জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। ইউরোপে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জার্মানিতে রেকর্ড সংক্রমণ।
ছবি: Rubin Utrecht/dpa/picture alliance
বিজ্ঞাপন
গোটা বিশ্বে কোভিড সংক্রমণের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়ে গেল। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ মানুষের। তারই মধ্যে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে ইউরোপে। বিশেষ করে পূর্ব ইউরোপের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম ইউরোপে জার্মানিতে সংক্রমণের হার প্রতিদিন রেকর্ড গড়ছে। ফ্রান্স, যুক্তরাজ্য-সহ একাধিক দেশ নতুন করে করোনাবিধি চালুর কথা ভাবছে। গ্রিসে দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কোভিডে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপ। গত প্রায় ২০ মাসে ইউরোপে আক্রান্তের সংখ্যা সাত কোটি ৬০ লাখ। এর পরেই আছে এশিয়া। পাঁচ কোটি ৬০ লাখ মানুষ এখনো পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন। অ্যামেরিকা এবং ক্যানাডা মিলিয়ে আক্রান্ত হয়েছেন চার কোটি ৮০ লাখ মানুষ। লাতিন অ্যামেরিকায় চার কোটি ৬০ লাখ। আফ্রিকার হিসেব অবশ্য আলাদা করে দেওয়া হয়নি রিপোর্টে।
করোনাকালে বাল্য বিবাহ : প্রেক্ষাপট কুড়িগ্রাম ও বিশ্ব
২০২০ সালে ইউনিসেফ-এর একটি গবেষণা জানায়, করোনাকালে অপ্রাপ্তবয়স্কদের বিবাহ অনেক দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে৷ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা তার খুব বড় প্রমান৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Getty Images/A. Joyce
ডেটলাইন কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে এখন মাত্র একজন ছাত্রী৷ তার বাকি আট সহপাঠিনী এখন বিবাহিত৷ করোনাকালে দেড় বছর ধরে স্কুল বন্ধ ছিল৷ ওই সময় তাদের বিয়ে দেয়া হয় বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷
ছবি: Abdul Khalek Faruk/DW
শঙ্কিত নার্গিস
নার্গিস নাহার জানান, তার সহপাঠিনীদের বিয়ে হয়ে যাওয়ায় তার মনেও কাজ করছে এক ধরনের ভয়৷ তিনি বলেন, ‘‘আমার শেষ পরিণতি কী হবে তা-ও অজানা৷ আমি আমার বাবা-মাকে অনুরোধ করেছি, আমাকে যেন হঠাৎ করে বিয়ে না দেয়৷ আমি পড়াশোনা শেষ করে একটি চাকরি করে নিজের অবস্থা তৈরি করেই বিয়ে করবো৷’’
ছবি: BDNEWS24
মেয়ের পাশে বাবা
নার্গিসের বাবা মো. আব্দুল খালেক অবশ্য অন্যদের মতো নিজের মেয়েকে এখনই বিয়ে দিতে চান না৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমার তিন মেয়ে৷ এর মধ্যে এইচএসসি পাশ করিয়ে বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছি৷ ছোট মেয়েটার ইচ্ছে ডিগ্রি পর্যন্ত পড়বে৷ এটা ও ওর মায়ের কাছে বলেছে৷ আমিও বলেছি, দুই মেয়ের তো বিয়ে হয়ে গেছে, নার্গিস ছোট৷ ডিগ্রি পাশ করার আগে ওকে বিয়ে দেবো না৷’’
ছবি: Abdul Khalek Faruk/DW
সে এলাকায় বেশি বাল্যবিয়ের প্রধান কারণ...
ওই এলাকায় এত বাল্যবিয়ের কারণ সম্পর্কে নার্গিসের বাবার বক্তব্য, ‘‘এটা নদী ভাঙন এলাকা৷ অধিকাংশ মানুষের বাড়িঘর ধরলা নদীতে ভেঙে গেছে৷ ফলে তারা নিজেরাই খেতে পারে না, মেয়েকে পড়াকে কীভাবে৷ এই কারণে মেয়েকে বিয়ে দিতে পারলে ঝামেলা মুক্ত হলো বলে তারা মনে করেন৷’’
ছবি: Abdul Khalek Faruk/DW
স্কুল কর্তৃপক্ষের অস্বীকার
ওই এলাকায় সরেজমিনে গিয়ে রিপোর্ট করেছেন আব্দুল খালেক ফারুক৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আজও আমি এই এলাকায় রয়েছি৷ যাদের বিয়ে হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি৷ পরিবার তো স্বীকার করবে না৷ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েই রিপোর্ট করেছি৷ বাল্যবিয়ের এই ঘটনায় রিপোর্ট ছাপা হওয়ায় স্কুল কর্তৃপক্ষ চাপে পড়ে এখন অস্বীকার করার চেষ্টা করছে৷''
ছবি: BDNEWS24
বিশ্বজুড়ে এই বাস্তবতা
আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানাচ্ছে, করোনা মহামারির সময় স্কুল বন্ধ, মা-বাবারা চাকরি হারাচ্ছেন, লকডাউনে বাড়ছে সহিংসতা আর ধর্ষণ৷ এসব কারণে কন্যার নিরাপত্তার কথা ভেবেও অনেক দেশে মা-বাবারা তাদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জোর করে বিয়ে দিচ্ছেন৷ ২০২৫ সালের মধ্যে সারা বিশ্বে আরো ২৫ লাখ মেয়ে বাল্য বিবাহের শিকার হতে পারে আশঙ্কা তাদের৷
ছবি: BDNEWS24
যেসব দেশ বেশি ঝুঁকিতে
সেভ দ্য চিলড্রেনের মতে, আগের তুলনায় এখন অন্তত দশ লাখ বেশি কিশোরী গর্ভবতী হওয়ার ঝুঁকিতে রয়েছে৷ মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার প্রবণতা বেশি রয়েছে দক্ষিণ এশিয়া, পশ্চিম আফ্রিকা ও ল্যাটিন অ্যামেরিকায়৷ আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে এই প্রবণতা সবচেয়ে বেশি৷
ছবি: Getty Images/A. Joyce
7 ছবি1 | 7
রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব ইউরোপের। সেখানে কোভিড বাড়ছে লাফিয়ে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। তারই মধ্যে পূর্ব ইউরোপের একাধিক দেশ কোভিডবিধি খানিকটা শিথিল করেছে। তার জেরে কোভিড আরো বেশি ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে প্রতি লাখে সংক্রমণের হার ২০০ ভাগ ছাড়িয়ে গেছে। প্যানডেমিক পরিস্থিতিতে এই প্রথম সংক্রমণের হার ২০০ ভাগ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩২ জন। মৃত্যু হয়েছে ১৬৯ জনের। জার্মানির এক গুরুত্বপূর্ণ ভাইরোলজিস্ট জানিয়েছেন, এই মুহূর্তে জার্মানি কড়া কোভিডবিধি চালু না করলে সংক্রমণ আরো বাড়বে। জার্মান ফুটবলার নিকলাস সুলে কোভিডে আক্রান্ত হয়েছেন। চার ফুটবলারকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
ডেনমার্কে নতুন করে হেলথ পাস দেওয়া হচ্ছে। এখনো যারা টিকা নেননি তাদের ওই পাস নিতেই হবে। ফ্রান্স জানিয়েছে, ৩০ বছরের কম বয়সের ব্যক্তিরা মডার্না টিকা নিতে পারবে না। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ওই টিকা থেকে হৃদরোগ হতে পারে। ফ্রান্সে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ইংল্যান্ড জানিয়েছে, এপ্রিলের মধ্যে স্বাস্থ্যকর্মীরা টিকা না নিলে তাদের কাজ থেকে বরখাস্ত করা হবে। অ্যামেরিকার কোনো কোনো রাজ্যেও স্বাস্থ্যকর্মীদের বলা হয়েছে দ্রুত টিকা নিতে। নইলে তাদের লম্বা ছুটিতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।