1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় অবরুদ্ধ ইটালি

১০ মার্চ ২০২০

কারোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় ইটালিতে চলাচল ও জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ দেশটির ছয় কোটি মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার৷

Italien Coronavirus Uni Mailand
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/LaPresse/C. Furlan

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অবরুদ্ধ অবস্থায় শেষ কবে হবে কেউ জানে না৷ ইটালিজুড়ে রাতভর লোকজন সুপারশপগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনেছে৷ আপাতত আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইটালিতে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে৷ তবে এই সময়ে সুপারশপ ও খাবারের দোকান খোলা থাকবে বলে জানিয়েছে সরকার৷ কিন্তু প্রত্যেক ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে৷

গত ৩১ জানুয়ারি ইটালির রোমে দুই চীনা পর্যটকের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়৷  তবে অবস্থা ভয়াবহ আকার ধারন করেছে গত সপ্তাহ দুয়েক ধরে৷ মঙ্গলবার পর্যন্ত ইটালিতে করোনায় আক্রান্তের সংখ্যা নয় হাজারের বেশি৷ মারা গেছেন ৪৬৩ জন৷ চীনের পর যা সর্বোচ্চ৷ ইটালিতে রোববার প্রায় ১০০ জন মারা গেছেন৷

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে সরকারের নিষেধাজ্ঞার কারণে ইটালির জনগণ কাজের জন্য বা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না৷ সব ধরনের ভ্রমণ এবং জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ ফুটবললীগ ‘সেরি আ‘ সহ সব খেলাধূলা বাতিল করা হয়েছে, বন্ধ রেঁস্তরা, সিনেমা হল, থিয়েটার ও জাদুঘর৷

ইটালির সব শিক্ষাপ্রতিষ্ঠান আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল৷ যা বাড়িয়ে আগামী ৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে৷

করোনার বিস্তার  রোধে ইটালি সরকারের এই কড়াকড়ি ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বলেছে, করোনা মহামারী আকার ধারণের ‘দ্বার প্রান্তে‘৷

‘‘আমরা ইটালি সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি৷ মূলত চীন, দক্ষিণ কোরিয়া, ইটালি ও ইরান এই চার দেশে ৯৩ শতাংশের বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে৷  করোনা ভাইরাস হয়তো প্রথম মহামারী যেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছি৷‘‘

তবে ডব্লিউএইচও স্বাগত জানালেও ইটালির কারাবন্দিরা সরকারের কড়াকড়ি মেনে নিতে পারেনি৷ গত রোববার সরকার দেশজুড়ে কারাগারগুলোতে দর্শণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে৷

ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্তত ২৩টি কারাগারে রীতিমত দাঙ্গা ছড়িয়ে পড়ে৷ দাঙ্গায় সাত বন্দি নিহত হন৷ একটি কারাগারে বন্দিরা এক কারারক্ষীকে জিম্মি করেন৷ দাঙ্গা হাঙ্গামার সুযোগ নিয়ে কয়েকজন বন্দি পালিয়েও গেছেন৷

 এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ