গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওই বইটির স্প্যানিশ নাম আমাদের জন্য বেশ খটোমটো, ‘এল আমোর এন লোস তিম্পোস দেল কোলেরা’৷ ইংরেজী অনুবাদটা বরং বোধগম্য, ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’৷ কলেরার সময়ের ভালোবাসা৷
বিজ্ঞাপন
শতবর্ষ আগের সময়টায় ওই রোগের প্রাদুর্ভাব প্রবলভাবে ছিল পৃথিবীতে৷ এখন যেমন করোনা৷
করোনার কারণে বদলে গেছে পুরো বিশ্ব৷ ক্রীড়াবিশ্বও এর বাইরে থাকে কী করে! ‘স্পোর্টস ইন দ্য টাইম অব করোনা’-র সঙ্গে আগের সময়টার তো মিল নেই কোনো! বিশুদ্ধ বিনোদনের এই জায়গায় মানুষের ভালোবাসা অফুরান৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাস্তবতা মেনে সেই ‘মানুষ’ই যেন হয়ে পড়ছে ব্রাত্য৷
কিভাবে? দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা চালু করা এর সবচেয়ে বড় প্রমাণ৷ অবশ্যই সেটি করোনাকালীন সময়ের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করেই৷
ক্ষুদ্রাতিক্ষুদ্র এক ভাইরাস অদ্ভুত আঁধার নিয়ে এসেছে গোটা পৃথিবীতে৷ ক্যানভাসটা ছোট করে ক্রীড়াঙ্গনে, আরো ছোট করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিয়ে এলেও সেই অন্ধকারের ছায়া৷ সবচেয়ে জনপ্রিয় খেলা যে ক্রিকেট, সেটি মাঠে ফেরানো যাচ্ছে না কিছুতেই৷ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরটিও তো বাতিল হয়ে গেল একই কারণে৷
‘নিউ নর্মালে’ ফিরছে বিনোদন, খেলাধুলা
করোনার কারণে বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগত একেবারে থমকে গিয়েছিল৷ এখন আবার সবকিছু শুরুর চেষ্টা চলছে, তবে স্বাস্থ্যবিধি মেনে৷
ছবি: Privat
স্বাস্থ্যবিধি মেনে নাটক, সিনেমার শুটিং
কোরবানির ঈদ থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলে ২০-এর অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷ আর সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ ছবিতে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের শুটিং দেখা যাচ্ছে৷
ছবি: Privat
শর্তসাপেক্ষে সিনেমা হল খুলছে
বাংলাদেশে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে শর্ত হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে বলা হয়েছে৷ দর্শকদের মাস্ক পরতে হবে৷ স্বাস্থ্যবিধি মানা না হলে হল বন্ধ করে দেয়া হতে পারে৷
ছবি: DW/M. Mamun
নাটকের মঞ্চায়ন
আগস্টে ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন’৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল ‘প্রাচ্যনাট’৷
ছবি: Dhaka Theater
‘ড্রাইভ ইন মুভি ফেস্ট’
করোনার কারণে বিশ্বের অনেক দেশেই এ ধরনের চল দেখা গেছে৷ এবার বাংলাদেশেও সেটা আয়োজনের চেষ্টা চলছে৷ চলতি মাসেই এমন একটি উৎসব অনুষ্ঠিত হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
স্টেজে গাইতে না পারার আক্ষেপ
করোনার কারণে স্টেজে গান গাইতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন৷ তবে সম্প্রতি তিনি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’ ছবিতে প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন তিনি৷ সম্প্রতি তেজগাঁওয়ের এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন৷
ছবি: Privat
জয়ার শর্ত
কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’এর শেষ দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ এক্ষেত্রে জয়ার প্রথম শর্তই ছিল শুটিংয়ের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে৷
ছবি: Privat
করোনার কারণে ছোট টিম
‘বিউটি সার্কাস’এর পরিচালক মাহমুদ দিদার জানান, অন্য সময় শুটিং টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷
ছবি: Privat
খুলছে শিল্পকলা একাডেমি
এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবে বা আবেদন করবে, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷
ছবি: Privat
ভিড় বেশি, তাই আলো বন্ধ
১১ থেকে ২০ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম ‘ফেস্টিভ্যাল অফ লাইটস’৷ এই সময় বার্লিনের বিভিন্ন ভবন আলোকিত করা হয়েছিল৷ তবে এ বছর আলো দেখতে আসা মানুষের ভিড় বেড়ে গেলে কিছু সময়ের জন্য আলো নিভিয়ে দেয়া হয়েছিল, যেন ভিড় কমে যায়৷ করোনার কারণে এই নিয়ম৷
ছবি: picture-alliance/Xinhua News Agency/S. Yuqi
অনলাইন কনসার্ট
সম্প্রতি ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ সিঙ্গেলসের শীর্ষে উঠেছিল দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’৷ তবে করোনার কারণে কনসার্ট করতে পারছে না বিটিএস৷ তাই হতাশ সমর্থকদের আনন্দ দিতে অনলাইনে কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ সৌলে অনুষ্ঠিত কনসার্টটি ১০ ও ১১ অক্টোবর অনলাইনে লাইভস্ট্রিম করা হবে৷
ছবি: picture-alliance/Yonhap
অনলাইনে মিউজিয়াম
করোনার কারণে মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পর অনেক মিউজিয়াম কর্তৃপক্ষ অনলাইনে তাদের সংগ্রহ দেখার ব্যবস্থা করেছিল৷ বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে মিউজিয়াম খুললেও অনলাইনের সুযোগ এখনো রেখে দিয়েছে অনেকে৷
ছবি: TU Darmstadt/Architectura Virtualis
দর্শকহীন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট
জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছিল৷ করোনার কারণে খেলা হয়েছে দর্শকশূন্য মাঠে৷ এছাড়া বল চকচকে দেখাতে থুথু মেশানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়াও ইংল্যান্ড সফর করেছে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
আইপিএল-ও ব্যতিক্রম নয়
নিজ দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম৷ তবে টিভিতে আইপিএল দেখে রোমাঞ্চিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ উপরের ছবিটি গতবছরের৷
ছবি: IANS
বাংলাদেশের ক্রিকেট
শ্রীলঙ্কায় কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের নিয়মের কারণে সে দেশে এখনই সফরে যেতে পারছেন না টাইগাররা৷ অথচ সেই সফর দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তারা৷ অপেক্ষায় ছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও৷ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে না পারায় এখন ঘরোয়া ক্রিকেট চালু করতে চাইছে বিসিবি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বিশ্ব ফুটবলেও দর্শকহীন ম্যাচ
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় ফুটবল ফিরেছিল মে মাসে৷ পথ দেখিয়েছিল জার্মানির বুন্ডেসলিগা৷ এরপর একে একে ইংল্যান্ড, ইটালি ও স্পেনের লিগও শুরু হয়৷ অবশ্যই দর্শকহীন স্টেডিয়ামে৷ স্থগিত থাকা গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও শেষ হয়েছে৷ এখন চলছে ২০২০-২১ মৌসুমের খেলা৷ ছবিতে এক সমর্থককে টিভিতে ২১ জুন অনুষ্ঠিত লিভারপুল-এভারটনের ম্যাচটি দেখতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/M. Childs
আছে ব্যতিক্রমও
২৪ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালের সময় স্টেডিয়ামে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন৷ ইউরোপা লিগের সেরা সেভিয়াকে ২-১ গোলে হারায় চ্যাম্পিয়নস লিগের সেরা বায়ার্ন মিউনিখ৷ করোনার পর এই প্রথম দর্শকদের সামনে ফুটবল খেলেছে বায়ার্ন ও সেভিয়া৷ এছাড়া বুন্ডেসলিগার কিছু ম্যাচে অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেয়া হচ্ছে৷
ছবি: Bernadett Szabo/AP Images/picture-alliance
বাংলাদেশের ফুটবল
ফুটবলপাড়া এখন ব্যস্ত নির্বাচন নিয়ে৷ করোনায় গিলে খেয়েছে পেশাদার ফুটবল লিগের একটি মৌসুম৷ বাতিল হয়েছে আন্তর্জাতিক ম্যাচও৷ আগামী ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল চালু হবার কথা৷
ছবি: Mir Farid
টেনিস
সম্প্রতি হয়ে গেল ইউএস ওপেন৷ তবে তাতে অংশ নেননি পুরুষ ও মহিলা এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু৷ করোনা মহামারির স্বাস্থ্যঝুঁকির কারণে প্রথমজন এবং পরেরজন সে কারণেই যথাযথ প্রস্তুতি না নিতে পারায় অংশ নেননি৷ ডমিনিক থিয়েম ও নাওমি ওসাকা হয়েছেন ইউএস ওপেনের নতুন রাজা-রানি৷
ছবি: Getty Images/M. Stockman
18 ছবি1 | 18
অথচ এ সিরিজ নিয়ে প্রত্যাবর্তনের কী রোমাঞ্চই না খেলা করছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে! করোনার কারণে খেলা বন্ধ সেই মার্চ থেকে৷ স্থগিত হয়েছে একের পর এক সিরিজ; বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো টুর্নামেন্ট৷ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও স্থগিত হয়ে ছিল৷ সেটি পুনরায় আয়োজনের চেষ্টা অক্টোবরে-নভেম্বরে৷ দুই দেশের ক্রিকেট বোর্ডের মতৈক্য ছিল, কিন্তু বাধ সাধে শ্রীলঙ্কায় কোভিড১৯ নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স৷ সে দেশ সফরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছাড় দিতে রাজি নয় এক বিন্দু৷ সেটি আবার ক্রিকেটারদের মাঠের খেলার প্রস্তুতিতে বড় বাধা বলে মনে করেছে বিসিবি৷ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সে খবর জানিয়ে সিরিজটি ভবিষ্যতে স্বাভাবিক পরিস্থিতিতে সুবিধাজনক সময়ে আয়োজনের ওপর ছেড়ে দিয়েছেন৷
কিন্তু সে স্বাভাবিক পরিস্থিতিতে কবে ফিরবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন?
ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজ হচ্ছে না সহসা৷ ঘরোয়া ক্রিকেট তাই চালু করতে চায় বিসিবি৷ করোনা পরিস্থিতিতে সেটিও হবে মহা চ্যালেঞ্জিং৷ আবার ক্রিকেটাররা এত দিন খেলার বাইরে থাকলে তাঁদের দক্ষতায় যে মরচে ধরবে, সে দুশ্চিন্তাও তো রয়েছে৷ আরেক চিন্তার কারণ, বাংলাদেশ শুরু করতে না পারলেও বিশ্ব ক্রিকেট তো ফেরার পর ঠিকই খুঁজে নিচ্ছে৷ ইংল্যান্ডে গিয়ে সিরিজ খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া৷ নিজেদের দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ তবে এ সব খেলাই হচ্ছে দর্শকবিহীন স্টেডিয়ামে৷ অবশ্য দীর্ঘ বিরতির পর টেলিভিশনে খেলা দেখার আনন্দও তো কম নয় দর্শকদের৷ অর্থপ্রবাহে স্পন্সরদের চাপে খেলা আয়োজন করা হচ্ছে, এ ‘অপবাদ’ সত্ত্বেও!
বাংলাদেশের ফুটবলপাড়া এখন ব্যস্ত নির্বাচন নিয়ে৷ করোনায় গিলে খেয়েছে পেশাদার ফুটবল লিগের একটি মৌসুম৷ বাতিল হয়েছে আন্তর্জাতিক ম্যাচও৷ আগামী ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল চালু হবার কথা৷ অবশ্য ততদিনে শীত জাঁকিয়ে বসবে এই ব-দ্বীপে৷ আর শীতের সময় করোনার দ্বিতীয় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে দেশের শীর্ষমহল থেকে৷ ফুটবল তাই কবে মাঠে গড়াবে আবার, সেটি ভীষণ অনিশ্চিত৷
ইউএস ওপেনের সেরা কিছু মুহূর্ত
ইউএস ওপেন টেনিসে পুরুষদের একক জিতেছেন অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম৷ আর এবার নারীদের একক শিরোপা উঠেছে জাপানের নাওমি ওসাকার হাতে৷ ছবিঘরে দেখে নিন করোনাকালে টেনিসের প্রথম গ্র্যান্ডস্লাম আসরের কিছু সেরা মুহূর্ত৷
ছবি: Reuters/USA Today Sports/R. Deutsch
ডমিনিক থিয়েমের প্রথম গ্র্যান্ডস্লাম
পুরুষ এককের ফাইনালে প্রথম দুই সেটে হেরেছিলেন থিয়েম৷ এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নেন৷ জার্মানির আলেকজান্ডার স্ভেরাভকে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য পান তিনি৷
ছবি: Reuters/R. Deutsch
আলেকজান্ডার স্ভেরাভের প্রথম ফাইনাল
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন জার্মানির আলেকজান্ডার স্ভেরাভ৷ ২৭ বছর বয়সি থিয়েম শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে দেন ২৩ বছরের স্ভেরাভকে৷ ম্যাচ জয়ের পর স্ভেরাভকে এভাবে কাছে টেনে নেন থিয়েম৷
ছবি: Reuters/USA Today Sports/R. Deutsch
১৬ বছর পর আবার
২০০৪ সালের পর এই প্রথম কোনো ফাইনালে দুই সেটে পিছিয়ে থেকেও গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন থিয়েম৷
ছবি: Reuters/R. Deutsch
জকোভিচের বিদায়
চতুর্থ রাউন্ডে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ খেলছিলেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে৷ সার্ভিস পয়েন্ট হারানোয় মেজাজ হারিয়ে বল ছুড়ে মারেন তিনি৷ বল গিয়ে লাগে এক লাইন জাজের গায়ে৷ অনিচ্ছাকৃত এ অপরাধের শাস্তি হিসেবে টুর্নামেন্ট থেকেই বিদায় দেয়া হয় তাকে৷ সঙ্গে ইউএস ওপেনে এবার জকোভিচ যত প্রাইজমানি জিতেছেন, তা-ও ফিরিয়ে নেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/S. Wenig
নারীদের সেরা
নারীদের একক ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে জয় ছিনিয়ে নেন নাওমি ওসাকা৷ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ১-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারান তিনি৷ জাপানের ওসাকার ক্যারিয়ারে এটি তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা৷ তিন বছরে দ্বিতীয়বার ইউএস ওপেনের শিরোপা জিতলেন তিনি৷ এছাড়া ২০১৯ সালে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন৷
ছবি: Reuters/USA Today Sports/R. Deutsch
আজারেঙ্কার ব্যর্থতা
আজারেঙ্কা এ নিয়ে তিনবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি৷ এর আগে ২০১২ ও ২০১৩ সালে ফাইনালে উঠেছিলেন তিনি৷
ছবি: Reuters/USA Today Sports/D. Parhizkaran
রেকর্ড গড়া হলো না সেরেনার
ইউএস ওপেনের নারী এককে রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্লাম জেতার লক্ষ্য নিয়ে এসে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে৷ ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায় তার৷ ম্যাচের এক পর্যায়ে বাঁ পায়ে আঘাত না পেলে অবশ্য ফলাফল অন্যরকমও হতে পারতো৷
ছবি: Reuters/USA Today Sports/R. Deutsch
7 ছবি1 | 7
অনিশ্চয়তার সেই ঢেউ ঠেলে ইউরোপিয়ান ফুটবল ফিরেছে মাঠে৷ শীর্ষ লিগগুলোর মধ্যে পথ দেখিয়েছে জার্মান বুন্ডেসলিগা৷ স্থগিত হওয়া গত মৌসুমের খেলা সবার আগে শুরু করে তারা৷ এরপর ইংল্যান্ড, ইতালি, স্পেন সব দেশের লিগ শেষ করা হয়েছে৷ ফ্রান্সের মৌসুমটি অবশ্য বাতিলই ঘোষণা করা হয়৷ মৌসুমটা টেনে লম্বা করে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগও শেষ করা হয়৷ আর এ সবই দর্শকবিহীন স্টেডিয়ামে৷
দুই মৌসুমের মাঝে আড়াই-তিনমাসের বিরতি থাকে৷ এবার সেটি হওয়ার জো ছিল না৷ বিরতির সময় কমিয়ে আবার ফুটবলাররা নেমে গেছেন মাঠে; নতুন মৌসুমে৷ দর্শক-সমর্থনহীন মাঠে খেলার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছেন ক্রমশ৷ বার্সেলোনার সমর্থকরা অবশ্য তাতেও বোধকরি খুশি৷ অন্তত লিওনেল মেসিহীন বার্সেলোনার সঙ্গে তো আর অভ্যস্ত হতে হচ্ছে না৷
ফিরতে শুরু করেছে অন্যান্য খেলাও৷ টেনিসের গ্র্যান্ডস্লাম ইভেন্ট ইউএস ওপেন যেমন হয়ে গেল৷ তবে তাতে অংশ নেননি পুরুষ ও মহিলা এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু৷ কোভিড-১৯ মহামারির স্বাস্থ্যঝুঁকি কারণে প্রথমজন এবং পরেরজন সে কারণেই যথাযথ প্রস্তুতি না নিতে পারায়৷ ডমিনিক থিয়েম ও নাওমি ওসাকা হয়েছেন ইউএস ওপেনের নতুন রাজা-রানি৷
বাংলাদেশেও কোভিড১৯ পরিস্থিতি সামলে ফেরার চেষ্টায় অন্যান্য খেলা৷ দাবা অলিম্পিয়াড যেমন হয়ে গেল অনলাইনে৷ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে তায়াকোয়ান্দো ফিরেছে৷ ক্যাম্প হচ্ছে শ্যুটিং ও আর্চারির৷ কিন্তু সব কিছু স্বাভাবিক হতে নিশ্চয়ই সময় লাগবে আরো৷
কত সময়? কলেরার সময়ের ভালোবাসা নিয়ে মার্কেজের যে উপন্যাস, এর ঘটনার ব্যাপ্তিকাল ৫০ বছরেরও বেশি৷ এবার করোনার ধাক্কা পৃথিবীকে নিশ্চয়ই এত দিন সইতে হবে না! বরং ভালোবাসার ক্রীড়াঙ্গন অচিরে ফিরবে গমগমে স্বরূপে- এমন প্রত্যাশাই দর্শক-সমর্থকদের৷