করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে বাংলাদেশ৷ তার মধ্যেই বুধবার রাতে বগুড়ার সুলতানগঞ্জ পাড়া গোয়ালগাড়িতে বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়৷ তা বন্ধ করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিটের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ’ জনের নামে সদর থানায় রাতেই বাদী হয়ে মামলা করেন উপ পরিদর্শক আব্দুল গফুর৷
এদিকে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে৷ তাদের মধ্যে বগুড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল আমিন ও শফিকুল ইসলাম নয়নও রয়েছেন৷
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এর বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে বিভিন্ন উপায় বের করা হচ্ছে৷ তারই কিছু উদাহরণ থাকছে ছবিঘরে৷
ছবি: Reuters/Z. Karuruযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডের একটি মসজিদে নামাজিরা করোনা ভাইরাসের কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়িয়েছেন৷
ছবি: Reuters/B. Snyder ১৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিংয়ের ছবি৷
ছবি: Reuters/J. Ernstজার্মানির হামবুর্গে রাজ্য সংসদে অধিবেশনের সময় (১৮ মার্চ) সাংসদরা একে অপরের চেয়ে নিরাপদ দূরত্বে বসেছিলেন৷
ছবি: Reuters/A. Heimkenইন্দোনেশিয়ার জাভা প্রদেশের একটি শপিং মলের এলিভেটরে মানুষের দাঁড়ানোর জন্য বক্স এঁকে দেয়া হয়েছে৷
ছবি: Reuters/Z. Karuruইটালির রোমের একটি মুদি দোকানে ক্রেতাদের দাঁড়ানোর জন্য এমন হলুদ লাইন দেয়া হয়েছে৷ এর মাধ্যমে একজন ক্রেতাকে আরেকজনের চেয়ে এতখানি দূরে দাঁড়ানোর পরামর্শ দেয়া হয়েছে৷
ছবি: Reuters/G. Mangiapaneযুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেন ডিকস-এর একটি দোকানে ক্রেতাদের জন্য একে অপরের চেয়ে ছয় ফুট দূরে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: Reuters/B. Snyderইটালির নেপোলির একটি সুপারমার্কেটের সামনে ক্রেতাদের লাইন৷
ছবি: Reuters/Y. Nardiফিলিপাইন্সের ম্যানিলায় ট্রেনে ওঠার অপেক্ষায় যাত্রীরা৷
ছবি: Reuters/E. Lopezযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে একটি মুদি দোকানে আগত ক্রেতাদের এই নোটিশের মাধ্যমে দূরত্ব বজায় রাখার কথা মনে করিয়ে দেয়া হচ্ছে৷
ছবি: Reuters/D. Ryderযুক্তরাষ্ট্রের পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন৷
ছবি: Reuters/Ph. Stewart