1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ১৬ জনের মৃত্য

১৬ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ৯৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মারা গেছেন ১৬ জন৷

ছবি: Sazzad Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়৷ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩ টি ল্যবে ছয় হাজার ৭৮২ টি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তবে আগের দিন শুক্রবার থাকায় বেশ কিছু ল্যাবের পরীক্ষার ফলাফল আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ৷ 

নতুন ৯৩০ জনকে নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে৷ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন৷ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১৬ জনের ১২ জনই ছিলেন ঢাকা বিভাগের৷ বাকিরা চট্টগ্রাম ও রংপুর বিভাগের৷ ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরেরই ছিলেন সাতজন৷

ব্রিফিংয়ে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে নতুন করে ২৩৫ জন সেরে উঠেছেন৷ সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১১৭ জন৷ 

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ