মুম্বইয়ে এক নারীর শরীরে করোনার নতুন প্রজাতির সন্ধান মিলেছে বলে মনে করা হচ্ছে। এখনো নমুনা পরীক্ষা চলছে।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই ফিরেছেন এক ৩০ বছরের নারী। দিনকয়েক আগে তিনি মুম্বই বিমানবন্দরে নেমেছেন। তার শরীরে করোনার নতুন প্রজাতি এক্স ই মিলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এখনো সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়নি। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
দিনকয়েক আগেই মুম্বইয়ে নেমেছেন ওই নারী। বিমানবন্দরে নিয়মমতো তার করোনা পরীক্ষা হয়। সেখানে নেগেটিভ ফলাফল আসে। কিন্তু কয়েকদিন পর অসুস্থ লাগায় ফের তিনি করোনা পরীক্ষা করেন। ফলাফল পসিটিভ আসে। এরপরেই তার শরীর থেকে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়। ওই নারীর করোনার দুইটি টিকাই নেওয়া আছে।
কোভিডের তোড়ে আবারও লকডাউনে সাংহাই
করোনার উল্লম্ফনে কড়াকড়ি চলছে চীনের বিভিন্ন শহরে৷ আবারও লকডাউনের আওতায় আনা হয়েছে গোটা সাংহাইকে৷ দেখুন থমকে যাওয়া শহরের চিত্র৷
ছবি: ALY SONG/REUTERS
দুই ধাপের লকডাউন
দুই ধাপের লকডাউনের শেষ পর্যায়ে প্রবেশ করেছে চীনের সাংহাই৷ চলছে ব্যাপক হারে পরীক্ষা আর কড়াকড়ি৷
ছবি: ALY SONG/REUTERS
পরীক্ষার তোড়জোড়
আবাসিক এলাকাগুলোতে বাসিন্দাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে৷ একটি এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়েছে৷
ছবি: ALY SONG/REUTERS
সনদে কেনাকাটা
কেনাকাটার জন্য নাগরিকদের দেখাতে হচ্ছে টিকার সনদ৷ এক মোটরসাইকেল আরোহীকে মোবাইলে টিকার কিউআর কোড দেখিয়ে খাবার নিতে দেখা যাচ্ছে৷
ছবি: ALY SONG/REUTERS
জীবাণুনাশক
শুধু করোনা পরীক্ষা আর টিকা নয়, করোনামুক্ত করতে ছিটানো হচ্ছে জীবাণুনাশকও৷ ছবিতে একটি ভবনের সামনের রাস্তায় এক কর্মীকে জীবাণুনাশক ছিটাতে দেখা যাচ্ছে৷
ছবি: Aly Song/REUTERS
বন্ধ পথ
বিভিন্ন এলাকায় চলাচলে দেয়া হচ্ছে নিষেধাজ্ঞা৷ তা নিশ্চিত করতেই তোলা হয়েছে এমন সাময়িক দেয়াল৷
ছবি: ALY SONG/REUTERS
খাদ্য মজুত
দ্বিতীয় ধাপের লকডাউনের আগেই বিভিন্ন এলাকায় খাবারের ব্যবস্থা করতে দেখা যায়৷ একটি আবাসিক কমপাউন্ডের সামনে বাসিন্দাদের জন্য রাখা হয়েছে সবজিভর্তি ব্যাগ৷
ছবি: ALY SONG/REUTERS
ফাঁকা রাস্তা
লকডাউনে শুনসান হয়ে পড়েছে ব্যস্ত সাংহাই৷ উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ফাঁকা সড়ক৷
ছবি: ALY SONG/REUTERS
নজরদারিতে ড্রোন
নাগরিকরা লকডাউন মানছেন কীনা তা দেখতে তৎপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী৷ শুধু টহল নয় এ কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন৷ পিপিই পরিহিত দুই পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে ড্রোন উড়ানোর আগ মুহূর্তে৷
ছবি: ALY SONG/REUTERS
বিপাকে শিশুরা
লকডাউনে বন্দিজীবন কাটাতে হচ্ছে শিশুদের৷ বাড়ির সামনে তাদের নিয়ে বের হয়েছেন এক অভিভাবক৷ তবে তাদের মুখেও আছে মাস্ক৷
ছবি: ALY SONG/REUTERS
জরুরি কর্মীদের ব্যস্ততা
কাজে যোগ দিতে জরুরি কর্মীদের নিউক্লিক এসিড টেস্টিং করতে হচ্ছে৷ এজন্য বিভিন্ন স্থানে খোলা হয়েছে অস্থায়ী পরীক্ষাকেন্দ্র৷
ছবি: ALY SONG/REUTERS
10 ছবি1 | 10
বুধবার বিকেলে মুম্বইয়ের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, ওই নারীর শরীরে করোনার নতুন প্রজাতি এক্স ই পাওয়া গেছে। বৃহন্মুম্বই পুরসভাও একই কথা ঘোষণা করে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর কিছুক্ষণের মধ্যেই জানায়, জিনোম টেস্ট চলছে। তা শেষ না হলে ওই নারীর দেহে সত্যিই এক্স ই প্রজাতি আছে কি না, তা স্পষ্ট করে বলা যাবে না।
এক্স ই কী
যুক্তারাজ্যে প্রথম এক্স ই প্রজাতির করোনা ভাইরাস মেলে। ওমিক্রনের চেয়েও ১০ শতাংশ দ্রুত ছড়ায় এই প্রজাতির করোনা। যুক্তরাজ্যে এখনো পর্যন্ত ৬৩৭ জনের দেহে নতুন প্রজাতির ভাইরাসটি পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসের এই এক্স ই রূপটি ওমিক্রনের বিএ দশমিক দুই উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। ডাব্লিউএইচও-র ধারণা, ওমিক্রন রূপের বিএ দশমিক এক এবং বিএ দশমিক দুই উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এক্স ই রূপটির উৎপত্তি হয়েছে। তবে এই প্রজাতির মারণ ক্ষমতা কম বলেই মনে করা হচ্ছে।