1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

২৪ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের করোনা আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন৷ যা এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড৷

ছবি: DW/S. Hossain

নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা৷ তিনি জানান, ২৪ ঘণ্টায় আট হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে আক্রান্ত ছিলেন এক হাজার ৫৩২ জন৷ এখন পর্যন্ত কোভিড ১৯ এ মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৭ জনে৷ মোট মৃত্যু বরণ করেছেন ৪৮০ জন৷

আক্রান্তদের মধ্যে নতুন করে সেরে উঠেছেন ৪১৫ জন৷ সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যা ছয় হাজার ৯০১ জন৷ 

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ