনার পর বন্যার কারণেও যদি রেস্টুরেন্ট বন্ধ রাখতে হতো তাহলে তাকেও হয়ত রেস্টুরেন্ট একেবারেই বন্ধ করে দিতে হতো৷ কিন্তু সেটা করতে হচ্ছে না বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
6 ছবি1 | 6
আরেক বেঞ্চমার্ক উত্তর অ্যামেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআইর দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় সাড়ে ৮৩ ডলার হয়েছে, যা ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ৷
ইউরোপের দেশগুলোর আবহাওয়া ঠাণ্ডা হতে থাকায় তেলের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন নিউ ইয়র্কের বিদেশি মুদ্রা বিনিময় কোম্পামি ওয়েন্ডার কর্মকর্তা এডওয়ার্ড ময়া৷
এছাড়া বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের পরিবর্তে তেল ব্যবহারের কারণে বিশ্বে প্রতিদিন গড়ে তেলের ব্যবহার বেড়ে সর্বোচ্চ সাড়ে চার লাখ ব্যারেল হতে পারে বলে মনে করছেন এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা৷
‘জ্বালানিদারিদ্য'
তেল, গ্যাসের দাম বাড়ায় ইউরোপের ২৭ লাখের বেশি মানুষ এবারের শীতে তাদের ঘর পর্যাপ্ত গরম রাখতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন৷
ইউরোপীয় ইউনিয়নের শ্রম বিষয়ক কমিশনার নিকোলাস শ্মিট রোববার বলেছেন, এবারের শীতে ইউরোপে ‘জ্বালানি দারিদ্যের' সংখ্যা বাড়বে৷ তিনি বলেন, শীতে ঘর গরম রাখতে না পারা অনেক মানুষ ইউরোপে আছে৷ এবার সেটা আরও বাড়তে পারে বলে মনে করছেন শ্মিট৷ এই অবস্থায় ইউরোপের সরকারগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ জার্মানি গত সপ্তাহে নবায়নযোগ্য জ্বালানির উপর কর প্রায় ৪০ শতাংশ কমিয়েছে৷ আর ফ্রান্স নিম্ন আয়ের মানুষদের ঘর গরম রাখার খরচ মেটাতে ১০০ ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷