কলম্ৱিয়ার আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ, বিভিন্ন কোম্পানি তাদের জমি দখল করে গাছপালা কেটে ভূমিক্ষয়কারী শস্য ফলাচ্ছে৷ এ বিষয়ে অভিযোগ জানিয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আদিবাসীরা৷
বিজ্ঞাপন
কলম্বিয়ায় প্রায় ১৯ লাখ আদিবাসীর বাস৷ তাদের একটি অংশ দেশটির প্রায় এক হাজার সংরক্ষিত এলাকায় বাস করেন৷
সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী নাসার সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ৷ তাদের একজন উইলিয়াম (প্রকৃত নাম দিতে চাননি)৷ তিনি থাকেন লোপেজ আদেত্রো নামের একটি সংরক্ষিত এলাকায়, যার আয়তন ২,২৩৭ হেক্টর৷ সেখানে নাসা গোষ্ঠীর প্রায় দুই হাজার মানুষ থাকেন৷ ২০১৫ সালে তাঁরা একটি কোম্পানির আখ খেতের একটি অংশ দখল করে সেখানে বসতি গড়ে তোলেন৷
এই জমিটি তাদের কাছ থেকে ‘চুরি’ করা হয়েছিল বলে অভিযোগ উইলিয়ামের৷ ‘‘এরপর আমরা আমাদের জমিতে পুনর্বনায়ন করি৷ দখলের পর ঐ কোম্পানি শুধু আখ চাষ করায় জমি শুকিয়ে গিয়েছিল,’’ বলে জানান তিনি৷ এখন ক্ষয়ে যাওয়া জমির মান ঠিক করতে সেখানে কাসাভা, ভুট্টাসহ অন্যান্য শস্য চাষ করা হচ্ছে৷
মেক্সিকোর আদিবাসী মুসলমান সম্প্রদায়
মেক্সিকোর চিয়াপাস রাজ্যটি প্রাচীন মায়া সভ্যতার একটি অংশ ছিল৷ সেখানকার একটি আদিবাসী গোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে৷
ছবি: Reuters/E.Garrido
খ্রিষ্টান থেকে ইসলাম
ছবিতে ৬৪ বছর বয়সি উমরকে দেখতে পাচ্ছেন৷ একসময় তিনি এভানজেলিক্যাল গির্জার যাজক ছিলেন৷ নব্বই দশকের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন৷
ছবি: Reuters/E.Garrido
ঐক্যের প্রতীক
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সান ক্রিস্টোবাল ডে লাস কাসাস শহরে বাস করেন উমর৷ ইসলাম ধর্ম গ্রহণ করার পর স্থানীয় মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন তিনি৷ ‘‘আমাদের একেশ্বরবাদী ধর্ম,’’ বলেন তিনি৷ ‘‘তবে আমরা সন্তের পূজা করি না৷’’
ছবি: Reuters/E.Garrido
মুসলিম সম্প্রদায়
উমর সহ কয়েকশ মুসলমানের বাস চিয়াপাস রাজ্যে৷ তাঁদের অধিকাংশই সোসিল সম্প্রদায়ের অন্তর্গত৷ ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁরা ক্যাথলিক সহ খ্রিষ্টান ধর্মের অন্যান্য গোষ্ঠীর অংশ ছিলেন৷ ছবিতে ২০ বছরের আনিসাকে কোরান শরিফ পড়তে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/E.Garrido
ধর্মান্তরের কারণ
আশির দশকের শেষ দিকে স্থানীয়রা ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে৷ ঐ সময় চিয়াপাস রাজ্যে সাপাতিস্তা মুভমেন্টে ছড়িয়ে পড়ছিল৷ ফলে পুঁজিবাদসহ খ্রিষ্টান ধর্ম সমালোচনার মুখে পড়েছিল৷
ছবি: Reuters/E.Garrido
পোশাক
পুরুষরা মাথায় টুপি, স্থানীয়ভাবে যা ‘কুফি’ নামে পরিচিত, আর নারীরা মায়া সভ্যতার ঐতিহ্যবাহী শাল দিয়ে বানানো হিজাব পরেন৷
ছবি: Reuters/E.Garrido
স্থানীয়দের মাঝে প্রতিক্রিয়া
ছবির ব্যক্তিটি মুস্তফা৷ তিনি জানান, ‘‘আমরা যখন ধর্মান্তরিত হই তখন মানুষ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিল৷ তাঁরা ভেবেছিল আমরা সন্ত্রাসী, তাই তাঁরা আমাদের ভয়ও পেয়েছিল৷’’ তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে গেছে৷ ‘‘আমাদের কাজ দেখে তাঁদের মতামতে পরিবর্তন আসে,’’ বলেন তিনি৷
ছবি: Reuters/E.Garrido
এক শতাংশের কম
মেক্সিকোর মোট জনসংখ্যা ১২ কোটি৷ এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্যাথলিক খ্রিষ্টান৷ আর মুসলমানের সংখ্যা এক শতাংশেরও কম৷
ছবি: Reuters/E.Garrido
পবিত্র ধর্ম
৫৫ বছরের মোহাম্মদ আমিনকে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন৷ ইসলাম গ্রহণ করার কারণ সম্পর্কে রয়টার্সকে তিনি বলেন, ‘‘এটা একটা পবিত্র ধর্ম৷ এই বিষয়টিই আমাকে আকৃষ্ট করেছে৷’’
ছবি: Reuters/E.Garrido
8 ছবি1 | 8
উইলিয়াম বলেন, কোম্পানির কাছ থেকে জমি পুনরুদ্ধারের পর আবারও ঐ কোম্পানি পুলিশের সহায়তায় জমির নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছিল৷ ‘‘তারা (পুলিশ) আমাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়লে আমরা দা, লাঠি আর পাথর ছুড়ে প্রতিহত করেছি,’’ জানান তিনি৷ এখন আর কেউ তাদের বিরক্ত করেনা বলেও জানান উইলিয়াম৷
লোপেজ আদেত্রো সংরক্ষিত এলাকাটি কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের কাওকা রাজ্যে অবস্থিত৷ ঐ রাজ্যে আদিবাসীরা এখন আরও নয়টি এলাকায় তাদের জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে আঞ্চলিক আদিবাসী পরিষদ৷
কাওকা ছাড়াও কলম্বিয়ার অন্য এলাকায় বাস করা কয়েক ডজন আদিবাসী সম্প্রদায়ও জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে৷
জমি ফিরে পেতে শুরুতে তারা আইনি পথে হাঁটার চেষ্টা করেন৷ কিন্তু অভিযোগ নিষ্পত্তির কাজে ধীরগতি এবং রায় দেয়ার সময় ব্যবসায়ীদের স্বার্থ দেখা, ইত্যাদি অভিযোগে মাঝেমধ্যে সহিংসতার পথ বেছে নেন আদিবাসীরা৷
জমি দখল করতে অনেক সময় আদিবাসীদের হত্য়া করা হয়৷ ২০১৮ সালের মে মাস থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত দেড় বছরে ১৩৪ জন আদিবাসীকে হত্য়া করা হয় বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় আদিবাসী সংস্থা৷ এমনকি করোনা মহামারির সময়েও কয়েকজনকে হত্যার ঘটনা ঘটেছে৷ ব্যবসায়ীদের স্বার্থ দেখা আধা-সামরিক বাহিনী বেশিরভাগ হত্যার জন্য দায়ী৷ এছাড়া গেরিলা ও মাদকপাচারের সঙ্গে জড়িত অপরাধীদের হাতেও প্রাণ হারাচ্ছেন আদিবাসীরা৷
জেডএইচ/এসিবি (ডিপিএ)
গ্রাম বাংলায় আদিবাসী উৎসবে
সভ্যতার অগ্রগতি হলেও ভারতের আদিবাসী সম্প্রদায় তাঁদের আপন সংস্কৃতি ও জীবনচর্যাকে বাঁচিয়ে রেখেছে৷ অনার্য জনগোষ্ঠী নানা উৎসবে সেই আদিম আচারের অভিজ্ঞতা আজও পাওয়া যায়৷ এমনই এক সংস্কৃতির খোঁজে চলুন নদিয়ার টিয়াবালি গ্রামে৷
ছবি: P. Samanta
করমের দর্শক
করম উপলক্ষে কোনো আলাদা সাজ নেই আদিবাসীদের গ্রামে৷ সকাল থেকেই মাটির দাওয়ায় নানা বয়েসি মানুষের ভিড় জমতে থাকে৷
ছবি: P. Samanta
বৃক্ষদেবতা
করম বৃক্ষ আদিবাসীদের দেবতা৷ আজও তার আরাধনা করা হয়৷ করমের তিনটি শাখা পোঁতা হয় মাটিতে৷ তার পাশে দুটি ঝুড়িতে কলাই-ধান-সরষের চারা৷
ছবি: P. Samanta
পরিবেশের পক্ষে
শিল্প সভ্যতার আগ্রাসনে বৃক্ষচ্ছেদন করছি আমরা৷ অথচ আদিবাসীরা সেই আশ্রয়দাতা বৃক্ষের উপাসক৷ হিন্দু হলেও তাঁরা পৌত্তলিকতায় বিশ্বাসী নয়৷ বরং সনাতন ভারতীয় সভ্যতার চিরন্তন রক্ষক৷
ছবি: P. Samanta
প্রাচীন জীবিকা
এখনও কৃষিকাজ ও পশুপালন এই অনার্য জনগোষ্ঠীর প্রধান জীবিকা৷ চাকরির সঙ্গে যুক্ত মুষ্টিমেয় মানুষ৷ এই গ্রামে ঢুকলেই মেলে সেই আদিম অনুভব৷
ছবি: P. Samanta
বলিদানের প্রথা
ভারতীয় সংস্কৃতিতে ঈশ্বরের তুষ্টির জন্য বলিদান অবিচ্ছেদ্য প্রথা৷ আর্য ও অনার্যদের মধ্যে এ ব্যাপারে কোনও ভেদ নেই৷ বৃক্ষদেবতাকে খুশি করতে মুরগি বলির প্রথা বিদ্যমান অনার্য সংস্কৃতিতে৷
ছবি: P. Samanta
শেষ ইচ্ছাপূরণ
করম দেবতার সামনে বলিপ্রদত্ত মুরগির শেষ আহার৷ তাকে খাওয়ানো হয় খুদকুঁড়ো৷
ছবি: P. Samanta
মুরগি নিবেদন
করম দেবতার উদ্দেশে বলি দেওয়া হয় জোড়া মুরগি৷ একটি লাল ও একটি সাদা৷
ছবি: P. Samanta
আদিম রীতি
করম পরবের জন্য তৈরি হয় পিঠা৷ ছোট আকারের লুচির মতো দেখতে৷ সঙ্গে চাল-গোলা জল৷ অনেকটা গঙ্গাজলের মতো এর ব্যবহার৷
ছবি: P. Samanta
নৃত্য-গীত-বাদ্য
আদিবাসী উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ নাচ-গান৷ করমের সামনে গোল করে ঘুরে অবিরাম চলতে থাকে নাচ৷ সঙ্গে চমকপ্রদ লিরিকে সাজানো গান৷
ছবি: P. Samanta
হাঁড়িয়ার মৌতাত
আদিবাসী সংস্কৃতির আরেক অঙ্গ নেশার পানীয় হাঁড়িয়া৷ করম উৎসবে সবাইকে একটু গলায় ঢালতেই হবে৷ প্রবীণ বা মহিলারাও বঞ্চিত হন না৷
ছবি: P. Samanta
তিন কন্যার করম
লাল-হলুদ শাড়িতে এই তিন কিশোরী কন্যা করমের সেবা করে৷ উপোস ও রাত্রি জাগরণের পর তাদের হাতেই তুলে দেওয়া হয় তিনটি করম শাখা৷
ছবি: P. Samanta
বিসর্জনের পথে
দুর্গোৎসবের নবমী তিথিতে হয় করমের বিসর্জন৷ দিনভর চলে নাচ-গান-পান৷ গ্রামের সব পাড়া ঘুরে করমের যাত্রা শেষ হয় জলাশয়ে৷