সাত পর্বের ডকুসিরিজ ‘টাইগার কিং: হত্যা, বিশৃঙ্খলা ও পাগলামি’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২০ মার্চ৷ বিগ ক্যাট সংগ্রাহক ও প্রদর্শক দুই মার্কিনির দ্বন্দ্ব এর মূল কাহিনি৷
বিজ্ঞাপন
এদের একজন জোসেফ ম্যালডোনাডো-প্যাসেজ, যিনি জো এক্সোটিক নামে বেশি পরিচিত৷ যুক্তরাষ্ট্রের ওকলাহামার ‘গ্রেটার ওয়েনউড এক্সোটিক অ্য়ানিমেল পার্ক'-এর মালিক তিনি৷
অন্যজন ক্যারল ব্যাসকিন৷ তিনি ফ্লরিডায় ‘বিগ ক্যাট রেসকিউ’ নামে একটি অভয়ারণ্য পরিচালনা করেন৷ কয়েক বছর ধরে তিনি জো এক্সোটিকের চিড়িয়াখানায় প্রাণিদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ আনছেন৷ প্রাণি সংরক্ষণকারীদের সঙ্গে নিয়ে তিনি ঐ চিড়িয়াখানা বন্ধেরও চেষ্টা করছেন৷
এতে ক্ষুব্ধ হয়ে জো এক্সোটিক একসময় উলটো ব্য়াসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ আনা শুরু করেন৷ যেমন ব্য়াসকিনের প্রতিষ্ঠানে কর্মীদের পর্যাপ্ত বেতন না দেয়া, প্রাণিদের রাখার খাঁচা যথেষ্ট বড় না হওয়া, একই সময়ে অনেক দর্শনার্থীকে অভয়ারণ্যে ঢুকতে দেয়া ইত্যাদি৷
এছাড়া ব্য়াসকিনের বিরুদ্ধে তাঁর সাবেক স্বামীকে সিংহের খাবারে পরিণত করার অভিযোগও আনেন জো এক্সোটিক৷ ব্যাসকিনের সাবেক স্বামী ১৯৯৭ সাল থেকে নিখোঁজ রয়েছেন৷
করোনায় যাদের পৌষমাস
বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের ধাক্কা লেগেছে৷ তবে সবার জন্য করোনা সর্বনাশ হয়ে আসেনি৷
ছবি: Reuters/A. Jalal
নেটফ্লিক্স
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লোকজনকে ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে৷ এই সময় নেটফ্লিক্সের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা মানুষের সঙ্গী হয়ে উঠছে৷ ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে নেটফ্লিক্সের শক্তিশালী অবস্থান দেখা গেছে৷
ছবি: picture-alliance/AA/M.E. Yildirim
ঘরে বসে শরীরচর্চা
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকার সময়টা শরীরচর্চা করেও কাটাচ্ছেন অনেকে৷ ফলে শরীরচর্চা যন্ত্রপাতির বিক্রি যেমন বেড়েছে, তেমনি অনলাইনে বেড়েছে দর্শক৷ ফলে এ ব্যবসায় জড়িতদের এখন বেশ রমরমা অবস্থা৷
ছবি: picture-alliance/AP Photo/M. Lennihan
করোনা ভাইরাসে কোটিপতি
যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজিক্যাল কোম্পানি ‘মর্ডানা’ করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে৷ তাদের টিকা পরীক্ষাগারে মানবদেহে পরীক্ষা করা হবে৷ এ খবর কোম্পানিটির শেয়ারের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে৷
ঘরে থাকুন, সঙ্গে থাকুন
অনলাইনে টেলিকনফারেন্সের অ্যাপ ‘জুম ভিডিও’র শেয়ারের দাম ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ বেড়েছে৷ করোনা ভাইরাস আতঙ্কে ভ্রমণ কমিয়ে মানুষ এভাবেই এখন যোগাযোগ রক্ষা করছে৷
ছবি: zoom.us
দোকানে খালি তাক
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর শুধু মাস্ক বা জীবাণুনাশক পণ্য কিনতেই হুড়াহুড়ি নয় বরং ইউরোপ, বিশেষ করে জার্মানিতে লোকজন খাবার মজুদ করতে শুরু করেছেন৷ ফলে সুপার মার্কেটগুলোর বিক্রি হু হু করে বেড়ে গেছে৷
ছবি: picture-alliance/Photoshot/Sintesi/M. Biatta
নিরাপত্তা পণ্য
মাস্ক, জীবাণুনাশক, স্যানেটারি ওয়াইপসের মতো পণ্যের চাহিদা এতটা বেড়ে গেছে যে কয়েক গুণ বেশি দামে বিক্রি হওয়ার পরও সব দেশে এসব পণ্যের সংকট দেখা দিয়েছে৷ এসব পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত কোম্পানির ব্যবসা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে৷
ছবি: picture-alliance/NurPhoto/Yichuan Cao
6 ছবি1 | 6
এমনকি ব্য়াসকিনকে হত্য়ার জন্য জো এক্সোটিক একজনকে নিয়োগ করেছিলেন বলে গত বছর এপ্রিলে আদালতে একটি অভিযোগ প্রমাণিত হয়৷ সে কারণে এখন ২২ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷ গত জানুয়ারি মাসে এই শাস্তির মেয়াদ ঘোষণা করা হয়৷
তবে জো এক্সোটিকের অভিযোগ, তাঁর বিরুদ্ধে পরিচালিত মামলায় মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা হয়েছে৷ এছাড়া তিনি সমকামী হওয়ায় তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷ তাই তিনি ১৭ মার্চ স্বরাষ্ট্র বিভাগ, একজন বিচারক ও অন্যদের বিরুদ্ধে ৯৪ মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণ মামলা করেছেন৷
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে তিনি ক্ষমা চাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন৷ বিশেষ করে নেটফ্লিক্সে ‘টাইগার কিং' মুক্তি পাওয়ার পর জো এক্সোটিকের প্রতি দর্শকদের সমর্থন এতটা বেড়েছে যে, এখন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাঁর মুক্তি চাইছেন৷
জো এক্সোটিক আর ব্যাসকিনের দ্বন্দ্ব ছাড়াও বিগ ক্যাট নিয়ে কাজ করা কয়েকজন পাগলাটে চরিত্রের সঙ্গে পরিচিত হচ্ছেন টাইগার কিং দর্শকরা৷ যেমন সাবেক কোকেন সম্রাট জেফ লো৷ মেয়েদের আকৃষ্ট করতে তিনি বিভিন্ন পার্টিতে বাচ্চা বাঘ নিয়ে উপস্থিত হন৷
আরও আছে রোডসাইড চিড়িয়াখানা ‘ওয়াইল্ড লাইফ ইন নিড' এর মালিক টিম স্টার্ক এবং হলিউড মুভির জন্য প্রাণিদের প্রশিক্ষণ দেয়া কেভিন অ্যান্টেল, যিনি ডক অ্যান্টেল নামে বেশি পরিচিত৷
টাইগার কিং সিরিজে যুক্তরাষ্ট্রের ‘রোডসাইড চিড়িয়াখানা’র বিস্তারিত উঠে এসেছে৷ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের রাস্তার পাশে অবস্থিত গ্যাস স্টেশনসহ অন্যান্য বিষয়ের প্রতি আকৃষ্ট করতে এমন কয়েক হাজার অননুমোদিত চিড়িয়াখানা গড়ে উঠেছে৷ সেখানে প্রাণিরা কেমন থাকে, তাদের কেমন খাবার দেয়া হয়, এসব বিষয় উঠে এসেছে৷
করোনার এই সময়ে বেশিরভাগ মানুষ বাসায় থাকায় অনলাইনে অনেকটা সময় কাটাচ্ছেন৷ ফলে হত্যা রহস্য, বাঘ, বিগ ক্যাট, পার্টি, প্রাণি সংরক্ষণ, প্রশিক্ষণ- এমন নানান গল্পে ভরপুর সিরিজে ডুবে যাচ্ছেন তারা৷
জেডএইচ/কেএম
ইউরোপের বসন্ত উৎসবে করোনার হানা
দীর্ঘ শীতের পর বসন্ত নিয়ে আসে গ্রীষ্মের বার্তা৷ তাই এপ্রিল থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ মাতে উৎসব আয়োজনে৷ কিন্তু করোনা সংক্রমণের থাবা এবার গ্রাস করেছে প্রায় সব উৎসব৷ এবারের বসন্ত গেলো বৃথা৷
ছবি: DW/V.Kropman
কয়কেনহফের টিউলিপ উৎসব
ইউরোপের বাগান নামে পরিচিত নেদারল্যান্ডসের কয়কেনহফ৷ শহরটির টিউলিপ পার্কে প্রতি বছর নানা প্রজাতির অন্তত ৭০ লাখ টিউলিপ চাষ করা হয়৷ লাখ লাখ পর্যটক কেবল এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসেন এই ছোট্ট শহরে৷ দিনের শেষে রঙিন আয়োজনে প্যারেডও এর অন্যতম আকর্ষণ৷ তবে এবার টিউলিপ ফুটবে ঠিকই, দেখার জন্য আসবে না কেউ৷
ছবি: DW/A. Agrawal
আরএইচএস চেলসি ফ্লাওয়ার শো
এপ্রিল থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত লন্ডনের বিভিন্ন স্থানে চলে এই ফুলের মেলা৷ বাগান সাজানোর উদ্ভাবনী শিল্প, নানা রঙের ফুলের বাহার এবং অদ্ভুত সব বিরল উদ্ভিদ শোভা পায় এইসব প্রদর্শনীতে৷ তবে এ বছর করোনার প্রাদুর্ভাবে বাতিল করা হয়েছে প্রায় সব আয়োজন৷
ছবি: picture alliance/empics/M. Crossick
কিংস ডে
২৭ এপ্রিল নেদারল্যান্ডসের রাজার জন্মদিন৷ আর এই দিনটিকে কমলা পোশাকে সেজে নেচে-গেয়ে উদযাপন করে ডাচরা৷ কিন্তু এ বছর এই উদযাপন হচ্ছে না৷ করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের বড় সমাগম নিষিদ্ধ করা হয়েছে৷ ফলে এবার নেদারল্যান্ডসের রাস্তাঘাটে কোনো দোকানপাট বা সঙ্গীত আয়োজন হবে না, খালগুলোতেও ভাসবে না রঙিন নৌকা৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/F. van Beek
প্রাগ বসন্ত উৎসব
ক্লাসিক্যাল মিউজিক ও অপেরা ভক্তদের জন্য অন্যতম এক আকর্ষণ প্রাগ স্প্রিং ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল৷ বিশ্বের সব নামীদামি মিউজিশিয়ান ও অর্কেস্ট্রা এই আয়োজনে প্রতি বছর যোগ দেয়৷ এ বছর ৭ মে থেকে শুরু করে ৪ জুন পর্যন্ত চলার কথা ছিল আয়োজনটি৷ কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে চেক প্রজাতন্ত্রে চলছে জরুরি অবস্থা৷ বাতিল করা হয়েছে সব বড় আয়োজন৷ ফলে এই উৎসবও পড়েছে হুমকির মুখে৷
ছবি: picture alliance/dpa/CTK Photo/M. Dolezal
ইস্টার আয়োজন
খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য ইস্টার অন্যতম বড় ধর্মীয় উৎসব৷ কিন্তু ১২ এপ্রিল ইস্টার সানডেতে এবার বেশিরভাগ দেশই করতে পারছে না বড় কোনো আয়োজন৷ করোনা ভাইরাসের কারণে ইউরোপ-অ্যামেরিকার প্রায় প্রতিটি দেশই রয়েছে লকডাউনে৷ ফলে একেবারেই ঘরোয়া অনুষ্ঠানেই সীমিত থাকছে এবারের আয়োজন৷ এমনকি এবারই প্রথম ভ্যাটিকান সিটিতে জনসমাগম ছাড়াই প্রার্থনা করবেন পোপ৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/A. Medichini
ভাইকিং উৎসব
প্রতি বছর মে মাস থেকে নরওয়ের রাজধানী অসলোতে শুরু হয় মধ্যযুগের উৎসব, ভাইকিং ফেস্টিভ্যাল৷ নিজেদের ঐতিহ্য আর পূর্বপুরুষদের প্রতি সম্মান জানিয়ে অনেকেই সাজেন ভাইকিং যোদ্ধাদের সাজে৷ তবে অন্য সব ইউরোপীয় দেশের মতো নরওয়েতেও সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের৷ স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে, সব ধরনের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে৷ ফলে এ উৎসবের আয়োজনও পড়েছে হুমকির মুখে৷