1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার দুনিয়ায় টাইগার কিং মাতামাতি

২ এপ্রিল ২০২০

সাত পর্বের ডকুসিরিজ ‘টাইগার কিং: হত্যা, বিশৃঙ্খলা ও পাগলামি’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২০ মার্চ৷ বিগ ক্যাট সংগ্রাহক ও প্রদর্শক দুই মার্কিনির দ্বন্দ্ব এর মূল কাহিনি৷

ছবি: picture-alliance/Netflix/Courtesy Everett Collection

এদের একজন জোসেফ ম্যালডোনাডো-প্যাসেজ, যিনি জো এক্সোটিক নামে বেশি পরিচিত৷ যুক্তরাষ্ট্রের ওকলাহামার ‘গ্রেটার ওয়েনউড এক্সোটিক অ্য়ানিমেল পার্ক'-এর মালিক তিনি৷ 

অন্যজন ক্যারল ব্যাসকিন৷  তিনি ফ্লরিডায় ‘বিগ ক্যাট রেসকিউ’ নামে একটি অভয়ারণ্য পরিচালনা করেন৷  কয়েক বছর ধরে তিনি জো এক্সোটিকের চিড়িয়াখানায় প্রাণিদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ আনছেন৷  প্রাণি সংরক্ষণকারীদের সঙ্গে নিয়ে তিনি ঐ চিড়িয়াখানা বন্ধেরও চেষ্টা করছেন৷

এতে ক্ষুব্ধ হয়ে জো এক্সোটিক একসময় উলটো ব্য়াসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ আনা শুরু করেন৷  যেমন ব্য়াসকিনের প্রতিষ্ঠানে কর্মীদের পর্যাপ্ত বেতন না দেয়া, প্রাণিদের রাখার খাঁচা যথেষ্ট বড় না হওয়া, একই সময়ে অনেক দর্শনার্থীকে অভয়ারণ্যে ঢুকতে দেয়া ইত্যাদি৷

এছাড়া ব্য়াসকিনের বিরুদ্ধে তাঁর সাবেক স্বামীকে সিংহের খাবারে পরিণত করার অভিযোগও আনেন জো এক্সোটিক৷  ব্যাসকিনের সাবেক স্বামী ১৯৯৭ সাল থেকে নিখোঁজ রয়েছেন৷

এমনকি ব্য়াসকিনকে হত্য়ার জন্য জো এক্সোটিক একজনকে নিয়োগ করেছিলেন বলে গত বছর এপ্রিলে আদালতে একটি অভিযোগ প্রমাণিত হয়৷  সে কারণে এখন ২২ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷  গত জানুয়ারি মাসে এই শাস্তির মেয়াদ ঘোষণা করা হয়৷ 

তবে জো এক্সোটিকের অভিযোগ, তাঁর বিরুদ্ধে পরিচালিত মামলায় মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা হয়েছে৷  এছাড়া তিনি সমকামী হওয়ায় তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷  তাই তিনি ১৭ মার্চ স্বরাষ্ট্র বিভাগ, একজন বিচারক ও অন্যদের বিরুদ্ধে ৯৪ মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণ মামলা করেছেন৷

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে তিনি ক্ষমা চাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন৷ বিশেষ করে নেটফ্লিক্সে ‘টাইগার কিং' মুক্তি পাওয়ার পর জো এক্সোটিকের প্রতি দর্শকদের সমর্থন এতটা বেড়েছে যে, এখন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাঁর মুক্তি চাইছেন৷

জো এক্সোটিক আর ব্যাসকিনের দ্বন্দ্ব ছাড়াও বিগ ক্যাট নিয়ে কাজ করা কয়েকজন পাগলাটে চরিত্রের সঙ্গে পরিচিত হচ্ছেন টাইগার কিং দর্শকরা৷  যেমন সাবেক কোকেন সম্রাট জেফ লো৷ মেয়েদের আকৃষ্ট করতে তিনি বিভিন্ন পার্টিতে বাচ্চা বাঘ নিয়ে উপস্থিত হন৷ 

আরও আছে রোডসাইড চিড়িয়াখানা ‘ওয়াইল্ড লাইফ ইন নিড' এর মালিক টিম স্টার্ক এবং হলিউড মুভির জন্য প্রাণিদের প্রশিক্ষণ দেয়া কেভিন অ্যান্টেল, যিনি ডক অ্যান্টেল নামে বেশি পরিচিত৷

টাইগার কিং সিরিজে যুক্তরাষ্ট্রের ‘রোডসাইড চিড়িয়াখানা’র বিস্তারিত উঠে এসেছে৷  মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের রাস্তার পাশে অবস্থিত গ্যাস স্টেশনসহ অন্যান্য বিষয়ের প্রতি আকৃষ্ট করতে এমন কয়েক হাজার অননুমোদিত চিড়িয়াখানা গড়ে উঠেছে৷  সেখানে প্রাণিরা কেমন থাকে, তাদের কেমন খাবার দেয়া হয়, এসব বিষয় উঠে এসেছে৷

করোনার এই সময়ে বেশিরভাগ মানুষ বাসায় থাকায় অনলাইনে অনেকটা সময় কাটাচ্ছেন৷ ফলে হত্যা রহস্য, বাঘ, বিগ ক্যাট, পার্টি, প্রাণি সংরক্ষণ, প্রশিক্ষণ- এমন নানান গল্পে ভরপুর সিরিজে ডুবে যাচ্ছেন তারা৷

জেডএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ