1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার নিয়ম ভাঙায় প্রধানমন্ত্রীর জরিমানা

৯ এপ্রিল ২০২১

জন্মদিন পালন করতে গিয়ে করোনার নিয়ম ভাঙায় নরওয়ের প্রধানমন্ত্রী অ্যারনা সোলব্যার্গকে শুক্রবার ২০ হাজার ক্রোনা (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে পুলিশ৷

নরওয়ের প্রধানমন্ত্রী অ্যারনা সোলব্যার্গছবি: Getty Images/AFP/T. Charlier

করোনা নিয়ন্ত্রণে চালু হওয়া নিয়মনীতির প্রতি যেন মানুষের আস্থা থাকে, তা নিশ্চিত করতে এই জরিমানা করা হয়৷

ফেব্রুয়ারির শেষ দিকে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হওয়ার কথা নয়৷

নিয়ম ভাঙার জন্য গত মাসে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷

এমন অপরাধে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ জরিমানা না করলেও এক্ষেত্রে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ হওয়ায় তা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওলে সেভারুড৷ তিনি বলেন, ‘‘সোলব্যার্গ দেশের নেতা এবং করোনার প্রসার ঠেকাতে কড়াকড়ি আরোপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷''

পুলিশ প্রধান বলেন, ‘‘করোনা নিয়ন্ত্রণে চালু নিয়মনীতির প্রতি মানুষের বিশ্বাস নিশ্চিত করতে (প্রধানমন্ত্রীকে) জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷''

পুলিশ বলছে, প্রধানমন্ত্রী ও তার স্বামী সিন্ড্রে ফিনস দুজনে মিলে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আয়োজনের কাজটি ফিনস করলেও তাকে জরিমানা করা হয়নি৷ যে রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে সেটিরও জরিমানা হয়নি৷  

আগামী সেপ্টেম্বরে নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ এতে অংশ নেবেন সোলব্যার্গ৷

সোলব্যার্গের নেয়া পদক্ষেপের কারণে নরওয়েতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম৷ তবে চলতি বছরের প্রথম কোয়ার্টারে সংক্রমণ বাড়তে থাকায় মার্চের শেষে আরো বেশি কড়াকড়ির সিদ্ধান্ত নেয়া হয়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ