ইটালিতে করোনা সংক্রমণ আবার বাড়ছে৷ পরিস্থিতি সামলাতে সব ডিস্কো বন্ধ ঘোষণা করেছে৷ একই সাথে পাবলিক প্লেসে রাতে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷
বিজ্ঞাপন
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এক ডিক্রি স্বাক্ষর করেছেন যা সোমবার থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে৷ এর আওতায় পরবে সারা দেশের সকল ডিসকো, নাইট ক্লাব, বিচ আউটডোর ডিস্কো এবং খোলা জায়গার ড্যান্স ইভেন্ট৷ তাছাড়াও ইটালিয়ানরা যেসব জায়গায় আড্ডা দিতে বা দেখা করতে পছন্দ করেন সেসব স্থানেও সন্ধ্যে ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এখন মাস্ক পরা বাধ্যতামূলক৷
তরুণরা মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে তাদের অনেকে ধীরে ধীরে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে৷ যে কারণে বিধিনিষেধ আরো কঠোর করা হলো৷ ইটালিতে গ্রীষ্মের ছুটির পর ১৪ সেপ্টেম্বর আবার স্কুল শুরু হওয়া কথা তবে সংক্রমণের সংখ্যা বাড়ার কারণে তা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন৷ স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘‘আমরা গত কয়েকমাস যাবত অনেক কষ্ট ভোগ করেছি তাই আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারিনা৷’’ সুরক্ষিতভাবে স্কুল চালু হোক এবং সেটাকেই আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত৷’’ ডিসকোগুলো বন্ধ করে দিলে যে কয়েক বিলিয়ন লোকসান হবে সে সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ডিসকো ব্যবসায়ীরা৷ দক্ষিণ ইটালির পর্যটন এলাকা ক্যালাব্রিয়া সতর্কতামূলকভাবে গত শুক্রবারই অবশ্য সব ডিসকো বন্ধ করে দিয়েছে৷
ভূমধ্যসাগরীয় দেশ ইটালিতে মহামারি শুরুর পর থেকে মোট দুই লাখ চুয়ান্ন হাজার মানুষের করোনা সংক্রমণ হয়েছে৷ মারা গেছে ৩৫ হাজারেরও বেশি৷ করোনায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইটালি৷ তবে গত কয়েক সপ্তাহে ইটালিতে করোনায় নতুন সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে কম বলে জানা গেছে৷ ইটালিতে কয়েক মাসব্যাপী লকডাউনের নিষেধাজ্ঞা ৩ জুন তুলে নেওয়া হয়েছে৷
এনএস/কেএম (ডিপিএ, এএফপি)
৯ আগস্টের ছবিঘরটি দেখুন...
করোনার নতুন হানা যেসব দেশে
কোভিড-১৯-এ মৃত্যু সাত লাখ ছাড়িয়েছে৷ সংক্রমিতের সংখ্যা দুই কোটি ছুঁতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না৷ যেসব দেশে কমতে শুরু করেছিল, সেসব দেশেও নতুন করে শুরু হয়েছে করোনার হানা৷
ছবি: picture-alliance/dpa/M. Frankenberg
জার্মানি
জার্মানির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কখ ইন্সটিটিউট (আরকেআই) জানাচ্ছে, দেশটিতে করোনা আবার ফিরছে এমন ইঙ্গিত দেখা দিয়েছে৷ গত তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ১০৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন গত বৃহস্পতিবার৷ দিনে এক হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ সর্বশেষ ধরা পড়েছিল গত এপ্রিলে৷ তখন অবশ্য দিনে মোট ছয় হাজার মানুষের দেহে সংক্রমণ ধরা পড়াও ছিল প্রায় নিয়মিত ঘটনা৷
ছবি: Getty Images/AFP/T. Kienzle
ইউক্রেন
এদিকে ইউক্রেনে দিনে সবচেয়ে বেশি সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে৷ ২৪ ঘণ্টায় ১৩১৮ জন করোনা পজিটিভ হয়েছেন এই সপ্তাহে৷ ইউক্রেনে এমনটি আগে কখনো ঘটেনি৷
ছবি: picture-alliance/dpa/TASS/A. Marchenko
পোল্যান্ড
পোল্যান্ডের পরিস্থিতিও খারাপের দিকে৷ সেখানে ৬৮০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার৷ সংখ্যাটা শিগগিরই যে ৭০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই৷
ছবি: picture-alliance/NurPhoto/B. Zawrzel
বেলজিয়াম
বেলজিয়ামের একাংশ আর স্পেনেও সংক্রমণ আবার বাড়ছে৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশে তাই জার্মানি থেকে ভ্রমণে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Raa
স্পেন
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখন স্পেন৷ গত শুক্রবার তারা যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে৷ স্পেনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ড সরকার৷ সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, কেউ স্পেন সফর করে ফিরলে তাকে অন্তত ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে৷
ছবি: imago images/ZUMA Wire/J. Sanz
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: picture-alliance/AP Photo/S. Sibeko
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: imago images/X. Zheng
ল্যাটিন অ্যামেরিকা
করোনা সংক্রমণে ইউরোপকে ছাড়াতে চলেছে ল্যাটিন অ্যামেরিকা৷ মহাদেশটিতে সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ আট হাজার ছাড়িয়েছে৷