করোনা ভাইরাসের কারণে এক মাস লক ডাউনের ফলে অর্থনৈতিক সংকট দেখা দেয়ায় ব্যাপক বিক্ষোভ চলছে লেবাননে৷ নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের৷
বিজ্ঞাপন
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে৷ আহত হয়েছেন অন্তত ২০ জন বিক্ষোভকারী৷
সোমবার রাতভর চলা বিক্ষোভ দাঙ্গায় রূপ নিলে নিহত হন এক বিক্ষোভকারী৷ আহত হয়েছে অন্তত ৪০ সেনা৷
অক্টোবর থেকেই দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে৷ এর মধ্যে করোনা সংকটে লকডাউনের ফলে মুদ্রার ‘দাম’ কমে গেছে, অনেক মানুষ চাকরি হারিয়েছে৷ দেশের ৬০ ভাগেরও বেশি তরুণ বেকার৷
মঙ্গলবার বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকে পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়৷ এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছোঁড়ে৷
অর্থনৈতিক সংকট মোকাবেলায় বৈরুত খুব শিগগিরই পরিকল্পনা নেয়ার কথা ভাবলেও এ সংকট সহজে কাটবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রধানমন্ত্রী হাসান দিয়াব সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, যা বাস্তব৷ কালো বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশংকা করছেন তিনি৷ মঙ্গলবার লেবানিজ পাউন্ডে এক ডলারের দাম দিল চার হাজার পাউন্ড৷
জাতিসংঘে নিযুক্ত লেবাননের বিশেষ দূত ইয়ান কুবিস বলেছেন, লেবাননের রাজনৈতিক নেতাদের জন্য এটা একটা অশনী সংকেত৷ এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরো বাড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি৷ বিশেষ করে শরণার্থী এবং দরিদ্র মানুষদের জীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
গত অক্টোবরের ছবিঘরটি দেখুন...
আরব নারীদের দিশা লেবানন
একাধিক দাবি নিয়ে বর্তমানে পথে নেমেছে লেবাননের রাজধানী বেইরুটের নারীরা৷ তাদের আন্দোলন কীভাবে শক্তি জোগাচ্ছে মধ্যপ্রাচ্যের নারীদের, দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/AP Images/B. Hussein
একগুচ্ছ দাবি নিয়ে পথে নারীরা
দেশের রাজনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চা বাড়ানো, দুর্নীতি ও প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে বর্তমানে উত্তাল লেবাননের রাজধানী বেইরুট৷ পথে নামা জনগণের মধ্যে রয়েছেন বেশির ভাগ নারীরা৷ তাদের শক্তহাতে নেতৃত্বদান ও অভিনব প্রতিবাদের ধরন অনুপ্রাণিত করছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে বসবাসরত নারীদের৷ বিশেষজ্ঞদের মত, ফিরতে পারে মধ্যপ্রাচ্যে নারীবাদের হালও৷
ছবি: picture-alliance/AP Photo/H. Ammar
কেমন প্রতিবাদ?
বেইরুটের প্রাণকেন্দ্রে দেশের শিক্ষা মন্ত্রীর কনভয় থামিয়ে দেন প্রতিবাদী নারীরা৷ মন্ত্রীর নিরাপত্তারক্ষী বন্দুক উঁচিয়ে বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ধরাশায়ী করে দেন এক নারী৷ লেবাননে নারীদের এমন রূপ বিরল হওয়ার ফলে কিছুটা অবাক, কিছুটা লজ্জিত হয়েই ফিরে যায় সেই রক্ষী৷ এই দৃশ্য বর্তমানে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়৷
ছবি: picture-alliance/Zuma/APA/F. Abdullah
প্রতিবাদী, অথচ অহিংস
মন্ত্রীর নিরাপত্তারক্ষীর ঘটনাটি ছাড়া গোটা প্রতিবাদটিই শান্তিপূর্ণ ও অহিংসভাবে চলছে, জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ শুধু তাই নয়, প্রতিবাদ কর্মসূচীর অনেকটা জুড়েই রয়েছে নানা ধরনের শৈল্পিক প্রতিবাদ৷ এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে প্রচলিত নৃত্য ‘বেলি ডান্স’ও৷
ছবি: picture-alliance/AP Images/H. Ammar
কী বলছেন নারীবাদীরা?
প্রতিবাদে শুধুমাত্র স্বাধীনচেতা, হিজাববিহীন নারীই নয়, যোগ দিয়েছেন ধর্মবিশ্বাসী হিজাব-পরিহিত নারীরাও৷ সমাজকর্মী হেন্দ এলখোলি ফেসবুকে লেখেন, এই প্রতিবাদ সমাবেশে নারীরাও পুরুষদের মতো শর্টস পরে ঘুরতে পারেন৷ সেখানে হেনস্থার ভয় নেই৷ তাঁর মতে, ‘‘পৌরুষ বলতে আমরা যা যা বুঝি, সেই সব এই প্রতিবাদে এলেই দেখতে পাবেন৷’’ এর আগে একটি প্রতিবাদে নারীদের পুরুষ প্রতিবাদীদের হাতে হেনস্থা হতে হয়৷
ছবি: picture-alliance/Zuma/APA/F. Abdullah
তবুও নারী শুধুই সুন্দরী...
বেইরুটের এই প্রতিবাদ আদতে রাজনৈতিক হলেও, মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম একে তুলে ধরছে ‘সুন্দরী নারীদের জমায়েত’র মতো করেই৷ একটি সংবাদের শিরোনাম ছিল ‘‘এই লেবানিজ সুন্দরীরা আসলে বিপ্লবীও’’৷ এছাড়াও, বেছে বেছে প্রতিবাদী নারীদের শুধু ‘‘আকর্ষণীয়’’ ছবি ছাপার অভিযোগ করেছেন প্রতিবাদীদের একাংশ৷
ছবি: picture-alliance/Zuma/ Le Pictorium/B. Tarabey
লেবানিজ নারীদের দীর্ঘ লড়াই
২০১৭ পর্যন্ত, ধর্ষণের দায়ে অভিযুক্তদের শাস্তি মকুব হয়ে যেত লেবাননে, যদি সে ধর্ষিতাকে বিয়ে করত৷ সেই আইন বর্তমানে রদ৷ অন্যদিকে, ২০১৮ সালেও নারীরা রাস্তায় নেমেছিলেন ধর্ষণের দায় ধর্ষিতার ওপর থেকে ধর্ষকের ওপর সম্পূর্ণভাবে দেওয়ার দাবিতে৷ সে কারণেই, লেবাননে এমন প্রতিবাদ তুলে আনছে সমাজের বিভিন্ন অংশ থেকে সমালোচনা ও তীর্যক মন্তব্য৷ এরপরেও, এই আন্দোলন থেকেই সাহস পাচ্ছেন আরবের সাধারণ নারীরা৷
ছবি: picture-alliance/dpa/ Le Pictorium/B. Tarabey