1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার নিয়ম ভাঙায় প্রধানমন্ত্রীর জরিমানা

৯ এপ্রিল ২০২১

জন্মদিন পালন করতে গিয়ে করোনার নিয়ম ভাঙায় নরওয়ের প্রধানমন্ত্রী অ্যারনা সোলব্যার্গকে শুক্রবার ২০ হাজার ক্রোনা (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে পুলিশ৷

নরওয়ের প্রধানমন্ত্রী অ্যারনা সোলব্যার্গছবি: Getty Images/AFP/T. Charlier

করোনা নিয়ন্ত্রণে চালু হওয়া নিয়মনীতির প্রতি যেন মানুষের আস্থা থাকে, তা নিশ্চিত করতে এই জরিমানা করা হয়৷

ফেব্রুয়ারির শেষ দিকে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হওয়ার কথা নয়৷

নিয়ম ভাঙার জন্য গত মাসে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷

এমন অপরাধে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ জরিমানা না করলেও এক্ষেত্রে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ হওয়ায় তা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওলে সেভারুড৷ তিনি বলেন, ‘‘সোলব্যার্গ দেশের নেতা এবং করোনার প্রসার ঠেকাতে কড়াকড়ি আরোপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷''

পুলিশ প্রধান বলেন, ‘‘করোনা নিয়ন্ত্রণে চালু নিয়মনীতির প্রতি মানুষের বিশ্বাস নিশ্চিত করতে (প্রধানমন্ত্রীকে) জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷''

পুলিশ বলছে, প্রধানমন্ত্রী ও তার স্বামী সিন্ড্রে ফিনস দুজনে মিলে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আয়োজনের কাজটি ফিনস করলেও তাকে জরিমানা করা হয়নি৷ যে রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে সেটিরও জরিমানা হয়নি৷  

আগামী সেপ্টেম্বরে নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ এতে অংশ নেবেন সোলব্যার্গ৷

সোলব্যার্গের নেয়া পদক্ষেপের কারণে নরওয়েতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম৷ তবে চলতি বছরের প্রথম কোয়ার্টারে সংক্রমণ বাড়তে থাকায় মার্চের শেষে আরো বেশি কড়াকড়ির সিদ্ধান্ত নেয়া হয়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ