স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়৷ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩ টি ল্যবে ছয় হাজার ৭৮২ টি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তবে আগের দিন শুক্রবার থাকায় বেশ কিছু ল্যাবের পরীক্ষার ফলাফল আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ৷
নতুন ৯৩০ জনকে নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে৷ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন৷ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১৬ জনের ১২ জনই ছিলেন ঢাকা বিভাগের৷ বাকিরা চট্টগ্রাম ও রংপুর বিভাগের৷ ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরেরই ছিলেন সাতজন৷
ব্রিফিংয়ে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে নতুন করে ২৩৫ জন সেরে উঠেছেন৷ সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১১৭ জন৷
এফএস/এআই
ঈদ সামনে রেখে ১০ মে থেকে বাংলাদেশে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা৷ ছবিতে দেখে নেওয়া যাক কেমন চলছে ঈদ শপিং৷
ছবি: Sazzad Hossainদেশীয় পোশাকের ব্র্যান্ড আড়ং এর শোরুমে ক্রেতাদের ভিড়৷ যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে৷
ছবি: Sazzad Hossainমিরপুর রোডে সাইন্স ল্যাবরেটরি মোড়ে আড়ং এর শোরুমের বাইরে ক্রেতাদের লম্বা লাইন৷
ছবি: Sazzad Hossainরাজধানীর গাউছিয়ায় দোকান না খুললেও ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা৷ যেখানে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার আগ্রহ কোনো পক্ষেরই নেই৷
ছবি: Sazzad Hossainএলিফ্যান্ট রোডের এই জুতার দোকানেও একসঙ্গে থাকার নিয়মের অতিরিক্ত ক্রেতা দেখা যাচ্ছে৷
ছবি: Sazzad Hossainধানমণ্ডি হকার্স মার্কেটে ফুটপাত থেকে কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষ৷ ক্রেতা না থাকার আক্ষেপ করছেন বিক্রেতারা৷
ছবি: Sazzad Hossainধানমণ্ডি ২৭ নম্বরে বাটার শোরুম থেকে ক্রেতা বেরিয়ে যাওয়ার পর দরজার হাতল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছেন একজন বিক্রয়কর্মী৷
ছবি: Sazzad Hossainরাজধানীর চাঁদনী চক মার্কেটে খুলেছে কিছু দোকান৷ ক্রেতারাও পছন্দমত কাপড় কেনায় ব্যস্ত৷
ছবি: Sazzad Hossainধানমণ্ডির ২৭ নম্বরে একটি শোরুমে ঢোকার মুখে ক্রেতাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে৷
ছবি: Sazzad Hossainরাজধানীর বিভিন্ন শপিংমলের সামনে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে৷ ক্রেতারা টানেলের ভেতর দিয়ে মলে প্রবেশ করছেন৷
ছবি: Sazzad Hossainঈদে পুরুষদের পোশাক হিসেবে পাঞ্জাবির চাহিদা থাকে সব থেকে বেশি৷ মিরপুর রোডে সাইন্স ল্যাবরেটরি মোড়ের এই দোকানটি নানা ধরনের পাঞ্জাবির পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা মিলছে না৷
ছবি: Sazzad Hossainশিশুদের নিয়ে কেনাকাটা করতে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও অনেকে তা মানছেন না৷ মাপ মত সঠিক পোশাকটি বেছে নিতে শিশুদের সঙ্গে নিয়েই কেনাকাটা করছেন৷
ছবি: Sazzad Hossainকরোনা ভাইরাস প্রকোপের মধ্যে ঢাকায় ডেঙ্গুও ছড়াচ্ছে৷ তাই মশার হাত থেকে রক্ষা পেতে এসময় ফুটপাত থেকে দেখেশুনে মশারি কিনছেন এক নারী৷
ছবি: Sazzad Hossainসরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দোকানে স্বাস্থ্যসুরক্ষা সম্পর্কিত সতর্কবার্তার নোটিস দেখা যায়৷
ছবি: Sazzad Hossainহ্যান্ড স্যানিটাইজার হাতে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা৷
ছবি: Sazzad Hossainরাজধানীর অন্যতম বৃহৎ শপিংমল বসুন্ধরা সিটি বন্ধ রাখা হয়েছে৷ কর্তৃপক্ষরা বলেছেন, দোকান মালিক ও কর্মীদের স্বাস্থ্য ঝুঁকিতে না ফেলতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন৷
ছবি: Sazzad Hossainপ্রায় দেড় মাস পর দোকান খোলার অনুমতি পেলও করোনা সংক্রমণের ভয়ে ক্রেতারা আসছেন না বলে আক্ষেপ বিক্রেতাদের৷ বলেন, বেচা-কেনা একদমই নেই৷
ছবি: Sazzad Hossain