1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার বাড়বাড়ন্তেও পশ্চিমবঙ্গে ভোটে সহিংসতা

২৬ এপ্রিল ২০২১

করোনার এই ভয়াবহ প্রকোপের সময়েও পশ্চিমবঙ্গের ভোটে সহিংসতা অব্যাহত। জেলাগুলিতে ভোটের হার বেশ ভালো।

পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটেও সহিংসতা হলো। ছবি: Payel Samanta/DW

পশ্চিমবঙ্গের সপ্তম দফার ভোটেও  বিক্ষিপ্ত সংঘর্ষ। সহিংসতাও। প্রার্থীদের ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। সবমিলিয়ে ভোটে পশ্চিমবঙ্গের চেনা ছবিটা বদলায়নি। করোনার এই ভয়ংকর সময়েও নয়।

সপ্তম পর্বে জগদ্দলে দুষ্কৃতীদের বোমায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নানুরে একটি পরিত্যক্ত শৌচালয়ের ভিতর বোমা বিস্ফোরণ হয়েছে। আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুতিতে নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে রানিনগরে সকাল থেকেই গোলমাল চলছে। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে। বিজেপি প্রার্থী গাড়ি আক্রমণের অভিযোগ করেছিলেন। কিন্তু কমিশন তা খারিজ করে দিয়েছে।

আসানসোলেও গোলমাল হয়েছে। তৃণমূল প্রার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। বিজেপি নেতা ও প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ধরে 'বিশ্বাসঘাতক' বলে আওয়াজ তোলে তৃণমূল কর্মীরা। আবার কলকাতার মাঝেরহাটে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে বিজেপি কর্মীরা 'জয় শ্রীরাম' ধ্বনি দেন।

কলকাতায় একটি কেন্দ্রে বিজেপি এজেন্টের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তাকে পুলিশ আটক করেছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাসবিহারীতে প্রার্থীকে বুথে ঢুকতে না দেয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হবিবপুরে তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়েছে। বন্দর এলাকায় ভোটার স্লিপ ছেঁড়া নিয়ে গোলমাল হয়েছে। নানুরে প্রবল বোমাবাজি হয়েছে।

তবে এর মধ্যেই সপ্তম দফাতে ভালোই ভোট পড়েছে। পাঁচ জেলায় এদিন ভোট হচ্ছে। দুপুর বারোটা পর্যন্ত গড়ে প্রায় ৩৮ শতাংশ ভোট পড়ছে। এর মধ্যে কলকাতায় ভোটের হার সব চেয়ে কম। বেশি মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুরে।

জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ