করোনার এই ভয়াবহ প্রকোপের সময়েও পশ্চিমবঙ্গের ভোটে সহিংসতা অব্যাহত। জেলাগুলিতে ভোটের হার বেশ ভালো।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের সপ্তম দফার ভোটেও বিক্ষিপ্ত সংঘর্ষ। সহিংসতাও। প্রার্থীদের ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। সবমিলিয়ে ভোটে পশ্চিমবঙ্গের চেনা ছবিটা বদলায়নি। করোনার এই ভয়ংকর সময়েও নয়।
সপ্তম পর্বে জগদ্দলে দুষ্কৃতীদের বোমায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নানুরে একটি পরিত্যক্ত শৌচালয়ের ভিতর বোমা বিস্ফোরণ হয়েছে। আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুতিতে নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে রানিনগরে সকাল থেকেই গোলমাল চলছে। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে। বিজেপি প্রার্থী গাড়ি আক্রমণের অভিযোগ করেছিলেন। কিন্তু কমিশন তা খারিজ করে দিয়েছে।
আসানসোলেও গোলমাল হয়েছে। তৃণমূল প্রার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। বিজেপি নেতা ও প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ধরে 'বিশ্বাসঘাতক' বলে আওয়াজ তোলে তৃণমূল কর্মীরা। আবার কলকাতার মাঝেরহাটে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে বিজেপি কর্মীরা 'জয় শ্রীরাম' ধ্বনি দেন।
পশ্চিমবঙ্গে কীভাবে লড়ছেন মমতা
আগামী ২৭ মার্চ থেকে আট পর্বের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। কেমনভাবে লড়ছেন গত দশ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: Prabhakarmani Tewari/DW
মমতাই প্রথম
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ২৯১টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। পাহাড়ের তিনটি আসন ছেড়ে দিয়েছেন শরিক গোর্খা জনমুক্তি মোর্চাকে। বিজেপি ও বাম জোট প্রথম দুই দফার প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এক্ষেত্রে তিনি বাকিদের থেকে এগিয়ে রইলেন।
ছবি: Getty Images/AFP/D. Sarkar
বাদ ৬৪ জন বিধায়ক
এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন মমতা। গতবারের ৬৪ জন বিধায়ককে এবার আর প্রার্থী করেননি তৃণমূল-সুপ্রিমো। তাদের কেউ বিজেপি-তে গেছেন। অন্যরা জনপ্রিয়তা হারিয়েছেন। সবমিলিয়ে গতবারের তুলনায় শতাধিক প্রার্থী বদল করেছেন মমতা। নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকলে তাকে আর প্রার্থী করা হয়নি। ৮০ বছরের বেশি বয়সীরা বাদ পড়েছেন। তাই অর্থমন্ত্রী অমিত মিত্র ভোটে লড়ছেন না। উপরের ছবিটি বাজেট পেশ করার সময় অমিত মিত্রর।
ছবি: DW/S. Bandopadhyay
নতুন কেন্দ্রে মমতা
মুখ্যমন্ত্রী নিজে লড়ছেন নতুন কেন্দ্র নন্দীগ্রামে। তার আগের কেন্দ্র ভবানীপুরে নয়। বিজেপি-তে যোগ দেয়া তার একদা লেফটন্যান্ট শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ ভোঁতা করে দিতে তিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ১০ মার্চ তিনি মনোনয়নপত্র পেশ করবেন। নন্দীগ্রামে ইতিমধ্যে বড়সড় জনসভা করেছেন মমতা।
ছবি: DW
কম মুসলিম প্রার্থী
গতবারের তুলনায় এবার তৃণমূলে মুসলিম প্রার্থীদের সংখ্যা কম। তৃণমূল এবার ৪৭ জন মুসলিম প্রার্থী দিয়েছে। গতবার দিয়েছিল ৫৭ জন। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, হিন্দুরা ক্ষুব্ধ বুঝে মুসলিম প্রার্থী কমিয়েছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোট আছে।
ছবি: Getty Images/AFP/D. Sarkar
প্রচার মমতাময়
তৃণমূলের প্রচার মমতাময়। মুখ্যমন্ত্রী সবকটি কেন্দ্রে প্রচারে যাবেন। জনসভা করবেন। পদযাত্রাও। ইতিমধ্যে কলকাতা ও শিলিগুড়িতে পদযাত্রা করে ফলেছেন। তাই নন্দীগ্রামে তিনি বেশি সময় দিতে পারবেন না, তা আগেই জানিয়ে এসেছেন। সেখানে তার ভোটের দায়িত্বে পূর্ণেন্দু বসু।
ছবি: DW/Sirsho Bandopadhyay
আক্রমণাত্মক প্রচার
বিজেপি-র প্রধান দুই নেতা নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে অভিযোগ করবেন, তার জবাব দেয়ার কৌশল নিয়েছেন মমতা ও তার ভোট-কৌশলী প্রশান্ত কিশোর। বিজেপি এবার প্রচারে অভিষেককে টার্গেট করেছে। মমতা তার জবাব দিয়েছেন। পাল্টা টেনে এনেছেন অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ। প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন।
ছবি: DW/S. Bandopadhyay
প্রচারের ভাষা
আক্রমণ করতে গিয়ে অনেক সময়ই ভাষার উপর নিয়ন্ত্রণ থাকছে না তৃণমূল নেতাদের। মোদী-শাহকে হোঁদলকুতকুত ও কিম্ভূতকিমাকার বলেছেন তৃণমূল নেত্রী। এই ধরনের ভাষা ব্যবহার করা নিয়ে আপত্তিও উঠেছে।
ছবি: Getty Images/AFP/D. Sarkar
আমল দিচ্ছে না তৃণমূল
অনেকে প্রার্থী হতে পারেননি। অনেকে বাদ পড়েছেন। তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ তুঙ্গে। আরাবুল ইসলাম, সোনালি গুহরা প্রকাশ্যেই মুখ খুলেছেন। তবে এই ক্ষোভ আমল দিতে চাইছেন না মমতা। তিনি এখন নেমে পড়েছেন ভোটের ময়দানে। শুধু একটা প্রতিশ্রুতি দিয়েছেন, আবার জিতলে তিনি বিধান পরিষদ বানাবেন। বেশ কিছু নেতাকে বিধান পরিষদের সদস্য করা হবে।
ছবি: Getty Images/D. Sarkar
পিকে-র কৌশল
তৃণমূলের ভোট কৌশল তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রশান্ত কিশোর বা পিকে-র। তিনি একদিকে সামাজিক মাধ্যমে তৃণমূলকে খুবই সক্রিয় করেছেন। অন্যদিকে কীভাবে বিজেপি-র প্রচারের জবাব দিতে হবে, তার পরামর্শ দিচ্ছেন। প্রার্থীদের বিষয়ে একের পর এক সমীক্ষা করেছেন। দুর্নীতি ও অন্য অভিযোগ নিয়ে মানুষের ক্ষোভ কমানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন।
ছবি: Hindustan Times/Imago Images
কঠিন লড়াই
এবার কঠিন লড়াইয়ের মুখে মমতা। তাকে চ্যালেঞ্জ জানাতে সর্বশক্তি নিয়োগ করেছে বিজেপি। ফলে পশ্চিমবঙ্গের এবারের ভোট খুবই চিত্তাকর্ষক হবে। মমতার সামনেও লড়াই রীতিমতো কঠিন।
ছবি: DW/S. Bandopadhyay
10 ছবি1 | 10
কলকাতায় একটি কেন্দ্রে বিজেপি এজেন্টের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তাকে পুলিশ আটক করেছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাসবিহারীতে প্রার্থীকে বুথে ঢুকতে না দেয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হবিবপুরে তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়েছে। বন্দর এলাকায় ভোটার স্লিপ ছেঁড়া নিয়ে গোলমাল হয়েছে। নানুরে প্রবল বোমাবাজি হয়েছে।
তবে এর মধ্যেই সপ্তম দফাতে ভালোই ভোট পড়েছে। পাঁচ জেলায় এদিন ভোট হচ্ছে। দুপুর বারোটা পর্যন্ত গড়ে প্রায় ৩৮ শতাংশ ভোট পড়ছে। এর মধ্যে কলকাতায় ভোটের হার সব চেয়ে কম। বেশি মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুরে।