1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার ১২৫ দিন, ইটালিতে মৃত ৭৯

৪ মার্চ ২০২০

করোনার প্রকোপ আরও ভয়াবহ চেহারা নিচ্ছে। ইরানে আক্রান্ত ২৩ জন সাংসদ। ইটালিতে চলছে মৃত্যু মিছিল।

ছবি: picture-alliance/Photoshot/A. Halabisaz

প্রায় মহামারির চেহারা নেওয়া করোনা ভাইরাসের প্রকোপ ১২৫ দিনে পড়ল। চার মাসে আগে চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। বাকি ইতিহাস ভয়াবহ। গত ১২৫ দিন ধরে করোনার প্রকোপে মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত ৯২ হাজার। গোটা বিশ্বের ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, এক অজানা পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিশ্ব। এর থেকে মুক্তির উপায় কারও জানা নেই।

চীনে শুরু হলেও আপাতত করোনার দাপট সেই দেশে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার উহানে নতুন করে ১১৯ জনের শরীরে সংক্রমণ মিলেছে। মৃত্যু হয়েছে ৩৮ জনের। গত তিন মাস ধরে চীনে যে ভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, তার তুলনায় এই সংখ্যা নেহাতই কম। কিন্তু স্বস্তি পাওয়ার সুযোগ নেই। গোটা পৃথিবী জুড়েকরোনার প্রকোপ ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে। ইটালিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৯ জনের। পশ্চিম ইটালিতে আরও ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত চীনের বাইরে ইটালি থেকেই সব চেয়ে বেশি মৃত্যুর খবর মিলছে।

ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ কোরিয়া এবং ইরানের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তাঁর আরব এবং মিশর সফর বাতিল করেছেন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৫১৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সেখানে আক্রান্ত পাঁচ হাজার ৩২৮ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। অন্য দিকে ইরানের পরিস্থিতি আরও সংকটজনক। অবস্থা সামাল দিতে সেখানে সেনা নামানো হয়েছে। প্রশাসন জানিয়েছে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের সবরকম সহায়তা করবে সেনা। ইরানের ২৩ জন সাংসদ এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া, ইরান, ইটালি এবং জাপান সব চেয়ে উদ্বেগজনক অবস্থায় আছে। এর মধ্যে জাপানে কয়েক মাসের মধ্যে অলিম্পিক শুরু হওয়ার কথা। জাপান জানিয়েছে, এখনও পর্যন্ত অলিম্পিক পিছনোর বা বন্ধ করার কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। সকলেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। এ দিকে অস্ট্রেলিয়ায় এই প্রথম করোনার সংক্রমণ ঘটল। সিডনির একটি হাসপাতালে এক সেবিকার শরীরে করোনার জীবাণু মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই সেবিকা বেশ কিছু বয়স্ক রোগীর তত্ত্বাবধান করতেন। সকলকেই কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। জার্মানিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮। কুয়েত ঘোষণা করেছে, ভারত, বাংলাদেশ সহ ১০টি দেশের পর্যটকদের কুয়েতে ঢোকার ক্ষেত্রে একটি সার্টিফিকেট দেখাতে হবে। ওই সমস্ত দেশের কুয়েত হাই কমিশনে গিয়ে তাঁদের করোনার পরীক্ষা করাতে হবে। তার ভিত্তিতে হাই কমিশন একটি সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট ছাড়া কাউকে সে দেশে ঢুকতে দেওয়া হবে না বলে কুয়েত জানিয়ে দিয়েছে।

ভারতেও করোনা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাজস্থানে এক ইটালীয় পর্যটকের শরীরে করোনার জীবাণু মিলেছিল। বুধবার আরও ১৫ জনের শরীরে ওই ভাইরাস মিলেছে। যার জেরে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১। রাজস্থানে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এ দিকে দিল্লির আক্রান্ত ইটালি থেকে ফিরে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে পার্টি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। হোটেলের বেশ কিছু কর্মীকে ১৪ দিনের জন্য আইসোলেশনে পাঠিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। এর আগে এয়ার ইন্ডিয়া তাদের বেশ কিছু কর্মীকে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আজ, বুধবার দেশের স্বাস্থ্যমন্ত্রক ফের জরুরি বৈঠকে বসছে। কী ভাবে করোনার সংক্রমণের সঙ্গে মোকাবিলা করা যাবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ