জার্মানির ‘কিওরভ্যাক’ কোম্পানিকে তাদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে৷ এই নিয়ে জার্মানির দ্বিতীয় একটি কোম্পানি এমন অনুমতি পেল৷
বিজ্ঞাপন
টিকা পরীক্ষা ও অনুমোদন দেয়ার জার্মান সংস্থা পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বুধবার এই তথ্য জানায়৷ এর আগে এপ্রিল মাসে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির ‘বায়নটেক’ কোম্পানিকেও এমন অনুমতি দেয়া হয়৷
কিওরভ্যাক কোম্পানি ১৬৮ জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষা চালাবে৷ এই মাসেই ১৪৪ জন স্বেচ্ছাসেবীকে টিকা দেয়া হবে৷ প্রাথমিক ফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে আরও বড় পরিসরে পরীক্ষা শুরু হবে৷
এই সময়ের দুনিয়াদারি
বিশ্বের বিভিন্ন দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে, ফলে কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে৷ এর মধ্যে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমাবেশ চলছে বিভিন্ন রাজ্যে৷
ছবি: Reuters/R. Chiu
বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলন
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত (১৫ জুন) ২১ লাখ ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত৷ মারা গেছে এক লাখ ১৮ হাজার৷ কিন্তু এরপরও কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ এর মধ্যে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে রাজ্যে রাজ্যে৷
ছবি: Reuters/S. Keith
ব্রুকলিনে এলজিবিটির সমাবেশ
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ১৪ জুন সমাবেশ করেছিলেন এলজিবিটি মানে সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডারেরা৷ তাদের শ্লোগান ছিলো ‘ব্ল্যাক ট্রান্স লাইভস ম্যাটার’৷ কোনো কালো মানুষই যাতে বর্ণবিদ্বেষের শিকার না হয় সেজন্য এই প্রতিবাদ সমাবেশ৷
ছবি: Reuters/S. Keith
লস অ্যাঞ্জেলেসে মার্চ
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এলজিবিটি গোষ্ঠী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ মার্চের আয়োজন করে৷ যেখানে অংশ নেয় হাজারো মানুষ৷ যথারীতি এখানে সামাজিক দূরত্বের বালাই নেই৷
ছবি: Reuters/R. Chiu
মাস্কের বালাই নেই
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কাছে ইস্ট ভিলেজ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মত ‘বার’ খুলেছে৷ আর খোলার সাথে সাথে গলা ভেজাতে সেখানে ছুটেছেন অনেক মানুষ৷ ছবিতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বা মাস্কের কোন তোয়াক্কা করছেন না কেউ৷
ছবি: Reuters/J. Moon
গোসল করতে সাবধানতা
তুরস্কের ইস্তান্বুলে ঐতিহাসিক সেমবেরলিটাস হাম্মামে টার্কিশ বাথ নিচ্ছেন এক ব্যক্তি৷ আশপাশে আর কেউ না থাকলেও মাস্ক পরে শুয়ে আছেন তিনি৷
ছবি: Reuters/M. Sezer
নেই সামাজিক দূরত্ব
লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে নাইকি টাউন খোলার পর এভাবেই হুড়োহুড়ি করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন ক্রেতারা৷
ছবি: Reuters/M. Childs
গণপরিবহণ
মেক্সিকোতেও গণপরিবহণ এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে তুলে নেয়া হয়েছে কড়াকড়ি৷ সাবওয়ে স্টেশনে মাস্ক পরে চলাফেরা করছে সবাই৷
ছবি: Reuters/H. Romero
চিড়িয়াখানা
ব্রিটেনে চেস্টার চিড়িয়াখানা খোলার পর শিশুদের নিয়ে সেখানে গেছেন অনেক বাবা-মা৷ কিন্তু কারো মুখেই নেই মাস্ক৷
ছবি: Reuters/P. Noble
ফিজিওথেরাপিতে পিপিই
ব্রিটিনের নর্থউইচে ফিজিওথেরাপিস্টরা করোনার পরে আবারও তাদের কাজ শুরু করেছেন৷ রোগী এবং থেরাপিস্ট দু’জনেই পিপিই পোশাক পরেছেন থেরাপির সময়৷
ছবি: Reuters/M. Darlington
স্কুলে প্রতিরক্ষা
জর্ডানে শিথিল করা হয়েছে কড়াকড়ি৷ স্কুল খুলেছে৷ শিক্ষকরা প্রতিরোধক স্যুট ও মাস্ক পড়ে ক্লাস নিচ্ছেন৷
ছবি: Reuters/M. Hamed
খুলেছে ক্যাসিনো
নেভাদা’র লাস ভেগাসে ১৬ মার্চ থেকে ক্যাসিনো হোটেল সব বন্ধ ছিলো৷ ১২ জুন সব খোলার পর ক্যাসিনোতে আসতে শুরু করেছেন অনেকে৷ তবে সামাজিক দূরত্ব মেনে তারা জুয়া খেলছেন৷
ছবি: Reuters/S. Marcus
নতুন নিয়ম
ইসরায়েলের তেল আভিভে নতুন কিছু নিয়ম জারি করে গত মাসে কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ ছবিতে একদল মানুষ নির্বাক ডিস্কোতে অংশ নিচ্ছে৷ এর মাঝ দিয়ে কুকুর নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি৷
ছবি: Reuters/A. Cohen
তাপমাত্রা পরিমাপ
ব্রাজিলের সাও পাওলোতে জনপ্রিয় একটি শপিং মলে ঢোকার আগে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ প্রত্যেকের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে৷ গত সপ্তাহে ব্রাজিলে কোয়ারান্টিনের পর প্রথম দোকান-পাট খুলেছে৷
ছবি: Reuters/A. Perobelli
জীবানুনাশকের ব্যবহার
জর্ডানের আম্মানে চলতি সপ্তাহে কড়াকড়ি তুলে নেয়ার পর রেস্তোরাঁ খুলেছে৷ তবে সব জায়গায় ছিটানো হচ্ছে জীবানুনাশক৷
ছবি: Reuters/M. Hamed
14 ছবি1 | 14
পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বলছে, কিওরভ্যাকের পরীক্ষার ফল ‘খুব ভালো' হলে ২০২১ সালের শুরুতে তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে৷ সেক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছে কিওরভ্যাক৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বব্যাপী ১১টি কোম্পানি এখন করোনার টিকা মানবদেহে পরীক্ষা করছে৷
গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিওরভ্যাক কোম্পানির টিকার একচ্ছত্র স্বত্ত্ব পাওয়ার চেষ্টাকরেছিলেন বলে খবর বেরিয়েছিল৷ অবশ্য মার্কিন প্রশাসন ও কিওরভ্যাক কোম্পানি সেই সময় এই খবর অস্বীকার করেছিল৷
জার্মানির গণমাধ্যম জানাচ্ছে, কিওরভ্যাক কোম্পানি আগামী মাসে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে৷
এই অবস্থায় বিদেশিদের হাতে কোম্পানির মালিকানা চলে যাওয়ার আশংকায় ৩০০ মিলিয়ন ইউরো দিয়ে কিওরভ্যাকের ২৩ শতাংশ অংশ কেনা হবে বলে জানিয়েছে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)
১৪ জুনের ছবিঘরটি দেখুন..
জার্মানিতে করোনার গুচ্ছ প্রাদুর্ভাব
জার্মানিতে সাধারণভাবে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা কমছে৷ কিন্তু প্রায়ই বিভিন্ন কমিউনিটিতে হুট করে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং ছড়িয়ে পড়ছে৷
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
সার্বিকভাবে কমেছে করোনা
গেল বৃহস্পতিবার পর্যন্ত রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেবে এ পর্যন্ত জার্মানিতে এক লাখ ৮৫ হাজারের কিছু বেশি কেস ধরা পড়েছে৷ এদের আট হাজার ৭৫৫ জন মারা গেছেন৷ প্রায় ছয় হাজার এখনো অসুস্থ৷ ১২২টি জেলায় আর কোন আক্রান্ত নেই
ছবি: imago images/Arnulf Hettrich
সংক্রমণ থেমে নেই
করোনার সংক্রমণের হার কমলেও থেমে যায়নি৷ গেল সপ্তাহে দেশটিতে গড়ে লাখে প্রায় তিনজন (২.৯ জন) আক্রান্ত হচ্ছেন৷ লাখে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাভেরিয়া (৩৬৪), বাডেন-ভ্যুটেমব্যের্গ (৩১৬), জারলান্ড (২৭৯) ও হামবুর্গ (২৭৮)৷
ছবি: picture-alliance/dpa/M. Murat
গুচ্ছভাবে ছড়াচ্ছে
নতুন আক্রান্তের সংখ্যা সম্প্রতি বেড়েছে এমন রাজ্যগুলোতে দেখা গেছে, তা কোনো ছোট কমিউনিটিকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে৷ কোথাও শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ক্যাম্প ও আবাস এলাকায়, কোথাও মাংস প্রক্রিয়াকরণ কারখানা কিংবা লজিস্টিক্স কোম্পানিতে, কোথাও মৌসুমী ফসল তোলার সময় কর্মীদের মাঝে এবং কোথাও ধর্মীয় উৎসব কিংবা পারিবারিক মিলনমেলায় ঘটনাগুলো ঘটছে৷
ছবি: Reuters/F. Bensch
গ্যোটিঙ্গেন নিয়ে আলোচনা
লোয়ার সাক্সনি রাজ্যোর শহর গ্যোটিঙ্গেনে সর্বশেষ গুচ্ছ ঘটনাটি ঘটেছে৷ নগরকর্তৃপক্ষ বলছে, ইদুনা হাউজিং কমপ্লেক্সের এক ঈদ পুনর্মিলনী জমায়েত থেকেই নতুন করে শুরু হয় সংক্রমণ৷ এতে স্কুল ও ডে কেয়ার সেন্টারগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়৷ বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ কর্তৃপক্ষ তা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Pförtner
ব্রেমারহাফেনের চার্চ থেকেও
রাজ্যের ব্রেমারহাফেন শহরের একটি চার্চের সভা থেকেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে৷ এছাড়া সেখানে একটি বড় পারিবারিক অনুষ্ঠানও হয়৷ এ থেকে শুধু ব্রেমারহাফেনই নয়, পার্শবর্তী কুক্সাভেন শহরেও সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ আরো কয়েকটি রাজ্যে নানা ধর্মের মানুষের সমাবেশ থেকে করোনা ছড়িয়েছে৷
ছবি: Gemeinde der Christuskirche Bremerhaven
আইশাখ-ফ্রিডব্যের্গে কী ঘটল?
বাভেরিয়া রাজ্যের আইশাখ-ফ্রিডব্যের্গ এলাকায় ফসল তোলার সময় কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে করোনা৷ বিষয়টি ধরা পড়লে ফসল তোলা বন্ধ করে দেয়া হয় সঙ্গে সঙ্গে৷ ট্রেসিং ও টেস্টিং শুরু হয়৷ কোয়ারান্টিনে রাখা হয়েছে অনেককে৷
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska
জনারব্যের্গের নার্সিং হোম
থুরিঙ্গিয়া রাজ্যের জনারব্যের্গ শহরে বয়স্কদের জন্য একটি নার্সিং হোমেও সম্প্রতি সার্স-কোভ-২ ছড়িয়ে পড়ে৷ নার্সিং হোমের বাসিন্দা ও কর্মচারীদের অনেকেই আক্রান্ত হয়ে পড়েন৷ পার্শ্ববর্তী শহর কোবুর্গেও এমন ঘটনার কথা শোনা যায়৷ ডায়লাইসিস চিকিৎসার সঙ্গে এই ছড়িয়ে পড়ার সংযোগ খুঁজে পাওয়া যায়৷
ছবি: Imago Images/photothek/I. Kjer
কারখানায়, কোম্পানিতে
কয়েকটি রাজ্যে মাংস প্রক্রিয়াকরণ কারখানা থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে৷ পরে কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়৷ এছাড়া নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও লোয়ার সাক্সনি রাজ্যের কয়েকটি বড় লজিস্টিক্স কোম্পানির কর্মীদের মাঝে নতুন করে করোনার সংক্রমণ দেখা গেছে৷