1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্ত দুইজন সুস্থ হয়ে উঠছেন

১১ মার্চ ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাছাড়া দেশে নতুন করে আর কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি বলে জানিয়েছে আইইডিসিআর৷

ছবি: DW/S. Hossain

বুধবার মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

গত রোববার বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷  যাদের মধ্যে দুজন পুরুষ ইটালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হন।

অধ্যাপক মীরজাদী বলেন, ‘‘আমি আপনাদের একটা ভালো খবরই দিতে পারব। গতকাল আমরা যে পরীক্ষা করেছি তাতে তিনজনের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন যে পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি। তিনজনের মধ্যে দুজন অলরেডি নেগেটিভ।

‘‘আমরা আগেও বলেছি, তাদের কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থ আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রটোকল, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব।’’ 

বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে বলেও জানান তিনি৷ তবে এখন পর্যন্ত নতুন কারো শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি৷

দেশে করোনা ভাইরাস শনাক্তের পর আইইডিসিআর কয়েকটি হটলাইন চালু করেছে৷

মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় তারা তিন হাজার ২৫টি কল পেয়েছেন, তারমধ্যে তিন হাজার ১৪৫টি কল ছিল করোনাভাইরাস সংক্রান্ত।

‘‘তাদের মধ্যে মোট ২৪ জন আইইডিসিআরে গিয়ে সেবা নিয়েছেন এবং মোট ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই তিনজন ছাড়া আর কারো করোনা ভাইরাস ধরা পড়েনি।’’

দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাত ও ইটালিতে এর আগে দুই বাংলাদেশির করোনা ভাইরাস ধরা পড়েছিল। তাদের মধ্যে সিঙ্গাপুরের চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ পঞ্চম বাংলাদেশির অবস্থা গুরুতর ছিল৷ তার অবস্থা এখনো অপরিবর্তিত আছে বলেও জানান মীরজাদী৷

এদিকে, করোনা উদ্বেগের মধ্যে মানিকগঞ্জ, রাজবাড়ী, সিলেট ও চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত কয়েকজনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে৷

এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ