তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের নারীরা অন্য নারী বা পুরুষের মতো নয় বলে নানা বৈষম্যের শিকার৷ আর তা ভাঙতেই করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিজড়া সম্প্রদায়ের একটি দল৷
বিজ্ঞাপন
লকডাউনে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছে হিজড়াদের এই দলটি ৷ যারা বাড়ির বাইরে বের হতে পারছেন না তাদের বাড়িতে প্যাকেট পৌঁছে দিচ্ছে কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে পৌছে দেয়ার মতো কাজগুলো করছে তারা ৷ হিজড়া সাহায্যকারী দলেরই একজন ২৮ বছর বয়সি মুনমুন জানায়, প্রোটেকটিভ পোশাক, মাস্ক, গ্লাভস পরার পরও করোনা ভাইরাসের ভয় তার থেকেই যায় ৷ তারপরও সে সেই ভয়কে জয় করতে চায়৷ মুনমুনের ভাষায়, ‘‘মরতে আমাদের সকলেই হবে, তবে ভালো কোনো কাজ করে যদি মারা যাই মানুষ আমাদের মনে রাখবে৷’’
হিজড়া বা ট্রান্সজেন্ডার সমাজিকভাবে এখনো অবহেলিত যদিও বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷
এনএস/কেএম( ডিপিএ)
২০১৯ সালের মার্চের ছবিঘরটি দেখুন...
হিজড়াদের সুন্দরী প্রতিযোগিতা
থাইল্যান্ডের পাতায়াতে সম্প্রতি ট্রান্সজেন্ডার বা হিজড়াদের ১৫তম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল৷ এবারই প্রথম একজন কৃষ্ণাঙ্গ বিজয়ীর মুকুট পরেছেন৷
ছবি: Reuters/J. Silva
প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী
জেজেল বার্বি রয়াল৷ যুক্তরাষ্ট্রের এই ট্রান্সজেন্ডার প্রতিনিধি জিতে নিয়েছেন ‘মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৯’ এর মুকুট৷ ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনে তিনিই প্রথম বিজয়ী কৃষ্ণাঙ্গ ট্রান্সজেন্ডার৷
ছবি: Reuters/J. Silva
সেরা তিন
মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৯ এর প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের কানওয়ারা কায়েজিন৷ দ্বিতীয় রানার আপ হয়েছেন চীনের ইয়া সি৷ বিজয়ীদের নাম ঘোষণার পূর্ব মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আছেন সেরা তিন সুন্দরী৷
ছবি: Reuters/J. Silva
ব্রাজিলের সুন্দরী
রাফায়েলা মানফ্রিনি ব্রাজিল থেকে তিনি উড়ে এসেছিলেন প্রতিযোগিতায় যোগ দিতে৷ ২০১৩ সালে সবশেষ মিস ইন্টারন্যাশনাল কুইন জিতেছিল তাঁর দেশ৷
পঞ্চমবারের মতো আয়োজনে প্রতিনিধি পাঠিয়েছে মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াও৷ ছবিতে মঞ্চের পেছনে ইন্দোনেশিয়ার ট্রান্সজেন্ডার সুন্দরী ইন্দাহ চেরিল৷
ছবি: Reuters/J. Silva
চূড়ান্ত পর্বে নেপাল
দক্ষিণ এশিয়া থেকে এই আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছে নেপাল৷ ছবিতে দেশটির ট্রান্সজেন্ডার সুন্দরী এঞ্জেল লামাকে দেখা যাচ্ছে৷ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যোগ দেয়ার আগে আয়নায় নিজেকে দেখে নিচ্ছেন তিনি৷
ছবি: Reuters/J. Silva
থাইল্যান্ডই সর্বোচ্চ বিজয়ী
কানওয়ারা কায়জিন৷ স্বাগতিক দেশের প্রতিনিধি ছিলেন তিনি৷ ২০১৭ সালসহ সর্বোচ্চ চারবার মিস ইন্টারন্যাশনাল কুইন বিজয়ী হয়েছে থাইল্যান্ড৷