করোনা ভাইরাসের আবার রূপবদল। নতুন প্রজাতির ভাইরাস নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। প্রশ্ন, ভ্যাকসিন কতটা থামাতে পারবে এই ভাইরাসকে?
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে নতুন প্রজাতির করোনা ভাইরাস। নতুন প্রজাতির ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা চিন্তিত। যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, এই নতুন প্রজাতির ভাইরাসকে বলা হচ্ছে বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের থেকে একেবারেই আলাদা। তাদের দাবি, আজ পর্যন্ত যত প্রজাতির করোনা ভাইরাস এসেছে, এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতি। এই ভাইরাস কতটা ভয়ংকর, ভ্যাকসিন তাতে কাজ করবে কি না, কতটা দ্রুত তা ছড়ায় সবই গবেষকরা পরীক্ষা করে দেখছেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই প্রজাতি আরো দ্রুত ছড়ায়। আর এখন যে ভ্যাকসিন চালু আছে, তা এর উপর খুব বেশি কার্যকর হবে না।
যুক্তরাজ্য ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে, বতসোয়ানা সহ মোট ছয়টি দেশে যাতায়াতের উপর কড়াকড়ি চালু করে দিয়েছে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈঠকে বসছে। সেখানে এই ভাইরাস নিয়ে আলোচনা হবে এবং তার একটা নামও দেয়া হবে।
চীনে একশ কোটি মানুষকে দুই ডোজ ভ্যাকসিন
করোনা শুরু হয়েছিল চীনে। তারপর তা সারা বিশ্বে ছড়ায়। চীন দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। চীনে ৭১ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেলেন।
ছবি: Ji Chunpeng/Xinhua News Agency/picture-alliance
একশ কোটিকে ভ্যাকসিন
একশ কোটি মানুষকে ভ্যাকসিনের দুইটি ডোজ দিল চীন। চীনা কর্মকর্তারা জানিয়েছেন, ১৪০ কোটির দেশে ৭১ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়ার কাজ শেষ। উপরের ছবিতে ভ্যাকসিন নেয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছেন চীনারা।
ছবি: STR/AFP
উহান থেকে
করোনা শুরু হয়েছিল চীনের উহান থেকে। তারপর তা চীনের অন্যত্র ছড়িয়েছিল। পরে তা সারা বিশ্বে ছড়িয়েছে। তবে অন্য দেশের তুলনায় চীন করোনা নিয়ন্ত্রণের কাজও দ্রুত করেছে। ছবিতে করোনাকালের উহান।
ছবি: Ng Han Guan/AP/dpa/picture alliance
পিছিয়ে আফ্রিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা বিষয়ক ডিরেক্টর জানিয়েছেন, আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র তিন দশমিক ছয় শতাংশকে টিকার দুইটি ডোজ দেয়া হয়েছে। ধনী দেশগুলি প্রচুর ভ্যাকসিন নিজেদের কাছে রেখে দিয়েছে বলে গরিব দেশগুলি পাচ্ছে না বলে ডিরেক্টর জানিয়েছেন।
ছবি: Jerome Delay/AP/picture alliance
ভারতের অবস্থা
ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।
যুক্তরাজ্যে চার কোটি ৮০ লাখ মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন। ১৬ বছর বা তার বেশি বয়সিদের প্রতি ১০ জনের মধ্যে নয়জন ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছে বলে বিবিসি জানিয়েছে। সবমিলিয়ে ৭১ শতাংশ মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন। তবে যুক্তরাজ্যে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভও হচ্ছে। লন্ডনে এরকম একটি বিক্ষোভের ছবি।
ছবি: Chris J. Ratcliffe/Getty Images
এগিয়ে আমিরাত
ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বিশ্বের দেশগুলির মধ্যে এক নম্বরে আমিরাত। সেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। প্রায় দশ শতাংশের বেশি মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন।
ছবি: Kamran Jebreili/AP Photo/picture alliance
অ্যামেরিকায় টিকা
অ্যামেরিকায় ৫৩ শতাংশের বেশি মানুষ টিকার দুইটি ডোজ নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৬৩ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।
ছবি: Paul Hennessy/Zumapress/picture alliance
7 ছবি1 | 7
ভারতে সতর্কতা
নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে আরো কড়াকড়ি করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশ থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে। সোমবারই এই সব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা এবং তাদের উপর নজর রাখার কথা সেই নির্দেশিকায় বলা হয়েছে।